নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

"ডেনিম" শব্দটা শুনলেই মনে হয় আমেরিকা বাংলাদেশকে মনে করে।

১৪ ই জুলাই, ২০২২ সকাল ১০:৫৭





জরিপে এসেছে, বিশ্বব্যাপী ডেনিমের মার্কেট ৭৬ বিলিয়নে যাবে ২০২৬ সালে,যা ২০২০ ছিলো ৫৭ বিলিয়ন। নতুন বছরের প্রথম চার মাস ( জানুয়ারি -এপ্রিল) বাংলাদেশ আমেরিকাতে ডেনিম রপ্তানি করেছে ২৪৮ মিলিয়ন ডলার সমমূল্যের ; তালিকার পরের দেশগুলো পাকিস্তান ১৫১, ভিয়েতনাম ১৩৭,চীন ১১০ ও মিশর ৭১ মিলিয়ন ডলার। বুঝা যাচ্ছে, ডেনিমের কম্পিটিশনে বাংলাদেশ বেশ এগিয়ে এবং একাই ২০ ভাগ ডেনিম প্রোডাক্টস কভার করে আমেরিকায়।ডাটা অনুযায়ী, দেশে ৪০ টি ডেনিম কাপড় ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরী থাকলেও, চাহিদা ৮০০ মিলিয়ন গজ, তাই ডেনিম ফেব্রিকের জন্য চীন,ভারত ও ভিয়েতনাম নজর দিতে হয়। যদিও গতবছর এ সেক্টরে বিনিয়োগ ঢুকেছে ১ বিলিয়নের মত।

অন্যদিকে, ডেনিম প্রিমিয়ার ভিশন হচ্ছে ডেনিম গ্লোবাল ফ্যাশন লাভারদের মিলন মেলা, যা জামার্নীর বার্লিনে অনুষ্ঠিত হয়, ঐখানে প্রদর্শিত হয় ডেনিমের লেটেস্ট ডেভেলপমেন্ট ও রিসার্চ প্রোডাক্টস। বাংলাদেশ থেকে স্টল দিয়েছে "প্যাসিফিক জিন্স ও স্কয়ার ডেনিম , বায়াররা কেমন ভিড় করেছে বলা কঠিন। এক্সজিভিশনে ইটালী,সার্বিয়া, তুর্কি,পাকিস্তান নিজের প্রোডাক্টস তুলে ধরেছে, বায়ার ভিজিটর ও আয়োজকরা দেখেছে ; কিন্তু বাংলাদেশকে নিয়ে কতটুকু আগ্রহ দেখিয়েছে তা জানা দরকার।আপনার জানলে জানাবেন,দয়া করে।

ডেনিমের মার্কেট, চাহিদা ও লোকবল সবমিলিয়ে ব্যবসা যে পর্যায়ে আছে তাতে দেখা যাচ্ছে, বিনিয়োগ ডুকছে, ফ্যাক্টরির সংখ্যা বাড়ছে, ওয়াশিং প্লান্ট বাড়ছে, সবই ঠিক আছে। তবে নতুনত্ব নেই, প্রপার স্যাম্পল যথাসময়ে রেডি করতে না পারায় অর্ডার চলে যায় অন্য দেশে। রিসার্চ ও ডেভেলপমেন্টের চেয়ার, টেবিলে ধুলো জমলে পশ্চিমারা কাপড় কেনা বন্ধ করে দিবে কিনা।তাছাড়া ইউরোপীয়ান কমিশনের "Fast-fashion 'দূর করার মিশন হাতে নেয়া ২০৩০ সালের মধ্যে + চীনের এক প্রদেশের কাচামালে আমেরিকার নিষেধাজ্ঞা মিলিয়ে বাংলাদেশের নৌকা কোনদিকে যাচ্ছে।

এখন, সম্মানিত ব্লগারেরা আপনারা যারা ডেনিম ইন্ড্রাস্টির সাথে যুক্ত,সামনে থেকে দেখছেন, ভিতরকার অবস্থা কি একটু জানাবেন??
- রিসার্চ ও ডেভেলপমেন্ট কেমন কাজে লাগছে?
- দেশের ডেনিম এক্সপো বার্লিনে টিকে থাকছে?
- বায়ার,ফ্যাক্টরি মালিক,ও কর্মী সবমিলিয়ে কর্ম পরিবেশ??

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০২২ দুপুর ১২:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
আমার কিছু জানা নাই।

১৪ ই জুলাই, ২০২২ দুপুর ১:০৭

শূন্য সারমর্ম বলেছেন:


মন্তব্যের জন্য ধন্যবাদ; অপরাজিতার চা বানাবো আপনার জন্য?

২| ১৪ ই জুলাই, ২০২২ দুপুর ১:০০

জুল ভার্ন বলেছেন: ডেনিম নিয়ে আমি অল্প-বিস্তর পড়াশোনা করে একটা পোস্ট লিখেছিলাম বছর খানেক আগে।

১৪ ই জুলাই, ২০২২ দুপুর ১:০৯

শূন্য সারমর্ম বলেছেন:

লিংক দেন!


ডেনিম ইন্ড্রাস্ট্রি রিলেটেড জানা শোনা আছে আপনার?

৩| ১৪ ই জুলাই, ২০২২ দুপুর ২:০০

রাজীব নুর বলেছেন: কিচ্ছু বুঝি না। কিচ্ছু জানি না।

১৪ ই জুলাই, ২০২২ দুপুর ২:০৮

শূন্য সারমর্ম বলেছেন:


আসলেই?

৪| ১৪ ই জুলাই, ২০২২ বিকাল ৪:১০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এই খাত ধ্বংস হলে খবর আছে।

১৪ ই জুলাই, ২০২২ বিকাল ৪:২২

শূন্য সারমর্ম বলেছেন:

ধ্বংস হবার আগে থেকেই টের পাবেন।

৫| ১৪ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:০০

বিটপি বলেছেন: বাংলাদেশের এই সাফল্যের পেছনে এক্সপার্টদের কোন ভূমিকা নেই। বাংলাদেশে গার্মেন্টস ইন্ড্রাস্ট্রি বিকাশের মূল কারণ হলঃ
- এই দেশে পানির দামে সস্তা শ্রমিক পাওয়া যায়।
- এই দেশের পরিবেশ দূষণ প্রায় বিনা বাধায় করা যায়
- এই দেশে অফুরন্ত পানির উৎস আছে। খাল বিল নদী নালা চাষযোগ্য ভূমি আর মাছের আবাদস্থল নির্বিচারে নষ্ট করলেও কেউ তার ভয়াবহ পরিণাম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় না।

১৪ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫০

শূন্য সারমর্ম বলেছেন:


সঠিক।

৬| ১৪ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনি কি গার্মেন্টস টেক্সটাইল রিলেটেড কোন পেশার সাথে যুক্ত আছেন।
যুক্ত না থাকলে প্রপার নিউজ আপনি পাবেন না।
শুধু ডেনিম নয় অন্যান্য অর্ডার হাতছাড়া হয়ে যাবে তার একটা বড় কারণ হচ্ছে CM মিট না করতে পারা।
আমি গার্মেন্টসের কথা বললাম। দেশের প্রথম শ্রেণীর ফ্যাক্টরি গুলো কম CM এ অর্ডার নিতে পারেও তাদের কাছে মাঝারি ফ্যাক্টরী গুলো মার খেয়ে যাচ্ছে।


দেশে বড় বড় ডেনিম ফ্যাক্টরী আছে। অপ্রত্যাশিত কোন বিপর্যয় না হলে কোন সমস্যা হবার কথা না।

১৪ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫১

শূন্য সারমর্ম বলেছেন:


আমি টেক্সটাইলে গ্রাজুয়েশন কমপ্লিট করছি ; আপনি কিসে আছেন?

৭| ১৪ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫৩

মোহাম্মদ গোফরান বলেছেন: ডেনিম আমার ফেভ্রিট ব্রান্ডের একটি।

১৪ ই জুলাই, ২০২২ রাত ৯:০৪

শূন্য সারমর্ম বলেছেন:

মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.