নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

অবচেতনের ক্ষয়ে পুরোনো ফিনিক্স পাখির জন্ম!!

২৭ শে জুলাই, ২০২২ রাত ১২:৫৩




আন্তঃনগর লাশঘরে লালসার শিকার ধরে সমাজের কীট হয়ে বেঁচে থাকে কিছু মানুষ, শকুনের চোখ মৃতদেহের শেষাংশ মিলিয়ে ঢেকুর তোলে মানুষরুপী কিছু পিশাচ। প্রতারণার হাসিতে ভালোবাসা জড়িয়ে ছুড়ে ফেলে দিতে কার্পন্য করেনা কেউ কেউ। সময়ের ব্যবধানে রক্তপ্রবাহে টান লেগে অক্সিজেন ক্রয় করতে বাধ্য হয়; হতাশায় ফেলে আশা জীবনের পরিণতি ধুলোর মত ভাসতে থাকে।

অপার্থিব চেতনা মগজে বিস্ফোরক হিসেবে কাজ করে,পঁচে যাওয়া দেহ সবাই দেখে, মগজের ও হৃদয়ের পঁচনের গন্ধ হয় না, কেউ পায় না। দূরে নক্ষত্রের সাথে পরকীয়া, তীব্র দহনের ব্যাথা অনেক দূর অবধি পৌছাতে পারে না। বোবার চিৎকার শুনতে না পেয়ে, বেদনার নীল দংশন রঙধনুর মত মাঝেমাঝে আবিষ্কৃত হয়।

আমার অনুভুতিতে পাপ ছিলো না,পূণ্যও ছিলো না ; অন্যায় আবদার মেনে নিয়ে, তিলে তিলে নিঃশেষ হয়েছি, আমার স্মৃতিতে তুমি অবচেতনের পতন ঘটাচ্ছো সবসময়; আমি বেঁচে আছি মৃত ছায়ার মত,মৃত্যুর দূতের অপেক্ষায়, অলৌকিকতার পরশ পাথরের দীর্ঘশ্বাসে।ছাই থেকে মিথের জন্ম, আমার বিশ্বাসের পূর্ণজন্মের ব্যর্থতা কুড়ে কুড়ে আসক্তির চূড়ান্ত পর্যায়ে হত্যা করেই ছাড়বে। আমি হারিয়ে যাবো মহাশূণ্যের কালো গহ্বরে, যেখানে হাতছানি দিয়ে ডাকছে পরিত্যক্ত আন্তঃনগর লাশঘর।

মন্তব্য ২৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০২২ রাত ১২:৫৯

সোনাগাজী বলেছেন:



সব ঠিক আছে তো?

২৭ শে জুলাই, ২০২২ রাত ১:০৩

শূন্য সারমর্ম বলেছেন:

সব ঠিক নেই, ঠিক করতে গিয়ে হতাশায় ডুবতে ডুবতে বার বার বেঁচে যাচ্ছি।

২| ২৭ শে জুলাই, ২০২২ রাত ১:২১

সোনাগাজী বলেছেন:



বার বার বেঁচে গেলে, সমস্যা কেটে যাবে আস্তে আস্তে! কোন একবার না'বাঁচলে, সমস্যাটাই আর থাকবে না।

২৭ শে জুলাই, ২০২২ সকাল ১০:১৪

শূন্য সারমর্ম বলেছেন:


সঠিক বলেছেন।

৩| ২৭ শে জুলাই, ২০২২ সকাল ১০:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: জীবন দর্শনের সুপার মাইক্রোস্কোপে
অনুভবের ষ্ট্রীং কনারা ছড়িয়ে
বোঝা না বোঝা
পাওয়া না পাওয়া
প্রকাশ প্রকাশের চলমান ঢেউইতো জীবন।

জটিল প্রকাশে সরল ভালগালা :)

২৭ শে জুলাই, ২০২২ সকাল ১০:১৫

শূন্য সারমর্ম বলেছেন:

অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

৪| ২৭ শে জুলাই, ২০২২ সকাল ১০:০৮

জুল ভার্ন বলেছেন: দুঃখবোধ থেকেই সৃষ্টি হবে সৃজনশীল কিছু। আপনার দুঃখ আছে- এর মানে হচ্ছে, আপনি একজন ভাল মানুষ। আপনার হৃদয়ে মানুষের জন্য ভালবাসা আছে। শুভ কামনা।

২৭ শে জুলাই, ২০২২ সকাল ১০:১৬

শূন্য সারমর্ম বলেছেন:


আমি মানুষ, তবে ভালো কিনা জানি না।

৫| ২৭ শে জুলাই, ২০২২ সকাল ১০:১০

জুল ভার্ন বলেছেন: দুই বছর আগে ফেসবুকে প্রায় এমনই একটা বিষয় নিয়ে পোস্ট করেছিলাম- যা ফেসবুক মেমোরি ফিরিয়ে দিয়েছে। আপনার সৌজন্যে সেই পোস্ট ব্লগের বন্ধুদের জন্য শেয়ার করছি- আমার টাইম লাইনে।

২৭ শে জুলাই, ২০২২ সকাল ১০:১৭

শূন্য সারমর্ম বলেছেন:


যাচ্ছি আমার সৌজন্যের পোস্ট পড়তে, ধন্যবাদ।

৬| ২৭ শে জুলাই, ২০২২ সকাল ১০:২৬

সোনাগাজী বলেছেন:



এসব অর্থহীন হেঁয়ালী ভালোবাসেন?

২৭ শে জুলাই, ২০২২ সকাল ১১:১৬

শূন্য সারমর্ম বলেছেন:

তেমন না,হেয়ালী দিয়ে ধাধার মত করে নিজের ভাব প্রকাশের মাধ্যম হিসেবে নেই অনেক সময়।

৭| ২৭ শে জুলাই, ২০২২ সকাল ১১:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ইদানিং আপনিও সব পোস্টে একই ছবি ব্যবহার করছেন কেন ? সামুতে এই কাজটা করে সোনাগাজী। যাক অনুভূতির প্রকাশ দারুন হয়েছে।

২৭ শে জুলাই, ২০২২ দুপুর ১২:৪৭

শূন্য সারমর্ম বলেছেন:


ফিডব্যাকের জন্য অসংখ্য ধন্যবাদ। সোনাগাজীকে 'কপি করা হয়ে যাচ্ছে তাহলে।

২৭ শে জুলাই, ২০২২ দুপুর ১২:৫০

শূন্য সারমর্ম বলেছেন:

সোনাগাজী যদিও ভালুকের মাঝে পেঁচা ডুকিয়ে দেয়,আমি এক আগুনের উপর ভরসা রাখতে চাচ্ছি।

৮| ২৭ শে জুলাই, ২০২২ দুপুর ১:২০

মরুভূমির জলদস্যু বলেছেন:
কবিতার মতো গদ্য!

২৭ শে জুলাই, ২০২২ দুপুর ১:৩৬

শূন্য সারমর্ম বলেছেন:


অনেকটা সেই প্রকারের।

৯| ২৭ শে জুলাই, ২০২২ বিকাল ৩:১৬

মোহাম্মদ গোফরান বলেছেন: সুন্দর লিখেছেন।

২৭ শে জুলাই, ২০২২ বিকাল ৩:৩৪

শূন্য সারমর্ম বলেছেন:


আপনার সত্যিই পছন্দ হয়েছে?

১০| ২৭ শে জুলাই, ২০২২ রাত ৯:৩৭

বিদ্রোহী সিপাহী বলেছেন: ভাবের মানুষ দিশাহারা হয় না। নিজের ভিতরের জগতে ডুব দিলে এমন ভাবই প্রকাশ হয়।
ভাব প্রকাশ দারুণ হয়েছে।

২৭ শে জুলাই, ২০২২ রাত ১০:৩৩

শূন্য সারমর্ম বলেছেন:


নিজের ভাবনাই দিলাম, আপনাকে অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

১১| ২৭ শে জুলাই, ২০২২ রাত ৯:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

২৭ শে জুলাই, ২০২২ রাত ১০:৩৩

শূন্য সারমর্ম বলেছেন:

ফিডব্যাকের জন্য অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.