নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

বিশ্বকাপ ট্রফি স্পর্শের জন্য ধীরে ধীরে কাছেই যাচ্ছে দলগুলো!

০৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৩৮






আর্জেন্টিনাকে মেসি কীভাবে মৃত্যুকূপ থেকে ছো মেরে ম্যাচ বের নিয়ে এসেছে মেক্সিকো ম্যাচে আপনারা দেখেছেন। মেসি লাস্ট ম্যাচেও গোল পেলো ১০০০ তম ম্যাচ ছিলো ; সবচেয়ে বড় কথা মেসিকে হাসিখুশি দেখা যাচ্ছে, ভালো অনুভব করছে,যা যেকোনো দলের জন্য খুব বিপদের কথা। নেদারল্যান্ডসের বুড়ো কোচ ও প্লেয়াররা কোনো অঘটনের জন্ম দেয়নি যদি আপনি জায়ান্ট হিসেবে ডাচদের কাউন্ট করেন ; ডাচ ফুটবল বাঙালীরা সম্ভবত পছন্দ করবে না,ওদের ফুটবল সেলেসাওদের হারিয়েছে গত বিশ্বকাপ গুলোতে।

ব্রাজিল ড্রেসিং রুমে মৃদু ঠান্ডা হাওয়া বইছে, নেইমার/দানিলো খেলবে,সান্দ্রো নিয়ে সমস্যা আছে, তবুও পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামবে। লিজেন্ডের গ্যালারীতে দেখা যাচ্ছে, চেয়েছিলাম পেলেও থাকুক ঐখানে,কিন্তু উনি হসপিটাল বেডে।কোরিয়ান ফুটবল দেখা আনন্দের, জীবন দিয়ে দিবে গোলের জন্য ; আরেক এশিয়ান ক্রোয়াটের বিপক্ষে নামছে, গোলে পিছেয়ে থেকে কামব্যাক করে জেতা দল জাপান।জাপান স্টেডিয়াম পরিস্কার করছে আগের মত, এবার দল আরও ভালো অবস্থানে গত বিশ্বকাপের তুলনায়!

চ্যাম্পিয়নদের আসল পরীক্ষা বৃটিশের সাথে, কাল বৃটিশের খেলা দেখে মনে হলো সেনেগাল এসব নিয়ে কোনো পড়াশোনা করেনি, হোমওয়ার্ক করেনি। সেনেগালীজ প্লেয়াররা কি ভাবছে, তা বরং বৃটিশরা আগে ভাবতে পারছে। এমবাপ্পে ফ্যান্সকে এক ডানা আগলে রেখে আকাশে উড়াচ্ছে, ফরাসিরা পগবা/কান্তের অভাব বুঝবে?? নাকি উতড়ে যাবে ভালোমতই বৃটিশের সাথে?

স্পেন ৭ গোলে টুনার্মেন্ট শুরু করার পরও ম্যাক্সিমাম ভাবছে মরক্কো হয়তো জিতে যাবে, এটা স্পেন জানে?? সুইসদের বিশ্বাস নেই,বাজি রাখা যায়।তবে পর্তুগীজ ফুটবল দেখলে মনে হয় রোবটরা খেলছে, ব্যাকরণ মানছে, গোল পাচ্ছে ; আনন্দ পাওয়া যায় না খেলা দেখে
আপনাদের কি মনে হচ্ছে, ফাইনাল খেলবে কোন দুই দল??

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫৩

Imran Khan 017 বলেছেন: ফরাসিদের অবস্থান ভালো। আর আর্জেন্টিনা সেমি ফাইনাল পর্যন্ত ভালোভাবেই যেতে পারবে বলে মনে করি যদিও ব্রাজিলের উপর ভরসা আছে আমার।

০৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫৯

শূন্য সারমর্ম বলেছেন:

বৃটিশরা ভালোমতই ভুগাবে, ইনজুরী সমস্যা নেই। ব্রাজিলের পথ তুলনামূলক সহজ।

২| ০৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫৪

মোহাম্মদ গোফরান বলেছেন: নেদারল্যান্ড এর কাছে জিতলে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে।

০৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:০১

শূন্য সারমর্ম বলেছেন:



ডাচদের হয়তো একটাই সমস্যা তা হলো 'মেসি।

৩| ০৫ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৫

সোনাগাজী বলেছেন:


দেশের মানুষ খেলা নিয়ে ব্যস্ত?

০৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ৯:৫৭

শূন্য সারমর্ম বলেছেন:

লাতিন টিকে আছে মানে বাংলাদেশ জীবিত,উৎসব চলছে দেশে।

৪| ০৫ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫০

জুন বলেছেন: আমার মন বলছে ইংল্যান্ড। ওরা এখন অনেক শক্তিশালী টিম। ট্যোটাল ফুটবল খেলে। কোন নায়ক নির্ভর নয়।

০৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ৯:৫৬

শূন্য সারমর্ম বলেছেন:

গতকাল ইংল্যান্ডের খেলা দেখর চোখের শান্তি পেয়েছি।

৫| ০৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ৯:৫৩

নেওয়াজ আলি বলেছেন: ফাইনালে কে কে খেলবে আপনার ধারনা

০৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ৯:৫৫

শূন্য সারমর্ম বলেছেন:

ব্রাজিল -ইংল্যান্ড মনে হচ্ছে।

৬| ০৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৪৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ব্রাজিল ক্রোয়েশিয়ার সাথে জিতে গেলে সেমিতে প্রতিপক্ষ কে হতে পারে ? এইটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন।
সবাই চায় ব্রাজিল আর্জেন্টিনা মুখোমুখি হোক।

০৭ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৪৪

শূন্য সারমর্ম বলেছেন:


ডাচ বাধায় আর্জেন্টিনা উতড়াবে কিনা বলা কঠিন।

৭| ০৬ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৪

জুল ভার্ন বলেছেন: আমার প্রত্যাশা ছোট দলগুলো ভালো খেলুক। ইউরোপ ল্যাটিন আমেরিকান বলয় থেকে এশিয়া আফ্রিকায় কাপ জিতুক।

০৭ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৪৫

শূন্য সারমর্ম বলেছেন:


ছোট দল ভালো খেলে কোয়ার্টারে গিয়েছে।

৮| ০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:৪৪

রাজীব নুর বলেছেন: বিশ্বকাপ আর্জেন্টিনা জিতুক, আমি সেটাই চাই।

০৯ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:২৩

শূন্য সারমর্ম বলেছেন:


আজ ডাচদের টপকাতে পারলে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.