নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

বাংলার কৃষকগোষ্ঠী ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে একটু উহ,অ্যাহ করবে?

০৬ ই জুলাই, ২০২২ সকাল ১০:০৬



ইউরোপের নেদারল্যান্ডসের কৃষকগোষ্ঠী হুমকি দেয় দেশ অচল করে দিবে, কারণ ওদের পশু পালনে সমস্যা সৃষ্টি করছে সরকার। সরকার চাচ্ছে প্লান করে কার্বন বাদ দিয়ে নাইট্রোজেন ও অ্যামোনিয়া গ্যাস নিঃসরণ ৫০ শতাংশে কমিয়ে আনতে ২০৩০ সালের মধ্যে। কৃষকগোষ্ঠী বলছে সরকার আমাদের দিক দেখছে না, সরকার ৭০ শতাংশ নিঃসরন কমিয়ে আনতে পারলে ৩০ শতাংশ পশুরখামার গায়েব হয়ে যাবে।তাই
ট্রাক, ট্রাক্টর নিয়ে সুপারশপ ব্লক করে দিয়েছে,জেলেরাও সাথে যোগ দিয়েছে।সরকার বলছে, আমরা কট্টরপন্থী খুজছি,ব্যবস্থা নিচ্ছি। একসাথে বসে সিদ্ধান্ত হয়তো নিবে।

পাম অয়েল রপ্তানিতে নিষেধাজ্ঞা থাকায় ইন্দোনিশিয়ার কৃষকশ্রেণী হাতে প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে ঠিকই বিক্ষোভ করেছে,মাথায় রেখেছে মালয়েশিয়ার পামচাষীদের কথা,যা প্ল্যাকার্ডে উঠে এসেছিলো।

পাশের ভারতে মোদী তিনটি আইন ছুড়ে দিয়েছিলো, কৃষকরা না মেনে রাস্তায় নেমেছিলো; আইন বাতিল হয়েছে। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে যত বিশ্লেষণ হোক না কেন ' কৃষকগোষ্ঠী ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় বিক্ষোভ করতে পেরেছে, এটাই ফ্যাক্ট।

বাংলার কৃষকরা কি করে?শুধু রোদ,বৃষ্টি,ঝড়, শীত উপেক্ষা করে ফসল খাওয়ার উপযোগী করলেই হয় ; নিজের জমি নেই,অন্যের জমিতে চাষ করে। ফসল বাজারে বিক্রি করে এসে মন খারাপ করে, বছরের পর বছরের দেখার মত কোনো উন্নতি নেই;দরিদ্রতা পুষ্টিহীনতা,চিকিৎসাহীনতায় ভুগাকে নিয়তির কাছে ছেড়ে দিয়েছে। মিডলম্যানের কাছে ফসল বিক্রি করার সময় হাত, কন্ঠ কেঁপে উঠে।মিডলম্যান আয় করে,চাষা-ভুষা বলে গালি দেয়, চাউলের দাম আটকে রেখে কোটিপতি হয় ; রাত পোহালে সূর্য্য উঁকি দিলে কৃষক মাঠে যায়,কাজ করে ;নাহলে সিন্ডিকেট কীভাবে রসে চুবানো জিলিপির ন্যায় হবে কীভাবে?

কখনো বাংলার কৃষকগোষ্ঠী ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে বিক্ষোভ করতে দেখেছেন,শুনেছেন? কখনো সম্ভাবনা আছে?
আত্নহত্যা করতে শুনেছি,কোমরের ডিস্ক সমস্যার ব্যাথায় ভুগতে দেখেছি।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০২২ সকাল ১০:১১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বাংলায় শিক্ষিতরাই এক হতে পারেনি আর কৃষকরা কি করে এক হবে?

০৬ ই জুলাই, ২০২২ সকাল ১০:১৭

শূন্য সারমর্ম বলেছেন:

ভালো পয়েন্ট ; শিক্ষিতরা এক হলে, এটা দেখে কৃষকরা রাস্তায় নেমে উহ,অ্যাহ করার সাহস পেত।

২| ০৬ ই জুলাই, ২০২২ সকাল ১০:১৬

জুল ভার্ন বলেছেন: আমাদের সহ্য শক্তি অসীম। আমরা অন্যায়ের বিরুদ্ধেও এক হতে পারিনা।

০৬ ই জুলাই, ২০২২ সকাল ১০:১৯

শূন্য সারমর্ম বলেছেন:


বাসার ৫০০ গজের মধ্যে এটম পড়লেও, আমরা ধৈর্য্য শক্তির পরিচয় দিয়ে যাবো বিশ্বের দরবারে।

৩| ০৬ ই জুলাই, ২০২২ দুপুর ১২:১৫

সোনাগাজী বলেছেন:



কৃষকদের কিছু সামান্য পরিমাণ ছেলে কেরানী মেরানীর চাকুরী পেয়েছে, তারা কি পরিবারকে কৃষির ব্যাপারে বুদ্ধি দিতে পারছে?

০৬ ই জুলাই, ২০২২ দুপুর ১২:২৭

শূন্য সারমর্ম বলেছেন:


মনে হয় না,মাটি ছেড়ে এসি সহ দালানে থাকার টেন্ডেন্সি জেগে উঠে ; তাছাড়া বিদেশ ট্রেনিং করে এসে + কৃষি রিলেটেড বুদ্ধি নিয়ে যারা দেশে আছে, তাদের শতকরা কত ভাগ কৃষকদের ঠিকমত বুঝিয়ে বলতে পারবে বলা কঠিন।

৪| ০৬ ই জুলাই, ২০২২ বিকাল ৩:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
কোন আশা নেই।
আমি সব সময়ই বলি- আমাদের চামড়া গন্ডারের চেয়েও মোটা হয়ে গেছে। আমরা কোনো কিছুই অনুভব করতে অক্ষম।
কৃষকতো অনেক বেশী নিরিহ।

০৬ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৩১

শূন্য সারমর্ম বলেছেন:

নিরীহ জীব কৃষকের জয় হোক।

৫| ০৬ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৩২

রাজীব নুর বলেছেন: এর জন্য দায়ী শাসক গোষ্ঠী।

০৬ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৪৪

শূন্য সারমর্ম বলেছেন:


শাসকগোষ্ঠীর জয় অনিবার্য।

৬| ০৬ ই জুলাই, ২০২২ বিকাল ৫:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কৃষকরা ধানের দাম না পেয়ে ধান পুড়িয়ে দিয়েছিল, গত বছর বা তার আগের বছর। সে বছর এক মণ ধানের দামে এক কেজি গরুর মাংসও হতো না। তবে, এ বছর ধানের দাম বেড়েছে। এতেও কৃষকরা খুশি হতে পারেন নি, কারণ, অনেকেরই খরচ উঠে আসে নি। আবার, ধানের দাম বেড়ে যাওয়ায় আমাদের মতো চাল কিনে খাওয়া পাবলিকের সমস্যা হচ্ছে। কৃষক ও পাবলিকের মধ্যে বেঁচা ও কেনার ফারাকটা একটা সহনীয় মাত্রায় নিয়ে আসার জন্য সুচিন্তিত পরিকল্পনার দরকার। একটা জিনিস সত্য যে, খাদ্য কোনোদিন ফ্যাক্টরিতে কেমিক্যাল বা কোনো র মেটারিয়েল দ্বারা উৎপাদন করা যাবে না। খাস্য আসবে মাটি থেকে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা, প্রতিটা ইঞ্চিতে চাষবাস করতে হবে। এ মেসেজের বাস্তবায়ন চাইলে সরকারকেই আন্তরিক হয়ে ভালো উদ্যোগ গ্রহণ করতে হবে, যাতে কৃষকের উৎপাদন মূল্য কমে আসে, আবার বাজারে ধান-চালের দামও যেন নাগালের বাইরে না চলে যায়।

এ দেশের প্রতিটা মানুষই কৃষক, কিংবা কৃষকের ছেলে। নইলে জেলে বা জেলের ছেলে। কোনো বিপ্লব বা আন্দোলন করে নয়, আন্তরিকতা দিয়েই কৃষকদের সমস্যার সমাধান করতে হবে, যাতে খাদ্য আমদানির জন্য অধিক ডলার খরচ না হয়ে যায়।

০৬ ই জুলাই, ২০২২ রাত ৮:৩৮

শূন্য সারমর্ম বলেছেন:

মন্তব্যের জন্য ধন্যবাদ; সরকারের আন্তরিকতা ও পদক্ষেপ আদৌ দেখবো কিনা সন্দেহ।

৭| ০৬ ই জুলাই, ২০২২ রাত ১১:০৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: শেরে বাংলা থাকলে হয়তো সম্ভব হতো।

০৬ ই জুলাই, ২০২২ রাত ১১:৪৩

শূন্য সারমর্ম বলেছেন:

এ মন্তব্যের সাথে একমত।

৮| ০৬ ই জুলাই, ২০২২ রাত ১১:৩৭

কামাল৮০ বলেছেন: যে কোন আন্দোলনের জন্য নেতৃত্ব দরকার।নেতৃত্বের অভাবে কৃষক বা শ্রমিক কোন আন্দোলনই হয় না।

০৬ ই জুলাই, ২০২২ রাত ১১:৪৪

শূন্য সারমর্ম বলেছেন:

আন্দোলনের পর্যায়ে এখন দেশ নেই, সময় লাগবে বহু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.