নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

অভিজ্ঞতার ঝুলিতে কিছু থাকলে জানাতে পারেন।

১৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৫৯



ব্লগে সম্ভবত সব শ্রেনী, পেশার ও বয়সের মানুষ আছে। ব্লগে রেজিস্টার করা অবস্থায় যারা আছে তাদের বয়স সম্ভবত ২৫-৭০'এর মাঝে। শিক্ষিতরা ব্লগে লিখে,পড়ে, আলোচনা করে, বিষয়ভিত্তিক ধারণা বদলে যায়,পাকাপোক্ত হয়।

আপনাদের জীবনসীমায় আপনি সর্বোচ্চ কত ধনী মানুষ দেখেছেন,মিশেছেন? কুশল বিনিময় করেছেন,চা খেয়েছেন?বাংলার ধনীদের ফিলোসফি কেমন ছিলো? আপনি নিজে জিরো থেকে হিরো হয়েছেন?

+ আপনি মনে থাকার মত হতদরিদ্র মানুষ দেখেছেন? নিজের অন্তর কেঁদেছিলো, উনাদের সাথে কথা বলে। কিছু করার চিন্তা করেছেন বা চেষ্টা করেছেন। দশক দশক যাবার পর ধনী-গরীবের আচরণগত বৈশিষ্ট্য চোখে পড়েছিলো?
আঙুল ফুলে কলাগাছ" হবার প্যাটার্ন ও অভাবে স্বভাব নষ্ট "মানুষগুলোর বাস্তব চিত্র দেখে বইয়ের পাতার বাগধারা গুলোকে মনে করেছেন?






মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:০৭

ধূসর সন্ধ্যা বলেছেন: আমি সিকিউরিটি হাউজে কাজ করি । পুরান ঢাকায় এক সময়ে অফিস ছিল । এখন মতিঝিল । এমনও মানুষের সাথে আমার পরিচয় হয়েছে, এমন মানুষের একাউন্ট হ্যান্ডেল করেছি, এখনও করছি, তাদের কত টাকা তা তারা নিজেরাও জানে না ।

১৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২৬

শূন্য সারমর্ম বলেছেন:

কত সালের কথা? পুরান ঢাকা থেকে হালের মতিঝিল ধনীদের মধ্যে আচরনগত কোনো পার্থক্য চোখে পড়েছে?
আপনি আনুমানিক সর্বোচ্চ কত টাকা হ্যান্ডেল করেছেন?

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

একসময় আমার অফিস ছিলো ইসলাম চেম্বারের টপ ফ্লোরে,
আমি সেই ভবনের মালিক মরহুম জহিরুল ইসলামকে খুব কাছ থেকে দেখেছি; তার ছেলে মঞ্জুরুল ইসলামকেও দেখিছি। যমুনা গ্রুপের মালিক বাবুল সাহেবকেও চিনতাম।তাদের আচার ব্যবহার আমাকে মুগ্ধ করেছে।

১৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২৮

শূন্য সারমর্ম বলেছেন:

বাহ! ভালো অভিজ্ঞতা। হালের সদ্য গজিয়ে উঠা ধনীদের চিনেন না?

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
সমিতি ও আদম ব্যবসায় কয়েকজনকে হঠাত করে আঙ্গুল ফুলে কলাগাছ ছাড়িয়ে যেতে দেখেছি। কয়েক বছর পরে তারা পলাতক বা চিমশে যেতে দেখেছি।

১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:১৯

শূন্য সারমর্ম বলেছেন:

সবাই দেখি ধনী দেখে, গরীব দেখে না।

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:২৭

কামাল৮০ বলেছেন: আমি ৭৫+
আনেক ধনিকে দেখেছি মিশেছি যখন তারা গরিব ছিল।ধনী হবার পর আর মিশা হয়নাই।আমি ধনীদের থেকে দুরে থাকি।তারা যে গরিব ছিলো এই স্মৃতি তারা ভুলে যেতে চায়।আমি মিশলে তাদের মনে পড়ে যাবে তাদের অতীত স্মৃতি।

১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ২:২৩

শূন্য সারমর্ম বলেছেন:


আপনি গরীব থেকে ধনী হয়েছেন?

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১:২৯

মোহাম্মদ গোফরান বলেছেন: অনেকের সাথে। তবে তাদের কত টাকা আছে আমার জানা নেই। ওরা নিজেরাও জানে কিনা আমি জানিনা।

১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ২:২২

শূন্য সারমর্ম বলেছেন:


ওসব নিয়ে একদিন পোস্ট দেন।

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৩:৫২

কামাল৮০ বলেছেন: আমি ধনী হলেতো ওদের সাথে মিশতাম।এড়িয়ে চলতাম না।ধনী ধনী বন্ধু,গরিবে গরিবে বন্ধু।

১৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:০৭

শূন্য সারমর্ম বলেছেন:


ভালো।

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৭:৪০

রূপক বিধৌত সাধু বলেছেন: ধনীদের বেশিরভাগ ক্ষেত্রে ছোটো মানসিকতার মনে হয়েছে।

১৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:০৯

শূন্য সারমর্ম বলেছেন:


নুরু সাহেব ব্যবহারে মুগ্ধ হয়, আপনি উল্টো। ব্যাপারটা ইন্টারেস্টিং।

৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: আমার দেখা কয়েকজন ধনী মানুষ বাসায় বসতে পর্যন্ত বলেনি, গরমে পানির পিপাসায় বুক ফেটে যাচ্ছে অথচ পানি দেয়নি।

আবার এরকম ধনীও দেখেছি তাদের ব্যবহার মনে হয় পড়শী আমায় ডাকছে।

১৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:১০

শূন্য সারমর্ম বলেছেন:



ব্যবহার ঠিক থাকলে যত ধনীইরহোক, সমস্যা নেই।

৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:১৩

নতুন বলেছেন: খুব কাছে থেকে উঠাবসা হয় নাই কিন্তু হালকা পাতলা ইন্টারেকসন হয়েছে ধনী, সেলিব্রেটিদের সাথে।

কিন্তু একটা জিনিস মনে হয়েছে সেটা হলো মানুষের জ্ঞানের লেভেল তার আচার আচরন ঠিক করে। জ্ঞান ছাড়া দরিদ্র মানুষ যেমন খুবই খারাপ আচরন করে, ঠিক তেমনি টাকা হলেও মানুষ ভালো ব্যবহার করবে না যদিনা জ্ঞান থাকে।

মানুষ যত বেশি জ্ঞানী তত বেশি বিনয়ী হয়।

১৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:১১

শূন্য সারমর্ম বলেছেন:


ভালো পর্যবেক্ষণ।

১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:০২

মোগল সম্রাট বলেছেন:
দশকে দশকে ধনীদের আচরনগত বহু পরিবর্তন দেখেছি। এই আশির দশকে যেসব ধনীরা ছিলো উত্তরাধিকার সুত্রেই ধনী কিন্তু প্রায় বেশির ভাগ প্রচন্ড রকম রেসিষ্ট টাইপ ছিলো। তারা গরীবদেরকে দাস/কামলা/মজুর ভাবতেই বেশি ভালো বাসতো। তারা একথাল পানতা ভাত কিংবা ভাতের ফ্যন খেতে দিয়ে সারাদিন খাটিয়ে নিতো কোন টাকা পয়শা দিতো না। গরিবরা আটা জাল দিয়ে খেতো। আমার বাবাও গরীব ছিলো তাই আমি নিজেও খেয়েছি মাসের মধ্যে দুই চার দিন।

নব্বইয়ের দশকের শেষ দিক থেকে অনেক গরীব লোক হঠাৎ আঙ্গুল ফুল কলা গাছ হয়েছে কিন্তু বেশিদিন লাষ্টিং করেনি। তারা হঠাৎ টাকার গরমে খেই হারিয়ে ফেলে অনেকেই আবারও তাদের পুরনো ফর্মায় ফিরে গেছে। এদের ভিতর যারা অত্যন্ত ধুর্ত ছিলো তাদের কিছু টিকে গেছে। এখন তারা এমপি-মন্ত্রী-নেতা-পাতিনেতা বনে গেছেন।

এবং হালের ধনীদের আচরন অনেকটা পাপের ভয়ে গোপ উচু করে মদ খাওয়ার মতো । তারা পাশ-পারমিট-দালালি-সিন্ডিকেটবাজি, কালোবাজারী সহ হেন কাজ নাই তারা সিদ্ধহস্ত না। অথচ এরাই মসজিদ কমিটির সভাপতি পদ কিনে নিয়ে এসি-মার্বেল-টাইলস লাগিয়ে সবার হাত তালি কামনা করে।





১৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৪৩

শূন্য সারমর্ম বলেছেন:


ভালো অভিজ্ঞতা রয়েছে আপনার, জেনে ভালো লাগলো।
আচরণ গত পার্থক্য হলো ' এখনকার ধনীরা ধর্মীয় খোলসে থেকে পাপমুক্তির কামনা করে ও এটেনশন খুজে।

১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৫৯

মোহামমদ কামরুজজামান বলেছেন: বাংলাদেশের প্রথম কর্পোরেট হাসপাতালে চাকুরীর সুবাদে যেমন যমুনা-বসুন্ধরা গ্রুপ থেকে শুরু করে মোটামুটি রথি-মহারথী তথা দেশের বিজনেস টাইকুন বলতে যা বুঝায় তাদের সাথে সাথে দেশের প্রধানমন্ত্রী ,প্রাক্তন রাষ্ট্রপতি এরশাদ-ইয়াজউদ্দিন, প্রাক্তন মেয়র হানিফ সহ থেকে শুরু করে মোটামুটি সকল রাজনীতিবিদ যেমন দেখেছি ঠিক তেমনি খুব কাছ দেশের হতদরিদ্র্র মানুষকেও দেখেছি।

আবার দেশের বাইরে কাজের সুবাদে বাংলাদেশী টাকায় মাসে সর্বোচ্চ ৬০ লাখ টাকা ইনকাম করা মানুষকেও খুব কাছ থেকে ও তার সাথে কাজ করেছি।

তাদের মাঝে সকল ধনী মানুষই খারাপ ছিল বা মানবিক ছিল এমন নয় । আবার সকল গরীব মানুষই যে ভাল ছিল এমন নয়। তবে ভাল খারাপ উভয় শ্রেণীতেই বিরাজমান দেখেছি।

১৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৫৩

শূন্য সারমর্ম বলেছেন:

ভালো/খারাপের ব্যাপারটায় কি কি ফ্যাক্টস আছে? যা আপনার মনে হয়।

১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৫৫

জুল ভার্ন বলেছেন: জীবনের কিছু বিষয় অপ্রকাশিতই থাকুক।

১৮ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৫৭

শূন্য সারমর্ম বলেছেন:

আচ্ছা।

১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫৭

ককচক বলেছেন: আমাদের এলাকার এক লোক, ছোটবেলায় দেখতাম আমাদের বাড়িতে বা এলাকার বাড়িতে বাড়িতে বাশের তৈরি হস্তশিল্প বিক্রি করতেন। আমার সময়বয়সী একটা ভাতিজাও ছিলো সেই লোকটার। লোকটা হঠাৎ পয়সাওয়ালা হয়ে গিয়েছিল। বাড়ি-গাড়ি, ফার্ম তৈরি করে যা তা অবস্থা।
লোকে বলাবলি করতো, সে নাকি বাশ কাটতে গিয়ে জঙ্গলে ম্যাগনেট পেয়েছে। এবং তপন চৌঃ নামের এক শিল্পপতির কাছে ম্যাগনেট বিক্রি করেছে। কেউ কেউ দাবী করতো, তপন চৌঃ নামের ঐ শিল্পপতির সাথে সে হেলিকপ্টারে যাওয়া আসা করে। যাইহোক, তার ভাইভাতিজাদের আচার ব্যবহারে যথেষ্ট পরিবর্তন লক্ষ্য করেছি। কিছুদিন পূর্বে শুনলাম, তাদের বাড়ি ও ফার্ম ব্যাংক নিয়ে নিয়েছে।

পয়সাওয়ালা ভালো ভালো মানুষদেরও চোখে পড়েছে, তবে আমার মনে হয় দেশে পয়সাওয়া ভালো মানুষের চাইতে পয়সাওয়ালা মন্দ মানুষের সংখ্যা বেশি।

১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:১০

শূন্য সারমর্ম বলেছেন:


ভালো বলেছেন।

১৪| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫৪

সোনালি কাবিন বলেছেন: ধনী দুই একজনকে হাল্কা পাতলা চিনি, উঠাবসা নাই।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৩৫

শূন্য সারমর্ম বলেছেন:



আপনি ধনী?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.