নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

কিছু উত্তর আশা করছি,ব্লগারদের কাছে।

০৪ ঠা জুলাই, ২০২২ সকাল ১১:৪৩




/ অশ্বথ গাছের নিচে বসার ঘন্টাখানেক আগে গৌতম কি ভেবেছিল?
/ হেরাগুহায় অহী পাওয়ার আনন্দ কে লিখে গেছে?
/ সক্রেটিসকে হেমলকের পরিবর্তে ক্রুসে ঝুলানো হলে কি হতো?
/ নোয়াহ হারারী ধ্যান করে বই লিখে ফেলছে অবলীলায়,পড়েছেন উনার বই?
/ মার্ক্স বই লিখে কি ভেবেছিলো, এত কিছু হয়ে যাবে তার ভাবনার উপর?
/ বিপ্লবের পর লেনিনকে নিয়ে ব্রার্টান্ড রাসেল যা বলেছেন,তে কীভাবে দেখেন?
/ নিউটনের ভাবনা ও আইনস্টাইনের ভাবনার মূল পার্থক্য কি?
/ডারউইনের থিউরী উনার হাত ধরে এসে ভালো হয়েছে?
/বিদ্যুৎ আবিষ্কারের অবদান রাখায় বেনজামিন ফ্রান্কলিন,ভোল্টা,গ্যালভানী,হ্যামফ্রে ডেভি,ফ্যারাডে,টেসলা,এডিসনের একটা মিলিত মিটিং করার দরকার ছিলো?
/মিশরের ফেরাউনের সামনে এখনকার কমউনিকেট করা রোবট দাড়া করালে কি হতো?
/ ইলন মাস্ক মঙ্গলে মরতে চায় কেন?
/বিলিয়নিয়ার চোখে পৃথিবী নামে কোনো বই আছে?
/আলফ্রেড নোবেলের নোবেল পুরস্কার না থাকলে "মেধাবী মাপার জন্য কি প্যারামিটার থাকতো?
/ যীশু এখন অন্তত ১ দিন পৃথিবীতে এসে দেখার দরকার,তার অনুসারীরা কি করেছে?
/পুটিন কিভাবে চিন্তা করছে, সিদ্ধান্ত নিচ্ছে এটা কেউ কখনো স্বপ্নে দেখার সুযোগ আছে?
/পরপারে মানুষ দিয়ে ইনফ্রাস্ট্রাকচার করার সিদ্ধান্ত নিলে সৃষ্টিকর্তা পৃথিবী থেকে কাদের বেঁছে নিবে?
/এলিয়েনরা একসময় মানুষের কল্পনায় বসবাস করেছে, এটা এলিয়েনরা কখনো জানবে?

মন্তব্য ৩৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০২২ সকাল ১১:৫৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দেখি কে কি উত্তর দেয় সেটা পরে পড়ে নিবো।

০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ১২:১৬

শূন্য সারমর্ম বলেছেন:

আপনার হাজিরা কাউন্ট হয়েছে।

২| ০৪ ঠা জুলাই, ২০২২ সকাল ১১:৫৮

ইমরোজ৭৫ বলেছেন: আপনি উত্তর পেলে আমাকে জানাইয়েন।

০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ১২:১৬

শূন্য সারমর্ম বলেছেন:

আপনাদের ভরসায় পোস্টাইলাম,আপনারা কি যে বলেন!

৩| ০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ১২:২৪

জুল ভার্ন বলেছেন: প্রশ্নগুলো আপনার। উত্তর সবার হলেও আমি পাঠক হিসেবে সবার উত্তর থেকে জানতে চাই, শিখতে চাই।

০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ১২:২৮

শূন্য সারমর্ম বলেছেন:

জানতে,শিখতে আমিও চাই ; আপনি কয়েকটার উত্তর দেন।

৪| ০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ১:১৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: উত্তর দেওয়া কষ্টকর কিন্তু অসাধ্য নয়।






ভালো থাকুন নিরন্তর।

০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ২:২০

শূন্য সারমর্ম বলেছেন:

ভালো থাকুন আপনিও,মন্তব্যের জন্য ধন্যবাদ।

৫| ০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ১:৩২

ইফতেখার ভূইয়া বলেছেন: নিজস্ব ধারনার আলোকে কিছু প্রশ্নের উত্তর দেয়া চেষ্টা করছি...

- এনলাইটেন্ড হইতে এক ঘন্টা বাকি আছে। B-)

- জানা নেই।

- মরতে তাকে হতোই, ক্রুশে হয়তো যন্ত্রনা বেশী হতো।

- নাহ।

- মার্ক্স যতটুকু ভাবতে পেরেছিলেন, আমার ধারণা রি-এ্যাকশান বাস্তবে তার চেয়ে বেশীই হয়েছে।

- স্যার নিউটন আর আইনস্টাইন দু'জন ভিন্ন শতকের মানুষ। তাদের সম-সামেয়েক ও সামগ্রিক আর্থ-সামাজিক ব্যবস্থায় বিশাল ব্যবধান রয়েছে। নিউটন অনেক কিছুর প্রথম ব্যাখা দিলেও তার বেশ কিছু ধারনার পূর্ণতা পেয়েছে আইনস্টাইনের হাত ধরে। গ্র্যাভিটি নিয়ে তাদের আলোচনায় কিছু মৌলিক পার্থক্য রয়েছে। নিউটনকে আমার তূলনামূলকভাবে বেশী রেভ্যুলশনারি ধারনার সূচনাকারী বলে মনে হয় যদিও আইনস্টাইনকে ছোট করে দেখার অবকাশ নেই।

- বিবর্তনবাদ ধারনাটাই অনেক আলোচনার সুযোগ রেখেছে। সেটা ডারউইন বা যে কেউই প্রথম উপস্থাপন করতো, তাকে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হতো বা আগামীতেও হতে হবে। তবে এটাকে আমি পজিটিভলি দেখি, কারণ আলোচনা বা সমালোচনা না হলে, ধারনার ব্যাপারেও পূর্ণ ধারনা পাওয়া সম্ভব নয়।

- খুব সম্ভবত রোবটকে সৃষ্টিকর্তা মনে করে পূজার আসনে বসিয়ে দিত।

- ইলন মঙ্গলে মরতে চায় কি না, তা নিয়ে আমার পূর্ণ ধারনা নেই তবে কোন একটা আলোচনায় মঙ্গল গ্রহ নিয়ে তার উৎসাহের কথা শুনেছি। তার দৃষ্টিভঙ্গি হলো, ক্রমবর্ধমান জনসংখ্যা এবং রিসোর্স এর সঙ্কট, বিশ্বযুদ্ধ ছাড়াও মহা-জাগতিক নিয়মে পৃথিবী একদিন ধ্বংস হবেই। তাই এখন থেকে সেটার বিকল্প খোঁজা প্রয়োজন। এ ব্যাপারে আমি তার সাথে একমত পোষণ করি। বিষয়টা অসম্ভব নয়, তবে চ্যালেঞ্জিং তো বটেই। ৮/৯ বিলিয়ন মানুষ মঙ্গল গ্রহে নেয়া সম্ভব নয়, লজিস্টিক এবং রিসোর্সগত সীমাবদ্ধতার কারণে। তাই ভাবতে হবে অন্যভাবে, খুব সম্ভবত বিভিন্ন জাতি থেকে তাদের রিপ্রেজেন্টেটিভ বা তাদের ডিএনএ নেয়া হবে বা প্রিজার্ভ করা হবে ভবিষ্যতের জন্য। তবে তার দৃষ্টিভঙ্গি সম্ভবত আরো গভীরের দিকে।

- বিদ্যুৎ আবিষ্কারে অনেক গুণী ব্যক্তির অবদান থাকলেও আমি ব্যক্তিগতভাবে টেসলা-কে সবার উপরে স্থান দেবো সব সময়। তার চেতনা, মানবিক ভাবনা-কে সম্মান না জানিয়ে কোন উপায় নেই। আমি শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারি টেসলা কখনোই এডিসনের সাথে বিদ্যুতের বানিজ্যিকীকরনের সাথে একমত হতেন না। বলতে পারেন এডিসন এই আবিষ্কারটিকে এক্সপ্লোয়েট করেছেন। মিটিং করেও মনে হয় কোন ফয়দা হতো না আমাদের।

- নোবেল পুরষ্কার আসলে "মেধাবী" মাপার কোন প্যারামিটার বলে আমার মনে হয় না, বরং এটা একটা স্বীকৃতি। পৃথিবীর আনাচে কানাচে অসংখ্য মেধাবী ব্যক্তি রয়েছেন যারা হয়তো কখনোই আর্ন্তজাতি পরিধিতে আসার সুযোগ বা প্রয়োজনীর এক্সপোজার কখনোই পাবেন না, তার মানে এই নয় যে সেই ব্যক্তিটি "নোবেল" পুরষ্কার পাবার যোগ্যতা নেই। বিষয়টা অনেকটাই নোবেল কমিটির উপর নির্ভর করে। তাই এটাকে একটা সম্মানজনক পুরষ্কার এর চেয়ে বেশী কিছু ভাবার অবকাশ আছে বলে আমার মনে হয় না।

- পুতিনের মাথায় কি হচ্ছে সেটা তিনি আর সৃষ্টিকর্তা ছাড়া আর কারো পক্ষে পূণরূপে জানা সম্ভব নয়। তবে তাকে অনেকে, বিশেষ করে পশ্চিমারা "আনপ্রিডিক্টেবল" বললেও আমার কখনোই তাকে তেমনটা মনে হয় নি। বরং আপনি যদি তার ইন্টারভিউ শোনেন, তবে বুঝতে পারবেন তিনি আসলে পশ্চিমা যে কোন নেতার তুলনায় অনেক বেশী যুক্তি সম্পন্ন এবং রেশনাল ব্যক্তি। তিনি আমেরিকার বিগত ৭/৮ জন প্রেসিডেন্টের তুলনায় অনেক বেশী জ্ঞাণী এবং প্রজ্ঞার অধিকারী। সততার বিষয়ে কিছু বলতে পারছি না, তবে তিনি ঘোষণা দিয়ে বা যুক্তি দিয়ে যেটা বলেন সেটা করেন, উদ্দেশ্য যেটাই হোক।

- ঈসা (আঃ) আসলে ১ দিনের জন্য আসবেন না, সেটা হয়তো আপনার জানার কথা। না জানলেও অবাক হবো না।

- কোনকিছু বানানোর জন্য সৃষ্টিকর্তা খুব সম্ভবত চাইনিজদের ব্যবহার করবেন। এরা পৃথিবীর যে কোন জাতির তুলনায় অনেক বেশী পরিশ্রমী। কোন কাজে যদি সূক্ষ বা কোয়ালিটির বিষয় থাকে তবে জাপানীজদের ব্যবহার করবেন বলে আমার ধারনা।

- এলিয়েন এর সংজ্ঞা অনেক ব্যাপক। যেমন আমেরিকানদের কাছে নন-আমেরিকান সবাই এলিয়েন। আপনি আমেরিকায় নাগরিকত্বের আবেদন করলে, আপনাকেও এলিয়েন রেজিষ্ট্রেশন ফরম দেয়া হবে। তবে স্বাভাবিকভাবে এলিয়েন বলতে আমরা যা বুঝি তাতে আমার মনে হয়, এলিয়েনরা মানুষ সম্পর্কে অবগত হোক বা না হোক তারা যদি পৃথিবী সম্পর্কে জেনে থাকে তবে তারা এটাও জানে যে পৃথিবীতে বসবাসকারীরা এলিয়েন নিয়ে কম বেশী চিন্তিত হবে। কারণ পৃথিবী সম্পর্কে ধারণা থেকে থাকলে তারা এটাও জানে যে ঐ বাসবাসকারী প্রাণীগুলো, চাঁদ এবং মঙ্গল গ্রহে কিছু একটা করছে।

সবগুলো উত্তর নিজস্ব ভাবনার বহিঃপ্রকাশ। ক্যাচাল সৃষ্টির উদ্দেশ্যে প্রণোদিত নয়। ধন্যবাদ।

০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ২:৩১

শূন্য সারমর্ম বলেছেন:


অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় নিয়ে লম্বা মন্তব্য করেছেন। শেষের লাইনে ক্যাচাল" শব্দটা কেন ব্যবহার করেছেন বোধগম্য হয়নি।

আপনার ভাবনার সাথে আমি একমত -( মার্ক্স, নিউটন, পুতিন, সৃষ্টিকর্তার চাইনীজ/জাপানিজ ব্যবহার, টেসলা) টপিকগুলোয়।

৬| ০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ২:২৭

রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।
তবে আমি কিছুটা ব্যস্ত আছি।
পরে আবার আসবো পোষ্টে।

০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ২:৩১

শূন্য সারমর্ম বলেছেন:

আপনার হাজিরাও কাউন্ট হলো।

৭| ০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ২:৪৬

ইফতেখার ভূইয়া বলেছেন: লেখক বলেছেন: শেষের লাইনে ক্যাচাল" শব্দটা কেন ব্যবহার করেছেন বোধগম্য হয়নি।
বোঝাতে চেয়েছি যে, আপনার প্রশ্নগুলোর আলোকে আমি আমার ব্যক্তিগত ধারাণার ব্যাখ্যা দিতে চেষ্টা করতে চেয়েছি মাত্র। যার কিছু বৈজ্ঞানিক বা বাস্তব ভিত্তি থাকতেও পারে বা না-ও পারে। এখানে কারো চিন্তাধারা বা মতবাদকে কটাক্ষ করা কোন ধরনের বিতর্কের সৃষ্টি করা আমার উদ্দেশ্য নয়। তাই কেউ যাতে আমার মন্তব্যগুলোকে ধরে বা উদ্দেশ্য করে অযাচিত তর্ক-বিতর্ক (নেতিবাচক অর্থে) করে পোস্টের মূল আলোচনা থেকে যেন সরে না আসেন সেটা মনে করিয়ে দেয়া। গঠনমূলক আলোচনা হতে পারে এবং সেটাই কাম্য। ধন্যবাদ।

০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ২:৫৬

শূন্য সারমর্ম বলেছেন:


ক্যাচাল ভয় পান বুঝি? সমস্যা নেই,ক্যাচাল করবে না কেউ।

৮| ০৪ ঠা জুলাই, ২০২২ বিকাল ৩:১৫

ইফতেখার ভূইয়া বলেছেন: ক্যাচাল ভয় পান বুঝি? সমস্যা নেই,ক্যাচাল করবে না কেউ।
বিষয়টা ভয়ের নয়, সম্মানের। বাংলাদেশে প্রশাসনিক, রাজনৈতিক, আইন প্রয়োগাকারী সংস্থা বিভিন্ন স্তরে আমার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব কাজ করছেন বা আছেন, তাদের সাথে কম-বেশী যোগাযোগ হয়। তাই জীবনের এ পর্যায়ে এসে ভয় বিষয়টা খুব একটা ভাবায় না। সমস্যা হলো সামুতে অনেকে জেনে না জেনে, বুঝে না বুঝে, কখনো কখনো ব্যক্তিগতভাবে আক্রমণ করে মন্তব্য করেন। বিষয়টা আমার ভীষণ অপছন্দের আর এগুলো খুব নিচু শ্রেনীর কাজ বলে মনে করি। এসব এড়িয়ে চলতে পছন্দ করি, এই যা। ধন্যবাদ।

০৪ ঠা জুলাই, ২০২২ বিকাল ৩:২৫

শূন্য সারমর্ম বলেছেন:

আপনাকে আমার দরকার হবে।

৯| ০৪ ঠা জুলাই, ২০২২ বিকাল ৩:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন: বেশ কিছু উত্তর লেখার পরে জ্যোতি বাবু চম্পট দিলেন, ফলে সব গেলো হারিয়ে।
এখন তাই শুধু প্রথমটির উত্তর দিবো।

/ অশ্বথ গাছের নিচে বসার ঘন্টাখানেক আগে গৌতম কি ভেবেছিল?
- অশ্বথ গাছটি গেলো কই?

০৪ ঠা জুলাই, ২০২২ বিকাল ৩:৪৭

শূন্য সারমর্ম বলেছেন:

জ্যোতি বাবুকে ফিরিয়ে আনেন।

১০| ০৪ ঠা জুলাই, ২০২২ বিকাল ৩:৪৫

মোহাম্মদ গোফরান বলেছেন: উস্তাদ আসলে সব উত্তর দিয়ে দিবেন।

০৪ ঠা জুলাই, ২০২২ বিকাল ৩:৪৮

শূন্য সারমর্ম বলেছেন:

মনে হয়না সব দিবে।

১১| ০৪ ঠা জুলাই, ২০২২ বিকাল ৪:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন: ১। সাধারণ ভাবনা ভেবেছেন।
২। জানিয়েগেছেন নবী অতপর সহাবীরা
৩। তার বানীর কোন পরিবর্তন হতোনা।
৪। না ।
৫। এতোটা আশা করেননি।
৬। সময়ের সাথে অনেক কিছুই পরিবর্তন।
৭। সৃষ্টি ও সৃষ্টিকর্তা
৮। কারো হাত ধরে না এলেই ভাল তো।
৯। দরকার ছিলনা।
১০। মনে করতো তারা অন্য গ্রহে আছে।
১১। এটা ওনার ইচ্ছা মাত্র।
১২। জানা নেই
১৩। অন্য কোন পুরুস্কার পবর্তীত হতো।
১৪।পুরাই উল্টো কাজ করছে।
১৫। না।
১৬। একমাত্র আল্লাহ জানে
১৭। এলিয়েন বলে যদি কিছু সত্যি প্রমাণিত হয় তখন তারা জানবে।

০৪ ঠা জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:০৮

শূন্য সারমর্ম বলেছেন:

অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য,কয়েকটায় একমত পোষণ করছি।

১২| ০৪ ঠা জুলাই, ২০২২ বিকাল ৫:২০

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ভাল লেগেছে পোস্টটি । প্রশ্নগুলো সহজ শুধু উত্তর নেই জানা

০৪ ঠা জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:০৯

শূন্য সারমর্ম বলেছেন:
ধন্যবাদ মন্তব্যের জন্য।

১৩| ০৪ ঠা জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:২৬

কামাল৮০ বলেছেন: “ মাথায় কত প্রশ্ন আসে,দিচ্ছে না কেউ জবাব তার—“সুকুমার রায়

০৪ ঠা জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৪৭

শূন্য সারমর্ম বলেছেন:

দিয়েছে দুইজন উপরোক্ত প্রশ্নসমূহের জবাব।

১৪| ০৪ ঠা জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি বলি আর আপনি যেনে মুখস্ত
করে ভাইভায় পাশ করে চাকুরী নিবেন!
এত বোকা আমি না।
আপনি পারলে বলেন; দেখি পারেন কিনা?

০৪ ঠা জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:২৩

শূন্য সারমর্ম বলেছেন:

আপনি আসলেই শার্লক হোমস, স্যালুট। চাকুরী দরকার,একটা দিবেন?

১৫| ০৪ ঠা জুলাই, ২০২২ রাত ৮:১০

লেখার খাতা বলেছেন: ভাল উত্তর দিলেন ইফতেখার ভূইয়া

০৪ ঠা জুলাই, ২০২২ রাত ১০:৪২

শূন্য সারমর্ম বলেছেন:
জি; উনি সময় নিয়ে উত্তর দিয়েছেন।

১৬| ০৪ ঠা জুলাই, ২০২২ রাত ৯:০৩

লেখার খাতা বলেছেন: জুল ভার্ন বলেছেন: প্রশ্নগুলো আপনার। উত্তর সবার হলেও আমি পাঠক হিসেবে সবার উত্তর থেকে জানতে চাই, শিখতে চাই।

আমিও।

০৪ ঠা জুলাই, ২০২২ রাত ১০:৪২

শূন্য সারমর্ম বলেছেন:

জুল ভার্নের দেয়া উত্তর এখানেও প্রযোয্য।

১৭| ০৪ ঠা জুলাই, ২০২২ রাত ১০:১৯

রাজীব নুর বলেছেন: এসব উত্তর আমি দিতে পারবো না। ব্লগে অনেক জ্ঞানী গুনী আছেনে। তাঁরা উত্তর দিবেন। আমি পোলাপান মানুষ। চুপ থাকি।

০৪ ঠা জুলাই, ২০২২ রাত ১০:৪৩

শূন্য সারমর্ম বলেছেন:

অনেক জ্ঞানীগুণী থেকে উত্তর দিয়েছেন ২ জন।

১৮| ০৪ ঠা জুলাই, ২০২২ রাত ১১:০৯

সোনাগাজী বলেছেন:



মার্ক্স জানতেন সভ্যতা মানুষকে কোন দিকে নিবে।

০৪ ঠা জুলাই, ২০২২ রাত ১১:১৬

শূন্য সারমর্ম বলেছেন:

মার্ক্সের ভাবনায় ধরা পড়েছিলো কিছুটা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.