নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

চুরি/পকেটমার/ছিনতাইকারীর কবলে পড়েছেন কখনো?

০৮ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৫৪




ঢাকার অলি-গলি হেঁটে আপনি চোখের সামনে ছেলেমেয়েদের বয়ঃসন্ধিকাল মাপতে পারবেন। মোড়ে মোড়ে গ্যাং-দের নিজেদের তুলে ধরার যে ভাষা তা দেখলে মনে হয় স্বয়ং চেঙ্গিস খান থেকে সার্টিফাইড। আধিপত্যের লোভ, মাদকের ধোয়া, টিজিং সব মিলিয়ে একেকটা ডায়মন্ডের টুকরা।ঢাকা শহরের ছিনতাইকারীর চক্র বহুগুনে বেড়ে গিয়েছে। মিডিয়ায় বিভিন্ন সময় নিহতের খবর বের হয়। কিশোর গ্যাং থেকে চুরি/ছিনতাই গ্রুপে কতভাগ থাকে তা অবশ্য বের করতে হবে।

আমি নিজে পকেটমারের শিকার হয়ে মোবাইল হারিয়েছি ; ছিনতাইকারীর কবলে পড়েছি,টুকটাক মার খেয়ে, টাকা, মোবাইল দিয়ে দিয়েছি। চোখের সামনে দেখেছি বাসের জানালার পাশ দিয়ে কীভাবে ফোন দিয়ে যায়। কয়েকদিন আগে তো পরিকল্পনা মন্ত্রীর ফোন ছো মেরে নিয়ে যায়।আমরা আর এমন কি!! তবুও আপনি জানাতে পারেন আপনার অভিজ্ঞতার কথা -

/ এসবের কবলে পড়েছেন? কি হারিয়েছেন?
/ আপনার পরিচিত কেউ আছে,যারা এসব করে?
/ নির্মমতার সাক্ষী হয়েছেন?
/ আপনার জানা-শোনায় কি বুঝেছেন? কেন এসব হচ্ছে, কেন বাড়ছে?
/যারা করছে তাদের আচরণ, জীবনযাপনের মান সম্পর্কে ধারণা আছে?
/ বিভিন্ন অভিযানে পুলিশ চক্র বের করার আগে, আপনি নিজ থেকে কতটুকু শুনেছেন,বুঝেছেন,দেখেছেন?


মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:০২

ঋণাত্মক শূণ্য বলেছেন: আমি মোট তিনবার ছিনতাইকারীর কবলে পড়েছি।

প্রথমবার আমার চরম প্রিয় N73 মোবাইল হারিয়েছি।

দ্বিতীয়বার ও তৃতীয়বার আমাকে যখন বলেছে যা আছে দিয়ে দিতে, আমি মাজায় (পিছনে) হাত দিয়ে তাদের চোখের দিকে সরাসরি তাকিয়ে মুখে হালকা একটা হাসি রেখে জিজ্ঞাসা করেছি যে সত্যিই যা আছে বের করবো কি না। তারা ভড়কে গিয়ে সরে গিয়েছে।

কারওয়ান বাজারের মোড়ে একবার একজনকে গাড়িতে বসে থাকা এক লোকের হাতের মোবাইল টান দিতে দেখেছিলাম। পুলিশকে জানিয়ে বিপদে পড়েছিলাম!

চট্টগ্রামে একবার এক ছিনতাইকারীকে ল্যাং মেরে ফেলে দিয়ে ধরিয়ে দিতে সহায়তা করেছিলাম।

প্রথমবার যখন মোবাইল নিয়েছিলো, অভিজ্ঞতা খুব খারাপ ছিলো। প্রিয় একটা জিনিষ এভাবে কেউ নিয়ে গেলো, আর কিছুই করতে পারলাম না; চরম হতাশাজনক।

০৮ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:১২

শূন্য সারমর্ম বলেছেন:


যাক, প্রথমবার প্রিয় জিনিস হারিয়ে, ২য়/৩য় বার সাহসিকতার পরিচয় দিয়েছেন।সাহস দেখাতে পেরেছেন কিভাবে? ছিনতাইকারী বয়সে আপনার থেকে ছোট ছিলো অনেক?

২| ০৮ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৩৪

মোহাম্মদ গোফরান বলেছেন: পড়িনি। আমি ঘর থেকে ২ রাকাত নামাজ পড়ে ৭ বার আয়াতুল কুরসি পড়ে বের হই।কোন ক্ষতি হয়না।

০৮ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৪১

শূন্য সারমর্ম বলেছেন:


এটা কার্যকরী পদ্ধতি মনে হচ্ছে।

৩| ০৮ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৩৯

জুল ভার্ন বলেছেন: আমি দুইবার বাস ডাকাতের পাল্লায় পড়ে সাথে থাকা টাকা, ঘড়ি, ফোন খুইয়েছি।

০৮ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৪২

শূন্য সারমর্ম বলেছেন:


একবার না আপনি ফার্মগেট ট্র্যাপে পড়তে পড়তে বেঁচে গেছেন? বাস ডাকাতি কত সালের কথা?

৪| ০৮ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৫৭

জুল ভার্ন বলেছেন: ফার্মগেটের ঘটনা গত রমজান মাসে।

প্রথম বাস ডাকাতের পাল্লায় পড়েছিলাম ২০০৭ সনে সিলেট থেকে নাইট কোচে ঢাকা ফেরার পথে। দ্বিতীয় বার ২০১৮ সনে নাইট স্টোরিজ ঢাকা থেকে ফরিদপুর যাওয়ার পথে.....বিকল্প ব্যবস্থা থাকলে সাধারণত আমি বাস জার্নি করিনা। কিন্তু অত্যন্ত জরুরী প্রয়োজনে ঐ দুইবার বাস জার্নি করতে হয়েছিল এবং দুইবারই নাইট কোচে.....

০৮ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৪৯

শূন্য সারমর্ম বলেছেন:



এখনো খবর আসে,রাতের বাসে ডাকাতি,ধর্ষণ। ভালো মানের বাসেও ডাকাতি হয়?

৫| ০৮ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৩৮

কিশোর মাইনু বলেছেন: আমি পড়েছিলাম ক্লাস এইটে থাকতে, ঢাকায় না, চট্টগ্রামে। ভালোই ভালোই সবই দিয়ে দিচ্ছিলাম, আমার ঘড়িটি দিতে চাই নি। আমার নানাভাইয়ের ঘড়ি ছিল সেটি। আমার জন্মদিনের উপহার তার পক্ষ থেকে। হাতাহাতির এক পর্যায়ে তারা চাকু চালিয়ে দেয়। হাত কেটে গিয়েছিল। তবু ও ঘড়িটি দেইনি। পরবর্তীতে আরেকবার হয়েছিলাম শিকার ইন্টারে থাকতে। তখন আর ক্লাস এইটের মত নিষ্পাপ বা ভালো ছিলাম না। রাজনীতি করতাম হালকাপাতলা। এবার ছিনতাইকারীরেই মেরে হাসপাতালে পাঠিয়ে দিয়েছিলাম।:D :D

দুঃখজনক ভাবে আছে। তারা এখনো করে কিনা জানিনা। একসময় করত সেটা জানি। কয়েকজন সকুলে খুব ক্লোজ ছিল। কলেজে উটে বদসঙ্গে পড়ে নষ্ট হয়ে গিয়েছিল।

যারা করছে তাদের বেশীরভাগ-ই করছে নেশার টাকা যোগাড়ের জন্য। আর হ্যাঁ তাদের ও ধারণা আছে জীবনযাত্রার মান-সম্পর্কে, কিন্তু নেশা তাদের বুদ্ধি ভোতা করে ফেলেছে।

এইসব বাড়ছে অনেক কারণেই। আমার পরিচিত আছে বলেই বলতে পারছি, নিজের চোখে দেখা, শুনা। এইসব ছিনতাই-র টাকা পুলিশের পকেটে ও যায়। এমনকি কিছু কিছু khetre এলাকার নেতা/বড়ভাইদের পকেটে।

০৮ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৫০

শূন্য সারমর্ম বলেছেন:

আপনার কাছ থেকে জানা গেলো অভিজ্ঞতা। এখনও রাজনীতি করছেন?

৬| ০৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:০১

কিশোর মাইনু বলেছেন: না। এখন আর করি না। তখন কেন করতাম, এখন কেন করি না এসব প্রশ্নের জবাব যদি জানতে চান তাহলে আমার অনুরোধ থাকবে আমার এই পোস্টে একটু চোখ বুলিয়ে নিন। অনেক আগের পোস্ট যদি ও।

০৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:২৩

শূন্য সারমর্ম বলেছেন:


ধন্যবাদ।

৭| ০৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:০৫

কিশোর মাইনু বলেছেন: না। এখন আর করি না। তখন কেন করতাম, এখন কেন করি না এসব প্রশ্নের জবাব যদি জানতে চান তাহলে আমার অনুরোধ থাকবে আমার এই পোস্ট-টিতে একটু চোখ বুলিয়ে নিন। অনেক আগের পোস্ট যদি ও।

০৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:২৪

শূন্য সারমর্ম বলেছেন:

ঠিক আছে। চোখ বুলাচ্ছি।

৮| ০৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাসে চুরিতে ১০ টাকা
আর মধুমিতা হলে
সিনেমা দেখতে গিয়ে
পকেটমারের হাতে
পরেছিলাম। কিন্তু
নিতে পারেনাই কছু!

০৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৩৯

শূন্য সারমর্ম বলেছেন:


হাতেনাতে ধরে ফেলেছিলেন?

৯| ০৮ ই আগস্ট, ২০২২ রাত ৮:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন: পকেট থেকে দুবার মোবাইল চুরি হয়েছে।

০৮ ই আগস্ট, ২০২২ রাত ৯:১৬

শূন্য সারমর্ম বলেছেন:


বাহ! আমার হয়েছে ১ বার।

১০| ০৮ ই আগস্ট, ২০২২ রাত ৯:৪৩

কামাল৮০ বলেছেন: গুনিস্তানে মোবাইল হারিয়েছে কয়েক বার।যতবার আবাহনী মোহামেডান খেলা দেখতে গেছি মানিব্যাগ নাই হয়ে গেছে।

০৮ ই আগস্ট, ২০২২ রাত ১১:০৮

শূন্য সারমর্ম বলেছেন:


তাহলে প্রতিটি বার আপনি হতেন শিকারীর সহজ শিকার।

১১| ১০ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৪৬

লিংকন১১৫ বলেছেন: আমি একবার পরে ছিলাম
সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহারে,আমাদের ৬ জনের কাছ থেকে সব কিছু নিয়ে গিয়ে ছিল |-)
আমার Sony Xperia Mini ও নোকিয়া দুটাই নিয়ে গেছিলো, অনেক অনুরধের কারনে শুধু আমাকে আমার সিম ও আমার মেমোরি কার্ড টা দিয়ে ছিল ।

১১ ই আগস্ট, ২০২২ সকাল ১০:১৯

শূন্য সারমর্ম বলেছেন:


আমি পড়েছিলাম বড়কমলদহ ঝর্ণায় ; ৭ জন ছিলাম,মোবাইল /মানিব্যাগ নিয়ে যায়। সিম দিয়ে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.