নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

সরকারী তহবিল থেকে প্রায়ই ৫০ কোটি যাবে।

১৭ ই অক্টোবর, ২০২২ বিকাল ৩:৫০

জনপ্রশাসনের শীর্ষ পর্যায়ের দুটি পদ মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের জন্য বাসভবন করছে সরকার। বাসভবনের চিত্র হবে -

১. ১৮ হাজার বর্গফুট( প্রতি ভবনে ২১ কোটি যাবে)
২. দুসেট সুইমিং পুল ( ৫ কোটি ১০ লাখ)
৩. অগ্নিনির্বাপক ব্যবস্থায় খরচ হবে ১ কোটি ৬৬ লাখ টাকা। বৃষ্টির পানি সংরক্ষণ খাতে খরচ হবে ১৮ লাখ টাকা।
৪. দুটি ভবনের আসবাবের পেছনে খরচ হবে দেড় কোটি টাকা। ২টি ভবনের জন্য ৭টি করে মোট ১৪টি এলইডি
টেলিভিশন কেনা হবে। এতে ব্যয় হবে ৯ লাখ টাকা। সিসিটিভি সিস্টেম কেনা হবে ৩২টি।তাতে খরচ হবে ৬০ লাখ টাকা।
৫. এক হাজার কেজি লিফটে (ইউরোপীয় স্ট্যান্ডার্ড) খরচ ধরা হয়েছে ১ কোটি ৫৫ লাখ টাকা।
৬.বৃষ্টির পানি সংরক্ষণ খাতে খরচ হবে ১৮ লাখ টাকা।


মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সরকারি বাসভবন নির্মাণ’ প্রকল্পটি গণপূর্ত মন্ত্রণালয় থেকে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। প্রকল্পটির ব্যয় ৫০ কোটি টাকার নিচে হওয়ায় পরিকল্পনামন্ত্রী নিজ ক্ষমতাবলে এটি অনুমোদন করতে পারবেন।কথা হলো,পরিকল্পনা কমিশন এ প্রকল্প অনুমোদন দিবে? যেখানে প্রধানমন্ত্রী বলেছেন দুর্ভিক্ষ আসছে। আমলাতন্ত্রের খাত বলে কথা,এটাই সবচেয়ে কার্যকরী ও জনকল্যাণকর প্রকল্প। আপনার কি মনে হয়? বাড়িটি দেড় বছরের মধ্যেই রাজধানীর ইস্কাটন গার্ডেনে নির্মাণ হয়ে যাবে?

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০২২ বিকাল ৪:০০

সোনাগাজী বলেছেন:


এই ২টি পদের মাঝে কোন পদে আপনি চাকুরী করতে চান?

১৭ ই অক্টোবর, ২০২২ রাত ৯:৫০

শূন্য সারমর্ম বলেছেন:


আপনি দিতে পারবেন? তাহলে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব পদে দেন।

২| ১৭ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:০৫

লেখার খাতা বলেছেন: ২০২৩ এ কি হবে সরকার নিজে জানে ?

১৭ ই অক্টোবর, ২০২২ রাত ৯:৫১

শূন্য সারমর্ম বলেছেন:


নির্বাচন হবে, জাতীয় নির্বাচন।

৩| ১৭ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:০৯

শাহ আজিজ বলেছেন: এটাও এক ধরনের দুর্ভিক্ষ , নয় কি ??



এ দুজন সবচে ক্ষমতাধর আমলা ।

১৭ ই অক্টোবর, ২০২২ রাত ৯:৫৩

শূন্য সারমর্ম বলেছেন:


প্রকল্পের কাজ শুরু হয়ে, শেষ হবে ; হয়তো তখনো ব্লগে লিখে যাবো।

৪| ১৭ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:০৫

কামাল৮০ বলেছেন: দেশের টাকা দেশে থাকবে।প্রচার নাকরে এটা করাও ভালো।টেকসই হওয়া চাই।

১৭ ই অক্টোবর, ২০২২ রাত ৯:৫৪

শূন্য সারমর্ম বলেছেন:


দেশের সব টাকা আমলাদের পাতে দিয়ে দি।

৫| ১৭ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:০৬

কামাল৮০ বলেছেন: পাচার

১৭ ই অক্টোবর, ২০২২ রাত ৯:৫৪

শূন্য সারমর্ম বলেছেন:

ঠিক আছে।

৬| ১৭ ই অক্টোবর, ২০২২ রাত ৮:৪৯

আহমেদ জী এস বলেছেন: শূন্য সারমর্ম ,



দুর্ভিক্ষ আসবে তো কি হয়েছে ? পাবলিক মরবে তো মরুক কিন্তু সেজন্যে আমলাদের তো আর সুইমিংপুল বিহীন ভাড়া বাড়ীতে রাখা যায়না! দেশের সম্মান বলে কথা! তেনারা দেশের জন্যে এতো খাঁটুনী খাঁটছেন আর আম পাবলিক তেনাদের জন্যে এটুকু সেক্রিফাইস করতে পারবেনা ????? :|
৫০ কেন লাগলে ১০০ কোটি টাকার অনুমোদন দেয়া হোক, মানি ইজ নো কোয়েশ্চেন!!!!! :D

১৭ ই অক্টোবর, ২০২২ রাত ৯:৫৫

শূন্য সারমর্ম বলেছেন:


প্রকল্প শুরু হোক, কাজ শেষ হলে যেন শ্রীলংকার মত হয় ;তাহলে পুলে গিয়ে সাতার কাটা যাবে।

৭| ১৭ ই অক্টোবর, ২০২২ রাত ৯:৫৫

মোহাম্মদ গোফরান বলেছেন: আজ পত্রিকায় এটা পড়ে সত্যি চিন্তিত।আজ পত্রিকায় এটা পড়ে সত্যি চিন্তিত।

১৭ ই অক্টোবর, ২০২২ রাত ৯:৫৬

শূন্য সারমর্ম বলেছেন:


সমাধান কোথায় এসবের?

৮| ১৭ ই অক্টোবর, ২০২২ রাত ১০:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- এর নাম কি ঘোড়ারোগ?

১৭ ই অক্টোবর, ২০২২ রাত ১০:২৭

শূন্য সারমর্ম বলেছেন:


ঘোড়ারোগের ডেফিনিশন আমি সঠিক জানি না।

৯| ১৮ ই অক্টোবর, ২০২২ সকাল ৮:৫৫

বিটপি বলেছেন: বাস ভবন করতে যা ব্যয় হবে - তার চেয়ে অনেক গুণ বেশি ব্যয় হবে মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিআরটি আর পাতাল রেলের মত অনর্থক প্রজেক্ট বাস্তবায়ন করতে। এগুলোর ব্যাপারে কেউ কোন কথা বলেনা কেন?

১৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:৫৫

শূন্য সারমর্ম বলেছেন:


এগুলো অনর্থক প্রজেক্ট কেন?

১০| ১৮ ই অক্টোবর, ২০২২ সকাল ৯:৪৪

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: লুটের ভাগিদার সবাই দরবেশ । জনগন ল্যাজ গুটিয়ে বসে থাকলে এমনটাই হবে ।

১৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:৫৪

শূন্য সারমর্ম বলেছেন:


বিদেশে ফ্ল্যাট রেডি আছে সম্ভবত।

১১| ১৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:১৭

জুল ভার্ন বলেছেন:

১৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:৫৩

শূন্য সারমর্ম বলেছেন:
৫০% বৃদ্ধি চমৎকার।

১২| ১৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: অথচ এসব করার সময় এখন না।

১৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:৫১

শূন্য সারমর্ম বলেছেন:


এসব করার উপযুক্ত সময় কখনো পাওয়া যাবে না, তাই করছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.