নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

টিআইবি রিপোর্ট দিয়ে সংবাদ সম্মেলন করেছে।

০১ লা সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:০৯




আপনাদের পরিচিত কেউ আছে যে টিআইবি 'তে চাকুরী করে? থাকলে উনাদের জীবনযাত্রার মান নিয়ে জানাতে পারেন। দীর্ঘ প্রায় ১ বছর জরিপ চালিয়ে দূনীর্তির খাত বের করেছে ; খাত সমূহের মধ্যে সেবা খাতের আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ৭৪.৪ শতাংশ সর্বাধিক দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে চিহ্নিত হয়েছে; এর পরেই রয়েছে পাসপোর্ট ৭০.৫ শতাংশ, বিআরটিএ ৬৮.৩ শতাংশ, বিচারিক সেবা ৫৬.৮ শতাংশ, সরকারি স্বাস্থ্য সেবা ৪৮.৭ শতাংশ, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ৪৬.৬ শতাংশ এবং ভূমি সেবা ৪৬.৩ শতাংশ।

সেবা খাতে দেশের অবস্থা হলো কয়েকজন টেবিল/চেয়ার নিয়ে বসে বাম হাতের তালু চুলকাচ্ছে, বাকিরা টাকা দিয়ে তালুর চুলকানি দূর করতে চেষ্টা করছে। টাকা যারা দেয় তারা শুধু হয়রানি এড়াতেই চায়,এই ভাবনা থেকেই র্যার্কিং করে টিআইবি। আইন আপনি মেনে চলেন? শৃঙ্খলা কখনো ছিলো আপনার মাঝে? আইন নিয়ে পড়ে ব্যবসা করা যায়, ফাকঁফোকর বের করে কোটি কামানো যায়; কিন্তু বাহিনীর পিরামিড ব্যবসার নিস্তার কোথায়? ওসি প্রদীপের ফাসির দড়ি রেডি হচ্ছে? RAB' এ নিষেধাজ্ঞা উঠেছে? জনসাধারণ শুধু চিনে তিন রাস্তার ট্রাফিক সার্জেন্ট, আপনি বিপদে পড়ে থানায় গিয়ে দেখবেন আপনি বাইরে বাঘ থেকে বেঁচে এসে, ভিতরে হায়নার মুখে পড়েছেন।

পাসপোর্ট /ভুমি অফিসে আপনার পরিচিত আছে কেউ আঙুল ফুলে কলাগাছ হয়েছে? রাতে তওবা করলেন, সকালে পাসপোর্ট অফিস গিয়ে দেখলেন অন্য জগৎ; টাকার বিনিময়ে হয়তো আপনি ফাসিতে ঝুলাতে পারবেন যেহেতু বিচারিক ব্যবস্থা ৫০ ভাগ ২ নম্বরিতে।

স্বাস্থ্যব্যবস্থায় ভিআইপি ফাস্ট ওয়ার্ল্ড কান্ট্রির বেডে, মধ্যবিত্তরা ভারতের পুরোনো বেডে ও গরীবরা সরকারী হাসপাতালের টয়লেটের পাশের শোবার জায়গায়। মিডিয়ায় আসে, অভিযান চালিয়ে বিভিন্ন হাসপাতাল/ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা, তবে আমার যা মনে হয় অভিযানে ফাক ফোকর না থাকলে ৮০ ভাগ প্রতিষ্ঠান বাতিল হয়ে যাবে, তখন ইনফ্রাস্রাকচার ভেঙে জলদস্যু ভাইয়ের পছন্দের সব গাছ রোপণ করতে পারবে, ফুলের আমাজন বন সৃষ্টি হবে।

গতকাল সোভিয়েত লিডার গর্বাচেভ মারা গেলো, নিশ্চই উনার আত্নায় স্টালিনের ছায়া ভিড়তে পারেনি, তাই হয়তো যুদ্ধের ধ্বংসাত্মক পরিণামে নিজের ভয় ও দলের বিশ্বাসঘাতকতায় ইউনিয়ন ভেঙে দেয়, ক্রেমলিনে লাল পতাকা নামিয়ে তিন কালারের রাশিয়া পতাকা উড়িয়ে দেয়। গর্বাচেভে সোভিয়েত ভেঙে দেয়াকে ব্লগারেরা কিভাবে দেখছেন?? অন্যদিকে চে গুয়েভার ছেলে নিজ বাসায় মৃত্যুবরণ করেছে, মৃত্যুর আগ পর্যন্ত মননে-মগজে ছিলো কার্ল মাক্সের ভাবনা, বাবার স্মৃতি।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৩৬

মোহাম্মদ গোফরান বলেছেন: সবখানে নোংরা রাজনৈতিক ফন্দী হাসিল ও স্বার্থসিদ্ধির হিড়িক।

০১ লা সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৪২

শূন্য সারমর্ম বলেছেন:


আপনিও কি দর্শক নাকি খেলোয়াড়?

২| ০১ লা সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
কিজে একটা খেলা চলতেছে সবখানে!!

০১ লা সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৪০

শূন্য সারমর্ম বলেছেন:


আপনি কি খেলোয়াড় নাকি দর্শক?

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৪০

জুল ভার্ন বলেছেন: টি আই বি দুর্ণীতির যে রিপোর্ট প্রকাশ করেছে তা সর্বগ্রাসী দুর্ণীতির সাম্রাজের কয়েক টুকরো মাত্র!

০১ লা সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৪১

শূন্য সারমর্ম বলেছেন:


টিআইবি দূর্নীতির সাম্রাজ্যে ঢুকতে ভয় পায়?

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:০০

মোহামমদ কামরুজজামান বলেছেন: "লোম বাছতে কম্বল উজাড়ের" মত , আমাদের দেশের এমন একটা খাত কি আছে যা সর্বগ্রাসী দুর্ণীতির হাত থেকে মুক্ত?

সবাই ব্যস্ত নিজ নিজ স্বার্থ হাসিলে তা সে বৈধ কিংবা অবৈধ পথে, যেভাবেই হোক না কেন।

০১ লা সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:২৬

শূন্য সারমর্ম বলেছেন:


দেশের অবস্থা ভয়াবহ।

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:০২

হাসান কালবৈশাখী বলেছেন:
কেউ বলুক বা না বলুক পুলিশের দুর্নিতি ও অদক্ষতা আগের চেয়ে অনেকটাই কমেছে।
দেশের পুলিশ মোটেও আগের মত ঢিলা ঠোলা না। কার্যক্রম যথেষ্ট প্রসংসনীয়।
জিডি করতে এখন আর ঘুষ লাগে না। আগে লাগতো। জেনুইন মামলা করতেও ঘুষ লাগে না, তবে ২ নম্বর মামলা করতে, বা কাউকে ফাঁসাতে তখন লাগবে।
উচ্চমানের ডিজিটাল ট্রাকিং যন্ত্রপাতি সহ সজ্জিত প্রশিক্ষন প্রাপ্ত পুলিশ, আছে বিশ্বমানের ডগস্কোয়ার্ড, ফোনকল, ভাইবার, মেসেঞ্জার যে কোন কিছু ট্রাক করার ক্ষমতা দক্ষতা বেড়েছে।
উচ্চমান সম্পন্ন যন্ত্রপাতি সজ্জিত পুলিশের যোগাযোগ অবকাঠামো, সক্ষমতা পেশাদারিত্ব যে কোন সময়ের চেয়ে বেশী বর্তমানে। বাংলাদেশের যে কোন স্থান থেকে ৯৯৯ ফোন করলে ১৫ মিনিটের ভেতর পুলিশ উপস্থিত হচ্ছে। কোন ঘুশ চাচ্ছে না, ৯৯৯ ফোনে 'বাস ধর্ষক' সাংবাদিক জানার আগেই ৫ জন ধর্ষক গ্রেফতার হচ্ছে।
পত্রিকার সংবাদ পর্যালোচনা করে দেখা যাচ্ছে কোন খুনি, পলাতক আসামী বা ২৪ ঘন্টাও পালিয়ে থাকতে পারছে না।

পুলিশের সক্ষমতা এখন নজিরবিহীন। বিদেশে পালালেও আসামীর অবস্থান জেনে যাচ্ছে। এই বছরই যুদ্ধাপরাধি ফাঁসির আসামী সহ ৩০ জনের মত ফাসির পলাতক আসামী ধরে ফেলা সম্ভব হয়েছে, ডিজিটাল টেক্কনলজি ব্যাবহার করে।
ভারত থেকেও প্রচুর আসামী ধরে আনা হয়েছে। ভারত বাদেও বাংলাদেশের পুলিশের অনুরোধে আরব আমিরাত ও কুয়েতি পুলিশ আসামী আটক করছে। বাংলাদেশী পুলিশ কুয়েত থেকে পলাতক খুনের আসামীকে হাত পা বেধে দেশে নিয়ে আসার রেকর্ডও আছে। অর্থ পাচারকারি পি কে হালদারও বাংলাদেশী পুলিশ ট্রাকিং মাধ্যমে বাংলাদেশের অনুরোধেই গ্রেফতার হয়েছিল বলে পত্রিকায় আলোচিত হচ্ছে। কিন্তু টিআইবি বলছে দুর্নিতি বেড়েছে।

০১ লা সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৪৮

শূন্য সারমর্ম বলেছেন:


পুরো টিআইবি 'কে একা আপনিই বুড়ো আঙুল দেখাতে পারবেন।

৬| ০১ লা সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৩

শেরজা তপন বলেছেন: চে গুয়েভারার ছেলের মৃত্যুর খবর জানতাম না!

ওরা যা বলেছে সেটা আমরা সবাই জানি কিন্তু হাতে কোন ডেটা ছিলনা। এখন অবশেষে মিলেছে

০১ লা সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪৩

শূন্য সারমর্ম বলেছেন:


ধন্যবাদ, মন্তব্যের জন্য।

৭| ০১ লা সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:০৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: গর্বাচেভের আত্মায় স্ট্যালিন ভিড়তে পারেনি। সোভিয়েতের পতাকা নামানোর অনেক বড় হয়ে দেখেছি। শৈশব তো সোভিয়েতের সাথে ভেঙ্গে গিয়েছিল সে অনেক আগেই। সম্ভবত ক্লাস থ্রীতে পড়ি।

০২ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ২:২৯

শূন্য সারমর্ম বলেছেন:



আপনার শৈশব সোভিয়েতের উপর দিয়ে গিয়েছে, তাই এত আবেগ কাজ করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.