নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

আপনার অনেক বয়স,বিভিন্ন সমাজ/সংস্কৃতির প্রভাব ও অভিজ্ঞতার ঝুড়িতে কিছু থাকলে কিছু বলেন।

১১ ই জুলাই, ২০২২ দুপুর ১:১০



জীবনে অর্ধশত বসন্ত পেরিয়ে এসেছেন, অর্ধশত বর্ষাকালে ভিজেছেন? কদম দেখলে স্মৃতি মনে পড়ে। চোখের সামনে যুদ্ধ,মহামারী ও বৈজ্ঞানিক বিপ্লব কত কিছু দেখেছেন।কত মানুষ দেখেছেন যারা টিকে ছিলো,যারা হারিয়ে গেছে, এটা নিয়ে হয়তো উপন্যাস লিখা যাবে।ধনীর ধুলালের সাথে মিশতে শুরু করার পর, কৃপণ গরীব ভালো লেগেছে আর? এডিক্টেট ব্যক্তির মেধার অপচয় দেখেছেন?

-জীবনের এমন কোনো সিদ্ধান্তের জন্য এখনো আফসোস করেন?
- সুখী অনুভব করতে পারেন গড়ে কত সময়?
- ধনী থেকে গরীব সব মানুষের বাস্তব দর্শন নিয়ে ভেবেছেন?
-দুঃখ কষ্ট নিয়ে আপনার দর্শন কেমন? সারভাইভ করতে গিয়ে হাল ছেড়ে পরে বুঝতে পেরেছেন ভূল হয়ে গেছে।
- চোখের সামনে দেখেছেন মানুষটা কিভাবে বাস্তবতার ভিড়ে টিকে গেলো?
- ২০/২৫ কোটায় বয়স নিয়ে গেলে যে ভুলগুলো কখনো করবেন না?
-

মন্তব্য ৪০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০২২ দুপুর ১:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন: এখনো ৫০ বসন্ত পাই নাই ;)

১১ ই জুলাই, ২০২২ দুপুর ১:৫০

শূন্য সারমর্ম বলেছেন:

উত্তর দিতে ৫০ বসন্তই পাওয়া লাগবে, এমন বাধ্যবাধকতা নেই।

২| ১১ ই জুলাই, ২০২২ দুপুর ১:২৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: সোনাগাজী ওরফে চাঁদগাজী সাধারণ এই ধরণের উপাত্ত ব্লগারদের কাছ থেকে চেয়ে থাকেন। আপনি কেন এই উপাত্ত চাচ্ছেন এটা বোঝা যাচ্ছে না।

১১ ই জুলাই, ২০২২ দুপুর ১:৫২

শূন্য সারমর্ম বলেছেন:


গাজীদ্বয় কেন চাইতো জানি না, আমি চাইছি "বয়সের সাথে মানুষের দৃষ্টিভঙ্গি কিভাবে পরিবর্তিত হয়" তা বুঝার জন্য।

৩| ১১ ই জুলাই, ২০২২ দুপুর ২:০১

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার লেখাপড়া এবং ক্যারিয়ার নিয়ে এখন আফসোস করি। মনে হয় অন্য রাস্তায় চললে ভালো হত। কারণ আমার মন মানসিকতার সাথে আমার লেখাপড়া এবং ক্যারিয়ার মেলে না। তখন পিতার পরামর্শে ও তাঁর কথায় প্রভাবিত হয়ে বিস্তারিত না জেনেই লেখাপড়ার একটা লাইন নিয়েছি। কিন্তু এখন আমার কাছে মনে হয় এগুলি আমার মন মানসিকতার সাথে যায় না। লেখাপড়া এবং ক্যারিয়ার এমন হওয়া উচিত যে বিষয়টা সে পছন্দ করে, উপভোগ করে। তা না হলে পরে একঘেয়েমি লাগে ফলে ক্যারিয়ারে সমস্যা হয়। হওয়া উচিত 'ডু হোয়াট ইউ লাইক' কিন্তু অনেক সময় আমরা করি 'লাইক হোয়াট ইউ ডু'।

১১ ই জুলাই, ২০২২ দুপুর ২:১৪

শূন্য সারমর্ম বলেছেন:

Do what you like " this is the fact!
পিতাকে বলেছেন এ ব্যাপারে কখনো?

৪| ১১ ই জুলাই, ২০২২ দুপুর ২:২৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: পিতা ১৫ বছর আগে ইন্তেকাল করেছেন। তখন সমস্যাগুলি বুঝতে পারিনি। নিজের আগ্রহ, মন মানসিকতা, ব্যক্তিত্বের সাথে মিল রেখে পেশা বেছে নেয়া উচিত।

১১ ই জুলাই, ২০২২ দুপুর ২:৩৫

শূন্য সারমর্ম বলেছেন:


আপনার দেখা এমন কেউ আছে যে নিজের আগ্রহ, মন মানসিকতা, ব্যক্তিত্বের সাথে মিলিয়ে পেশা বেছে নিয়েছে?

৫| ১১ ই জুলাই, ২০২২ দুপুর ২:৩৯

নতুন বলেছেন: -জীবনের এমন কোনো সিদ্ধান্তের জন্য এখনো আফসোস করেন

আমি অনুশুচনা করিনা, কার আমার মনে হয় মানুষ তার সময়ের সেরা সিদ্ধান্তটাই নিয়ে থাকে। তাই অতীতের কোন সিদ্ধান্তের জন্য আফসোস করার কোন অর্থ নাই। সেই সময় যেই অপসনটা সেরা ছিলো সেটাই আমি নিয়ে ছিলাম।

- সুখী অনুভব করতে পারেন গড়ে কত সময়?

আমার কাছে Happiness is a choice তাই আমি আমার বর্তমানের অবস্থানে সুখী অনুভব করি।


- ধনী থেকে গরীব সব মানুষের বাস্তব দর্শন নিয়ে ভেবেছেন?
মানুষের অর্জিত জ্ঞান, বাস্তব অভিঙ্গতা মানুষকে তার নিজেস্ব দর্শন তৌরিতে সাহাজ্য করে। ধনী আর দরিদ্রের মাঝে অনেক পার্থক্য থাকে অভিঙ্গতায় জ্ঞানে তাই তাদের দর্শনও ভিন্ন্য হয়ে থাকে। এক লেভেল থেকে অন্যদেরটা বোঝা কস্ট।

-দুঃখ কষ্ট নিয়ে আপনার দর্শন কেমন?
Happiness is a choice তাই আপনি একটা অভিঙ্গতাকে কিভাবে নিচ্ছেন তার উপরে নির্ভর করে কতটুকু দুঃখ কষ্ট আপনি পাবেন, কতটুকু সুখি আপনি হবেন। পুরুটাই আপনার উপরে।

সারভাইভ করতে গিয়ে হাল ছেড়ে পরে বুঝতে পেরেছেন ভূল হয়ে গেছে।
তেমন কস্টে আসলে জীবনে পড়তে হয় নাই। তাই জীবনের অনেক কিছুই আসলে বুঝতে পারবোনা।



- চোখের সামনে দেখেছেন মানুষটা কিভাবে বাস্তবতার ভিড়ে টিকে গেলো?

- ২০/২৫ কোটায় বয়স নিয়ে গেলে যে ভুলগুলো কখনো করবেন না?
আপনার জীবনের একটা পরির্বতন আপনাকে অন্য স্থানে নিয়ে যাবে, আপনি হয়তো সম্র্পন নতুন অভিঙ্গতা অর্জন করবেন। তাই এই ভাবনা করে আসলে লাভ নাই।

১১ ই জুলাই, ২০২২ দুপুর ২:৫১

শূন্য সারমর্ম বলেছেন:

সময় নিয়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ।
বুদ্ধের দর্শন আজকের সভ্যতার জন্য পুরোপুরি সঠিক মনে হয়?

৬| ১১ ই জুলাই, ২০২২ দুপুর ২:৪৯

জুল ভার্ন বলেছেন: ব্যক্তিগত অভিজ্ঞতা বর্ননা করতে গেলেই চলে আসে ব্যক্তিগত বিষয়াদি.... যা অনেকের কাছেই শ্লাঘা.... অতএব নিরবতাই হিরন্ময়। +

১১ ই জুলাই, ২০২২ দুপুর ২:৫৩

শূন্য সারমর্ম বলেছেন:

ধন্যবাদ ; শ্লাঘা এড়িয়ে চলেছেন।

আপনার মতে, সেরা ৩ দার্শনিক কে কে?

৭| ১১ ই জুলাই, ২০২২ দুপুর ২:৫১

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমাদের বন্ধুদের কয়েকজন সামরিক বাহিনীতে যাওয়ার জন্য উদগ্রীব ছিল। তাদের অনেকেই যেতে পেড়েছে। তারা ভালো করছে।
কেউ ডাক্তার হতে চেয়েছে এখন ডাক্তার। কেউ ইঞ্জিনিয়ার হতে চেয়েছে এখন ইঞ্জিনিয়ার। কেউ সরকারী আমলা হতে চেয়েছে এখন হয়েছে। তবে একাধিক লাইন মাথায় থাকা উচিত। যেন মন ভেঙে না যায়।

১১ ই জুলাই, ২০২২ দুপুর ২:৫৪

শূন্য সারমর্ম বলেছেন:

সবাই আসলে যা চায়, তাই পায় মনে হয়। তবে সমস্যা হলো কে কিভাবে চাইছে।

৮| ১১ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৩৯

সোনাগাজী বলেছেন:



আমাদের সমাজ ব্যবস্হা সভ্যতার পেছনে পেছনে দৌড়াচ্ছে, আমরা পেছনে পড়ে আছি, বিশ্বের উন্নতদের কাতারে সামিল হয়ে, তাদের সাথে পাল্লা দিয়ে কিছু করতে পাছি না; আমাদের জাতি সেটার জন্য মুল্য দিচ্ছে, সবাইযকে কিছুটা হারাতে হচ্ছে।

১১ ই জুলাই, ২০২২ বিকাল ৫:০১

শূন্য সারমর্ম বলেছেন:

শ্রীলংকা যে সুযোগ পেয়েছে,বাংলাদেশ পাবে না।

৯| ১১ ই জুলাই, ২০২২ বিকাল ৪:৫৬

নতুন বলেছেন: লেখক বলেছেন:

সময় নিয়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ।
বুদ্ধের দর্শন আজকের সভ্যতার জন্য পুরোপুরি সঠিক মনে হয়?


পুরোপুরি সঠিক বলে কোন কথা নাই।

কোন দর্শন কোন সময়ের জন্য পুরোপুরি সঠিক নয়।

একজনের কাছে যেটা ঠিক আপনার কাছে সেটা ঠিক নাও হতে পারে।

১১ ই জুলাই, ২০২২ বিকাল ৫:০২

শূন্য সারমর্ম বলেছেন:

জী, ধন্যবাদ।

১০| ১১ ই জুলাই, ২০২২ রাত ৯:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

অতীতের স্মৃতি সব সময় বেদনার
হোক তা মধুর বা তিক্ত!
তিক্ত যা ঘটে ছিলো জীবনে
তা মনে হলে কষ্ট বাড়ে।
যা মধুর স্মৃতি তা এখন
হাতের নাগালে নাই বলে
কষ্ট পাই। ভাবি যদি আবার
আসতো সেই মাহেন্দ্র ক্ষন!
কিন্তু সে তো হবার নয়,তা
ফিরবেনা আর কোন দিন
যেমন যৌবন!

১১ ই জুলাই, ২০২২ রাত ১০:২৭

শূন্য সারমর্ম বলেছেন:

সুন্দর কবিতা ; এবার ঈদে গরুর মাংস কত গ্রাম খেয়েছেন?

১১| ১১ ই জুলাই, ২০২২ রাত ৯:০৫

ভার্চুয়াল তাসনিম বলেছেন: জীবন যেখানে যেমন তেমনই। এতো সমীকরণ করে কি জীবন চলে?

১১ ই জুলাই, ২০২২ রাত ১০:২৭

শূন্য সারমর্ম বলেছেন:

জীবনের উথান-পতনের কোনো এক সময় সবাই সমীকরণ মেলাতে চায়।

১২| ১১ ই জুলাই, ২০২২ রাত ১০:১৫

কামাল৮০ বলেছেন: শত ভাগের চার ভাগের তিন ভাগ পার করে এসেছি।সুখ দুখ দুটিকেই গ্রহন করেছি আনন্দের সাথে।জীবনকে সার্থক ভেবেছি সব সময়।কোন কিছুর জন্যই আফসুস করিনা।সব সময় সুখিই ভাবি নিজেকে।ধনী গরিব সবার দর্শন আমার জানা।এটা আমি ব্যাখ্যা করি মার্ক্সবাদী দর্শনের মাধ্যমে।ভুল হলে ভুলতে মেনে নিয়ে ঠিক করার চেষ্টা করেছি।অবাস্তব চিন্তা থেকে দুরে থাকি।

১১ ই জুলাই, ২০২২ রাত ১০:২৯

শূন্য সারমর্ম বলেছেন:

ধন্যবাদ মন্তব্যের জন্য ; মার্ক্সের দর্শন ধারণ করলে তো অন্য সব দর্শন পানসে মনে হয়, তাই না?

১৩| ১১ ই জুলাই, ২০২২ রাত ১০:৫৭

কামাল৮০ বলেছেন: না,পানসে মনে হয় না। অনেকের দর্শনেই ভাল কিছু দিক আছে।মাও সে তুং এর দর্শনে কে আমার কাছে ভাল মনে হয়।যেটা মার্ক্সবাদী দর্শন থেকে কিছুটা আলাদা।সে তার দর্শনকে বাস্তবে প্রয়োগ করে সফলতা পেয়েছে।ডারউইনের মতবাদ যা পরে তত্ত্বে পরিণত হয় সেটাও আমার কাছে পানসে মনে হয় না।

১১ ই জুলাই, ২০২২ রাত ১১:৫১

শূন্য সারমর্ম বলেছেন:

ডারউইনের মতবাদ বিশ্বব্যাপী স্বীকৃত, মার্ক্সের মতবাদে দেশ এসে বিলুপ্ত হয়ে গেছে।

১৪| ১২ ই জুলাই, ২০২২ রাত ১২:৫৪

কামাল৮০ বলেছেন: আল্লাহর মতবাদ বিশ্বের চার ভাগের তিন ভাগ লোক বিশ্বাস করে না।
কে মেনে নিল কে মেনে নিলো না তার উপর কোন মতবাদের স্বীকৃতি নির্ভর করে না।প্রথীবির সবাই মেনে না নিলেও সত্য সত্যই।এমন সত্য পৃথীবিত্ অনেক আছে যেটাকে পৃথীবির সকল লোক মেনে নেয় নাই।কিন্তু পরে মেনে নিয়েয়ে।যেমন প্রথীবি গোল।কেউ কেউ এখনো মানে না।

১২ ই জুলাই, ২০২২ রাত ১:৫২

শূন্য সারমর্ম বলেছেন:


বহু মতবাদের ভীড়ে লুকায়িত সত্য, মেনে নিতে কেউ কখনোই পারবে না।

১৫| ১২ ই জুলাই, ২০২২ রাত ২:০৪

মোহাম্মদ গোফরান বলেছেন: শেষ টি - প্রেম করবোনা কোন ভাবেই।

১২ ই জুলাই, ২০২২ সকাল ১০:০৯

শূন্য সারমর্ম বলেছেন:

ধন্যবাদ ' তখনকার সময়ে প্রেম না করলে প্রেম করবেন কখন?

১৬| ১২ ই জুলাই, ২০২২ রাত ২:৩৬

রাজীব নুর বলেছেন: আপনি আজকাল এত এত প্রশ্ন করছেন কেন?

১২ ই জুলাই, ২০২২ সকাল ১০:১০

শূন্য সারমর্ম বলেছেন:

এটা মাস্টার প্লানের অংশ।

১৭| ১২ ই জুলাই, ২০২২ ভোর ৪:২১

কামাল৮০ বলেছেন: এমন একটা লুকায়িত সত্যের কথা বলুন ,যেটা মেনে নিতে কেউ পারবে না।

১২ ই জুলাই, ২০২২ সকাল ১০:১৩

শূন্য সারমর্ম বলেছেন:


মার্ক্সের আফিম।

১৮| ১২ ই জুলাই, ২০২২ সকাল ৯:১৯

ইফতেখার ভূইয়া বলেছেন: অর্ধশত বসন্ত পেরোতে আরো বেশ কিছুটা সময় বাকি আছে। তবুও চেষ্টা করে দেখি উত্তর দিতে...

- বাবাকে আমেরিকায় নিয়ে আসার ইচ্ছে ছিলো, ইচ্ছে ছিলো তাকে ভালো চিকিৎসা করানোর। যদিও থাইল্যান্ডে তার চিকিৎসা করিয়েছিলাম তবুও তাকে আমার কাছে নিয়ে আসার আগেই তিনি চলে গেলেন। মাত্রই পড়াশোনা শেষ করে ভালো চাকুরি শুরু করেছিলাম। বাবা আর ক'টা দিন বেঁচে থাকলে আমার ইচ্ছেটা পূরণ হতে পারতো। অভিযোগ নেই, তবে নিজের উপর কম-বেশী আভিমান রয়েছে।

- ২১/২২ বছর বয়স থেকে ৩৩/৩৪ বছর বয়স পর্যন্ত নিজকে অনেক দুর্ভাগা মনে হতো বিভিন্ন কারনে। আমার বন্ধুরা যখন বিশ্ববিদ্যালয়ে তাদের জীবন উপভোগ করছে, কেউ কেউ সংসারী হয়েছে তখন আমি আমেরিকায় মাথার ঘাম পায়ে ফেলছি। দু'টো ভাতের জোগাড় করতে গিয়ে কতকিছু যে করেছি তা আর বলতে ইচ্ছে করে না। এখন বেশীরভাগ সময়ই নিজেকে ভাগ্যবান মনে করি। "সুখ"- এর সংজ্ঞা অনেক ব্যাপক আর জটিল যা আমার হয়তো জানা নেই। তবে সৃষ্টিকর্তার অসীম কৃপায় এই যে বেঁচে আছি, দু'বেলা খেতে পারছি, পরিবার বা আশে-পাশের মানুষগুলো জন্য এতটুকুও করতে পারছি, এটা ভাবতেই নিজেকে ধন্য মনে হয়। রাব্বুল আলামীন যতটুকু দিয়েছেন, যা-ই দিয়েছেন সেজন্য তার দরবারে আবারও শুকরিয়া জানাই, কৃতজ্ঞ আর বিনম্র চিত্তে, দ্বিধাহীন সিজদায়। এর চেয়ে বেশী কিছু চাওয়ার বা পাওয়ার নেই।

- কতটুকু সম্পদ থাকলে বা না থাকলে ধনী আর গরীবের ক্যাটাগরীতে পড়া যায় জানি না। তবে আমার ধারনা আমি দু'টো পজিশনেই ছিলাম/আছি (সমাজের সাধারণ আর দশটা বাংলাদেশীদের তুলনায়)। তাদের দর্শন নিয়ে ভাবিনি, তবে আমার ধারনা আমার কম-বেশী দর্শনকেও তাদের দর্শন হিসেবে ধরা যায়।

- দুঃখ-কষ্ট নিয়ে খুব বেশী ভাবার আগেই অনেক সময় পেরিয়ে গেছে। সারভাইভ করতে গিয়ে আমি কখনোই হাল ছাড়িনি। যতটুকু মনে পড়ে তাতে তেমন কোন সিদ্ধান্তের জন্য আমার কোন আক্ষেপও নেই। আমি বরাবরই ভীষণ জেদী আর একরোখা টাইপ মানুষ, বিশেষ করে কোন চ্যালেঞ্জিং সময়ে আমি হাল ছাড়িনি, আমার মা'ও আমাকে বলেছেন, "বাবা, তোমার ধৈর্য্য দেখে আমি অবাক হয়ে যাই। তোমার জায়গার আর দশটা ছেলে হলে এতটা হয়তো পারতো না। তোমার ভালো হবে, আমার দোয়াও তোমার সাথে আছে, তুমি জীবনে অনেক বড় হবা, ইনশাল্লাহ"। মা'র এতটুকু কথাও আমার কাছে অনেক অনেক বড় স্বীকৃতি বলে মনে হয়েছে। মনে হয় না নোবেল পুরস্কার পেলেও এতটুকু সার্থক বলে মনে হতো কখনো। তবে আমার জীবনে আমার মা-বাবার বিরাট অবদান রয়েছে। তাদের কথা সবসময় সামনে রেখে সিদ্ধান্ত নেই। অনেক সমস্যা এসেছে, তবে রাব্বুল আলামীন আমাকে কখনো আটকে রাখেন নি। আমি বরাবরই সকল সমস্যা ঠেলে বের হয়ে আসতে পেরেছি। সেটার কৃতিত্ব কেবল আমার রবের।

- আমি নিজেই তার প্রমাণ।

- পড়াশোনাটাকে আরো সিরিয়াসলি নিতাম। মা-বাবার প্রতি আরো বেশী শ্রদ্ধাবনত হওয়ার চেষ্টা করতাম। অসহায় মানুষের জন্য আরো বেশী কিছু করার চেষ্টা করতাম। দেশের জন্যে কিছু করার জেদ আরো গভীর করার চেষ্টা করতাম। আমার বাবার মতো সৎ, সাহসী দেশ-প্রেমিক হয়ে তার যোগ্য সন্তান হওয়ার চেষ্টা করতাম। অবশ্য সে চেষ্টা এখনো অব্যাহত রয়েছে। বাবাকে প্রতি ওয়াক্তেই স্মরণ করি, রাব্বুল আলামীন তাকে জান্নাতবাসী করুন এটাই আমার প্রার্থনা। সৃষ্টিকর্তার আরো কাছে যাওয়ার চেষ্টা করতাম। এই তো।

ধন্যবাদ।

১২ ই জুলাই, ২০২২ সকাল ১০:১৬

শূন্য সারমর্ম বলেছেন:


আপনার মন্তব্য মানেই পোস্ট অন্য মাত্রা যোগ হয়; অনেক ধন্যবাদ সময় নিয়ে মন্তব্য করার জন্য।

১৯| ১২ ই জুলাই, ২০২২ দুপুর ১:৫৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: এটা মাস্টার প্লানের অংশ


ওকে। গ্রেট।

১২ ই জুলাই, ২০২২ দুপুর ২:০৮

শূন্য সারমর্ম বলেছেন:

ধন্যবাদ।

২০| ১২ ই জুলাই, ২০২২ বিকাল ৩:২৪

ঠাকুরমাহমুদ বলেছেন:



অনেক ভাবনা চিন্তার পোস্ট দিয়েছেন, উত্তর হবে পোস্টের চেয়েও বড়। আমি বরং পোস্টাকারে লিখে পোস্ট দিয়ে দিবো। ধন্যবাদ ও ঈদ মোবারক।

১২ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৪০

শূন্য সারমর্ম বলেছেন:

ধন্যবাদ ও ঈদ মোবারক। জলদি পোস্ট আকারে দিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.