নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর সব মুদ্রা পুড়িয়ে ফেলি কল্পনায়।

২২ শে আগস্ট, ২০২২ রাত ৮:০৬





টাকা, ডলার, রুবল,ইয়েন,ইউরো,রিংগিত,দিনার,রুপী টিস্যু হিসেবে ব্যবহার করা দরকার।আর দেখতে চাই না মুদ্রার অপরিসীম ক্ষমতা।মুদ্রা দেবতার আসনে বসতে অনেক সময় নিয়েছে যা সভ্যতার ইতিহাসে স্পষ্ট। মুদ্রায় কি থাকে?জাতির জনকের ছবি, সংখ্যা,দেশের কিছু নিদর্শন, গভর্নরের স্বাক্ষর,অনেক হাত বদল হলে থাকে জীবাণু। টাকার গন্ধ টাকশাল বের হয়ে একরকম থাকলেও,মানুষের ব্যবহারে পরিবর্তিত হয়। নিদির্ষ্ট সাইজের এক টুকরো কাগজ, অনেক গুলো কাগজ একসাথে করলে বান্ডেল, তারপর মানসিক প্রশান্তচিত্ত উন্মোচিত।

টাকার উপর অগাধ বিশ্বাস, ক্রয় ক্ষমতার বাহাদুরী, ষড়রিপুর সংমিশ্রণে মানুষ নিকৃষ্ট জীব হয়; মসজিদের ইমাম,মন্দিরের পুরোহিত,গির্জার ফাদার সবাই নিজের হাত এক পাত্রে রাখতে বাধ্য,যদি টাকার গন্ধ নাকে আসে। মানুষের ভাবনায় দাসত্বের প্রভাব পড়লে টাকা আসে, ভাবনায় আদিমতা থাকলে টাকা আসে, ভাবনায় বিপ্লবী কর্ম থাকলে টাকা আসে।

টাকার ধর্ম কি? মানুষের ভাবনায় যে ধর্ম ধরা পড়ে টাকায় সেটা প্রতিফলিত হয়,টাকা বুঝে না অপরাধ/ নৈতিকতা, মানুষ বুঝে টাকাকে ব্যবহার করে, টাকা হাসিমুখে ব্যবহৃত হয়। এক বাচ্চা কালো টাকা জানতে চাওয়ায় বলেছিলাম, টাকায় কালো রং থাকে, যা হাতে লেগে যায়, ঐ হাত মুখে লেগে গেলে দেখতে খারাপ লাগে,মানুষ খারাপ বলে। তাই কখনো কালো টাকায় হাত দিতে নেই, বুঝেছো?

মুদ্রা ব্যবস্থা বিবর্তিত হচ্ছে; নিদির্ষ্ট রুমে অনেক কম্পিউটার কাজে লাগিয়ে মাইনিং করে ক্রিপ্টো বানোনো হচ্ছে; যারা এসবের পেছনে তাদের কাছে মাইনিং'এর শব্দটা অমৃতের মত লাগে ; যদিও কোনো ফিজিক্যাল এনটিটি নেই, ধরা যাবে না, ছোয়া যাবে না ; নেটওয়ার্ক কাজে লাগিয়ে অনুভব করা যাবে আমি উক্ত মুদ্রার মালিক।



মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০২২ রাত ৮:২৩

কামাল৮০ বলেছেন: নিশেধাজ্ঞার কারনে ডলারের আধিপত্য শেষ হতে চলেছে।

২২ শে আগস্ট, ২০২২ রাত ৮:৪৩

শূন্য সারমর্ম বলেছেন:


আধিপত্য পুরোপুরি শেষ হলে, পোস্ট লিখবো।

২| ২২ শে আগস্ট, ২০২২ রাত ৮:৩৯

জ্যাক স্মিথ বলেছেন: কবি বলেছেন- টাকা হচ্ছে সিক্সথ সেন্স, এই সেন্স না থাকলে অন্য সকল সেন্স অকেজো হয়ে যায়।

ক্রিপটো কারেন্সির রাজত্ব দেখে মনে হচ্ছে ভবিষ্যতে হয়তো ফিয়াট কারেন্সি বিলুপ্ত হয়ে যাবে।
তিন বছর আগেও মাইনিং ভাল প্রফিটেবল ব্যবসা ছিল এখন মাইনিং আগের মত হয় না, আগামী মাসের ২৭ তারিখ থেকে ইথিরাম মাইনিং পুরোপুরি বন্ধ হয়ে যাবে।

২২ শে আগস্ট, ২০২২ রাত ৮:৪৪

শূন্য সারমর্ম বলেছেন:


মাইনিং আগের মত না হবার কারণ কি?

৩| ২২ শে আগস্ট, ২০২২ রাত ৮:৫৭

জ্যাক স্মিথ বলেছেন: আগে মাইনিং করে মূল ইনভেস্টমেন্ট তুলতে ৩ মাস লাগতো কিছুদিন পর ৬ মাস ১ বছর এখন ১.৫ বছর লাগে।
করোনা শুরু হবার পর থেকে প্রচুর ব্যক্তি ও কোম্পানি মাইনিং এর দিকে ঝুকছে বিশেষ করে চায়না, আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে যে কারণে মাইনিং এর প্রফিটটা সবার মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। তবে মাইনিং ব্যবসা থাকবে চিরকাল যতদিন ক্রিপটো কারেন্সি আছে।

২২ শে আগস্ট, ২০২২ রাত ১০:১৩

শূন্য সারমর্ম বলেছেন:


মাইনিং বিজনেসে মনোপলি দাড়ায় নি এখনো।

৪| ২২ শে আগস্ট, ২০২২ রাত ৯:২৮

জুল ভার্ন বলেছেন: বহু বছর আগে একটা হিন্দি সিনেমা দেখেছিলাম সেই সিনেমায় একটা ডায়লগ ছিলো, "টাকার আর এক নাম ভগবান, টাকা আবার আব্বা"! আসলে টাকার প্রসঙ্গ আসলে যতই আমরা তাকে এড়িয়ে চলতে চাই না কেন টাকা ছাড়া কিন্তু আমাদের জীবন একেবারেই অচল। আবেগ, ভাব, ভালোবাসা ইত্যাদি দিয়ে পেট ভরানো যায় না। সুস্থ এবং সুন্দর করে বাঁচতে হলে অবশ্যই টাকার প্রয়োজন। সেই সঙ্গে সকলের সঙ্গে দুর্দান্ত সম্পর্কও বজায় থাকে, যতদিন টাকার জোর থাকে। যৎসামান্য ব্যতিক্রম ছাড়া - টাকা না থাকলে দুনিয়ায় কিছুই নাই।

২২ শে আগস্ট, ২০২২ রাত ১০:১২

শূন্য সারমর্ম বলেছেন:


আপনার টোটাল কত টাকা আছে?

৫| ২২ শে আগস্ট, ২০২২ রাত ১০:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
মূদ্রার বদলে তাহলে কি চালু থাকা উচিত?

২২ শে আগস্ট, ২০২২ রাত ১০:৪২

শূন্য সারমর্ম বলেছেন:


চালু হচ্ছে ক্রিপ্টো।

৬| ২৩ শে আগস্ট, ২০২২ রাত ১:৪৯

পোড়া বেগুন বলেছেন:
বাস্তবে পোড়াতে পারলে ভালো হতো। তখন বুঝতেন পোড়ার কি জালা।
আমি বুঝি হাড়ে হাড়ে!

২৩ শে আগস্ট, ২০২২ রাত ২:৪৪

শূন্য সারমর্ম বলেছেন:

আপনার পোড়া বেগুনের বয়স হয়েছিলো কত?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.