নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

মাথা নোয়াবার নয়\' লাইনের মাথা ছেটে ফেলা হচ্ছে ক্রমেই।

২০ শে জুলাই, ২০২২ দুপুর ১:১৬




ব্লগ থেকে জানলাম, রনি নামের একজন পুরো রেলওয়ে কর্তৃপক্ষের বিপক্ষে বিভিন্ন দাবি নিয়ে অনশন করছে, অনশনে যোগ দিতে বিভিন্ন ভার্সিটির কাউকে রনির কাছে আসতে দিচ্ছে না প্রশাসন, কিছু এসেছে তাই ঢাকা থেকে ট্রেনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, সামাজিক নেটওয়ার্কে একাত্নতা প্রকাশ হচ্ছে,এদিকে রনি কাটিয়ে দিয়েছে ১২/১৩ দিন। আরও জানলাম,দায়মুক্তি আইন যা সরকারী কর্মকর্তাদের সবসময় হাসিমুখে রাখতে বাধ্য করবে। নিরীহ,গরীবের জন্য বাংলাদেশ নেই, আবেগ নেই, চারিদিকে পরাজয়ের গন্ধ।

রিজার্ভ নিয়ে লেখালেখি হয়েছে ব্লগে, রিজার্ভ কমছে লোন সম্ভবত ছাড়িয়ে গেছে ৯০ বিলিয়ন,; ছোট শ্রীলংকায় যা হয়েছে তা দেশে হবে কিনা সেটা সময় সাপেক্ষ ও সুক্ষ্মদর্শী অ্যানালাইজ দরকার।তবুও দেশের কতভাগ মানুষ দেশ শ্রীলংকার মত হোক চায়, তা জরিপ করা দরকার আছে বলে মনে হয়।

লোডশেডিং শুরু হয়েছে, এটা মিথলজির সেই ফিনিক্স পাখির মত, মাধ্যমিকে আবার প্যারাগ্রাফ লেখার সময় হয়েছে যদিও পদ্মাসেতুর দাপটে পরীক্ষায় থাকবে কিনা বলা কঠিন। জ্বালানী সংকটে ভুগছে দেশ,পুটিন বৈঠক করলো খামেনীর সাথে,বাইডেন সৌদি ঘুরে গেলো; আমরা রাত আটটার পর দেশকে অন্ধকারে করতে বাধ্য হচ্ছি।


কিছুদিন আগে চোখের সামনে দেখলাম,মন্ত্রীসাহেব বিকালে মিটিং করলো, মিটিং শেষের পর স্কুলের মাঠ বন্ধ হলো; ছেলেরা পানকৌড়ির মত ফুটবল/ ক্রিকেট ব্যাট নিয়ে দাড়িয়ে থাকে, মাঠ খোলা হয় না।হয়তো অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছে , এটা এলাকার সবচেয়ে প্রতিষ্ঠিত মাঠ ছিলো। দেশে প্রতিদিন কোথাও না কোথাও কিশোর গ্যাং মারামারি হয়,মারামারি কি নিয়ে হয় (ক্ষমতা,আধিপত্য,মাদক,মেয়ে) এসবই ; রক্ত গরম তাই মরার হার কম। এদের ইউক্রেনের হয়ে যুদ্ধে পাঠানো দরকার,ন্যাটো গনভবনে ফোন দিলেই হয়।আগে জন্মালে হয়তো ভালো হয়, ঠিক চেঙ্গিসের সময়ে তাহলে চেঙ্গিস যুদ্ধে না গিয়ে ওদের ওপর দায়িত্ব দিয়ে নাক ডেকে ঘুমাতো ।




মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০২২ দুপুর ১:২৪

খাঁজা বাবা বলেছেন: :((

২০ শে জুলাই, ২০২২ দুপুর ২:০০

শূন্য সারমর্ম বলেছেন:


ইমোজী!!

২| ২০ শে জুলাই, ২০২২ দুপুর ২:১৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মাথা নোয়াবার নয়' লাইনের মাথা 'নয়' ছেটে ফেলে মাথা নোয়াবার হচ্ছে ক্রমেই।

২০ শে জুলাই, ২০২২ দুপুর ২:৫২

শূন্য সারমর্ম বলেছেন:


এটাই শিরোনামে দেয়া দরকার।

৩| ২০ শে জুলাই, ২০২২ দুপুর ২:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন: অনেকেই যোগ দিয়েছে, দিচ্ছে।
তবে শেষ পর্যন্ত যদি আশ্বাস মিলেও, কাজের কাজ কিচ্ছু হবে না।
আমরা ভুলে যাবো, অন্য টপিক সামনে আসবে।

২০ শে জুলাই, ২০২২ দুপুর ২:৫২

শূন্য সারমর্ম বলেছেন:

আমরা এমন কেন?

৪| ২০ শে জুলাই, ২০২২ বিকাল ৩:০৮

অরণি বলেছেন: ধীরে ধীরে মাথা নোয়াবার জাতি হচ্ছি আমরা।

২০ শে জুলাই, ২০২২ বিকাল ৩:২২

শূন্য সারমর্ম বলেছেন:

মাথা কেটে ফোলে দিণে, নোয়াবার প্রশ্নই উঠে না।

৫| ২০ শে জুলাই, ২০২২ বিকাল ৫:৩০

ভার্চুয়াল তাসনিম বলেছেন: প্রশাসন যেকোনো ছাত্র আন্দোলনকে ভয় পায়। পরিবহন ড্রাইভার ও হেল্পারদের বিরুদ্ধে স্কুল ছাত্রদের আন্দোলন ফলপ্রসূ হয়েছিল। ন্যায্য দাবীতে আন্দোলন সবসময় ফলপ্রসূ।

২০ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৩৫

শূন্য সারমর্ম বলেছেন:


এ জল কতটৃকু গড়ায় দেখি।

৬| ২০ শে জুলাই, ২০২২ বিকাল ৫:৪৪

সোনাগাজী বলেছেন:



রণির ইউনিভার্সিটি পাশ করা লোকজনই দেশ চালাচ্ছে; রনি যদি বিসিএস পাশ করতে পারে, এসব ভুলে যাবে।

২০ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৩৫

শূন্য সারমর্ম বলেছেন:

খুব সম্ভব।

৭| ২০ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:১৯

আহমেদ জী এস বলেছেন: শূন্য সারমর্ম,




মাথা তো নোয়ানোই আছে আম-জনতার। এখন বাকী, মাথা মুড়ে ঘোল ঢেলে দেয়া........

২০ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৩৭

শূন্য সারমর্ম বলেছেন:


আমজনতার মাথা নোয়ানোর মাঝে আমরা ব্লগারেরা একটু ঝাকি দেবার চেষ্টা করি।

৮| ২০ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৩৫

ইফতেখার ভূইয়া বলেছেন: প্রকৃত গণতন্ত্র না হলে এগুলো চলতেই থাকবে। এখানে জবাবদিহিতা না থাকলেও জবাব বন্ধ করে দেয়ার সব ব্যবস্থা করে রাখা হয়েছে।

২০ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৩৭

শূন্য সারমর্ম বলেছেন:

গণতন্ত্র থেকে উপমহাদেশ উপকৃত হবার সম্ভাবনা কম।

৯| ২০ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫১

কামাল৮০ বলেছেন: ধরে নিলাম দেশের সবাই চায় বাংলাদেশ শ্রীলংকা হোক,সেটা কি ভালো?

২০ শে জুলাই, ২০২২ রাত ৮:১৫

শূন্য সারমর্ম বলেছেন:


অবশ্যই নয়।

১০| ২১ শে জুলাই, ২০২২ ভোর ৬:১৪

ইফতেখার ভূইয়া বলেছেন: লেখক বলেছেন: গণতন্ত্র থেকে উপমহাদেশ উপকৃত হবার সম্ভাবনা কম।

আমার ব্যক্তিগত ধারনা হলো, প্রকৃত গণতন্ত্রের জন্য কিছু রিকোয়ারমেন্ট আগে পূর্ণ করা প্রয়োজন। মানে গণতন্ত্র মূলত শিক্ষিত (প্রকৃত অর্থে) আর সচেতন জাতির জন্য, যারা সত্যিকার অর্থেই দল-মতের উর্ধ্বে উঠে দেশের জন্য কাজ করতে চায়, যারা দেশকে উন্নতির দ্বার প্রান্তে নিয়ে যেতে চায়। যারা মূলত সৎ এব যেখানে সামাজিক ব্যবস্থায় জবাবদিহিতা স্বচ্ছ। ভেড়া বা ছাগলের পালের মতো ঘাস দেখে দৌড়ানোর মতো জাতির জন্য গণতন্ত্র নয়।

যেমন ধরুন ভালো ড্রাইভার না হলে, তাকে মার্সিডিজ গাড়ি দেয়া হলেও সে সেটার তেরোটা বাজিয়েই ছাড়বে, আজ আর কাল। বিষয়টা অনেকটা সেরকমই বলে আমার মনে হয়। ধন্যবাদ।

২১ শে জুলাই, ২০২২ সকাল ১০:২১

শূন্য সারমর্ম বলেছেন:


দ্বিমতের অবকাশ নেই।

১১| ২১ শে জুলাই, ২০২২ সকাল ১০:২৬

জুল ভার্ন বলেছেন: যেখানেই অন্যায়, সেখানেই রুখে দাঁড়াতে পারলে কিছুটা হলেও দুর্ণীতিবাজদের টনক নাড়িয়ে দেওয়া যায়।

২১ শে জুলাই, ২০২২ সকাল ১১:২৩

শূন্য সারমর্ম বলেছেন:

টনক নড়ে দমকা হাওয়ায়, আমজনতার পক্ষে তা সস্ভব বলে মনে হয় না।

১২| ২১ শে জুলাই, ২০২২ দুপুর ২:৫২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ব্লগার আহমেদ জী এস বলেছেন, মাথা তো নোয়ানোই আছে আম-জনতার। এখন বাকী, মাথা মুড়ে ঘোল ঢেলে দেয়া।

২১ শে জুলাই, ২০২২ বিকাল ৩:০১

শূন্য সারমর্ম বলেছেন:

যিনি কবিতাটা লিখেছেন তখন মাথা কি অবস্থায় ছিলো.?

১৩| ২১ শে জুলাই, ২০২২ দুপুর ২:৫৪

রানার ব্লগ বলেছেন: মাথা আছে ? যে নোয়াবো !! মাথা তো বন্দক দেয়া রাজার কাছে !!!

২১ শে জুলাই, ২০২২ বিকাল ৩:০৩

শূন্য সারমর্ম বলেছেন:


মাথা নেই,তাই মগজ নেই,তাই ব্যবহার নেই,তাই নোয়ানোর ঝামেলা নেই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.