নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

মেসি আপনার হৃদয়ে স্পর্শ করেছিলো কখনো?

১৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ৩:১৪





এই বিশ্বকাপে মেক্সিকো ম্যাচে আর্জেন্টিনার নিঃশ্বাস নিতে কস্ট হচ্ছিলো প্রায় এক ঘন্টার মত, এত কঠিন ম্যাচ, ফুটবলকে একসময় এত নিষ্ঠুর মনে হচ্ছিলো ; ঠিক তখনি মেসি দেখালো বাঁ পায়ে বলের ভালোবাসা। অলিম্পিকে আর্চার গেমে ঠিক মিডল পয়েন্টে হিট করলে আর্চারের কি ফিল হয় জানি না, জানতে চাইনি কখনো। তবে মেসির ঐ গোল আমার ঠিক হৃদয়ের সেই বিন্দুতে হিট করেছিলো।পরক্ষণেই সেকেন্ড চিন্তা ছিলো ' আর্জেন্টিনা বিশ্বকাপ এবার জিতবেই, হোক এলিয়েনদের সাথে ম্যাচ।

ব্যর্থতার পর ব্যর্থতা! হাল ছেড়ে দেয়া, আবার ফিরে আসা। মেসির আর্জেন্টিনা ক্যারিয়ার পাওলোর সেই আলকেমিস্টের মতই; আজ মনে হয়েছিলো পুরো বিশ্বই যেহেতু চায় মেসি জিতুক, ফুটবল দেবতা মুচকি হেসেই দিয়ে দিবে।তবে ম্যাচে একসময় মেসি থেকে কোমান বল নিয়েই এমবাপ্পের পায়ে দিয়ে যখন জাল নড়িয়ে সমতায় ফিরালো, তখনো মনে হয়নি মেসি আজ হারবে।

ফুটবলে মেসি এত উপরে উঠে গেলো যে, কেউ মাপতে সাহস করবে না! ভালোবাসা দিয়ে আগলে রাখবে বসার জায়গা, আর হ্যা! ম্যারাডোনা আপনি কেনো চলে গিয়েছেন?? এত উপরে বসে খেলা দেখতে ভালো লেগেছে আপনার? আপনি কি মাঠে এসে মেসিকে একটা চুমো খেতে পারতেন না, স্বর্গীয় ব্যাপার দেখতে পেতাম। সমস্যা নেই 'আপনি স্বপ্নযোগে মেসিকে দেখা দিয়েন,ধন্যবাদ পাবার মত কাজ মেসি করে ফেলেছে।

আজ মনে হলো 'ফুটবল দেবতা নিজ হাতে ফাইনালের নাটকের স্ক্রিপ্ট লিখেছে; অন্য সব ম্যাচ হয়তো সাগরেদ দিয়ে করিয়ে নেয়, উনি শেষে একটা যাচাই করে রেজাল্ট দেন।তবে আজ উনি নিজে বসে লিখেছেন, মানুষ দেখেছে, খুশি হয়েছে; মনে রাখার মত দিন পেয়েছে।

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ৩:২৯

জি এইস মেহেদী বলেছেন: ম্যারাডোনা জাহান্নামে আছে সে খেলা কিভাবে দেখবে?

১৯ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:০০

শূন্য সারমর্ম বলেছেন:


আমি বললাম উপরে 'আপনি বললেন জাহান্নামে। উনি আপনাকে স্বপ্নযোগে দেখা দিয়ে সাহায্য চেয়েছে?

২| ১৯ শে ডিসেম্বর, ২০২২ ভোর ৪:০০

ঈশ্বরকণা বলেছেন: দুটো ভিন্ন সময়ের প্লেয়ারদের মধ্যে তুলনা করা সব সময়ই অসুবিধের। কিন্তু তবুও আমার মনে হয় ম্যারাডোনার পরে সেকেন্ড প্লেসটা শূন্য রেখে মেসির জায়গা ছিল তিনে। এখন ম্যারাডোনার পরে সেকেন্ড প্লেসেই হয়তো মেসির নাম সবাই বলবে। আমি বলবো সেই বলাটা হয়তো ঠিকই হবে।

১৯ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:০১

শূন্য সারমর্ম বলেছেন:

এখন দুজন হাত ধরাধরা করে থাকবে ও হাসবে।

৩| ১৯ শে ডিসেম্বর, ২০২২ ভোর ৪:০৪

সোনাগাজী বলেছেন:


আমাদের দেশের মানুষজনকে খুশী খুশী মনে হচ্ছে?

১৯ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:০৩

শূন্য সারমর্ম বলেছেন:


এরকম খুশি বাংলাদেশ আর কখনো হবে বলে মনে হয় না ; রাত ১ টা পর্যন্ত বাইরেই ছিলাম। দেখলাম আনন্দ, উচ্ছাস, ভয়, টেনশন, তারপর বিজয়ী সেলিব্রেশন।

৪| ১৯ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৮:৫০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
২০০২ এর পরের ফুটবল প্রজন্ম হলে সম্ভবত আমি আর্জেন্টিনার সাপোর্টার হতাম। একমাত্র মেসির জন্য।
গতকাল একবারো মনে হয়নি মেসি হারতে এসেছে। আর্জেন্টিনার জালে বল ঢোকার পর মেসির মুখের দিকে তাকালে বুকের ভেতর খারাপ লাগতে ছিল।

আমার ছেলে একটা প্লেয়ারের নাম বলতে পারে। প্রজন্ম এভাবেই ইতিহাস মনে রাখে। পেলে , ম্যারাডোনা কিংবা মেসি।

এমবাপ্পের জন্য খারাপ লাগছে। তবে হ্যা , ওর মধ্যে নতুন একটা ইতিহাস শুরু হয়ে গেলো। একদিন আবার ফুটবলের জয় হবে।



ফুটবলে মেসি এতো উপরে উঠে গেলো যে , কেউ মাপতে সাহস করবে না।

১৯ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:০৮

শূন্য সারমর্ম বলেছেন:

আমি নিজেও ব্রাজিল সাপোর্টার ; এবার ব্রাজিল বাদ যাবার পর, আমি চেয়েছি আর্জেন্টিনাই জিতুক। আপনার ছেলে সম্ভবত মেসির খেলা দেখার সৌভাগ্য পেলো না।

এমবাপ্পে চোখে চোখ রেখে যেভাবে লড়াই করলো, তা সত্যিই অনুপ্রেরণা যোগায়।

৫| ১৯ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৩৪

বিটপি বলেছেন: মেসি আপনার হৃদয়ে স্পর্শ করেছিলো কখনো?
চরমভাবে। এমবাপ্পে যখন দ্বিতীয় গোল করে, ক্যামেরা তখন সরাসরি ফোকাস করে মেসির উপর। সেসময় মেসির চেহারা দেখলে কষ্ট পাবেনা - এমন কোন মানুষের হৃদয় বোধ হয় দুনিয়াতে নেই।

১৯ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:১০

শূন্য সারমর্ম বলেছেন:

সঠিক বলেছেন।

৬| ১৯ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৫২

জুল ভার্ন বলেছেন: মেসি সব সময়ই আমার কাছে এক আবেগ! যেমনটা আছেন ম্যারাডোনা।

১৯ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:১০

শূন্য সারমর্ম বলেছেন:


ফুটবলে মেসি সব পেলো, ভালো লাগলো।

৭| ১৯ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৩৪

রাজীব নুর বলেছেন: মেসিকে আমাদের দেশের মানুষ ভালোবাসে। সেই প্রমান নিশ্চয়ই আপনি পেয়ে গেছেন।

১৯ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫৭

শূন্য সারমর্ম বলেছেন:


অবশ্যই ' মেসিকে এ ভালোবাসা দেখানোর প্রয়োজন আছে।

৮| ১৯ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:০৬

আমি নই বলেছেন: আমার কাছে মেসিই সেরা ছিল সব সময়ই থাকবে। পেলে নিখাদ একজন স্ট্রাইকার, ম্যারাডোনা মাঝমাঠের প্রাণ আর মেসি? স্ট্রাইকার, এ্যাটাকিং মিডফিল্ডার, উইংগার, আক্রমন ভাগের সব পজিশনেই সেরা, ১০০% পরিপুর্ন একজন ফরওয়ার্ড। বছরের পর বছর গোল করেছেন এবং করিয়েছেন। গ্যারি লিনেকারের প্রশ্নের সাথে একমত, এখনো কি সন্দেহ আছে কে সর্বকালের সেরা?

মাঝে মাঝে মেসির মলিন মুখ ছারা সবচাইতে বেশি খারাপ লেগেছে রোনাল্দোর জন্য, এরকম বিদায় সে ডিজার্ভ করেনা।

১৯ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০০

শূন্য সারমর্ম বলেছেন:

বিতর্ক শেষ হয়েছে 'মেসিই সবার উপরে।

৯| ১৯ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৫১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
বিটপি বলেছেন:
এমবাপ্পে যখন দ্বিতীয় গোল করে, ক্যামেরা তখন সরাসরি ফোকাস করে মেসির উপর। সেসময় মেসির চেহারা দেখলে কষ্ট পাবেনা - এমন কোন মানুষের হৃদয় বোধ হয় দুনিয়াতে নেই।

১৯ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০১

শূন্য সারমর্ম বলেছেন:


হৃদয়ের ভূকম্পন হতে বাধ্য।

১০| ১৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:২১

রাজীব নুর বলেছেন: ্মেসি একবার বাংলাদেশে এসেছিলো।
আমি চাই সে আবারও আসুক। বাংলাদেশ ফুটবল উন্নয়নের জন্য কিছু বলুক।

১৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:১৬

শূন্য সারমর্ম বলেছেন:

আসুক, কিছু বলে যাক।ফ্যানদের একটু হায় হ্যালো করে যাক।

১১| ২০ শে ডিসেম্বর, ২০২২ ভোর ৫:৩৪

কামাল১৮ বলেছেন: না

২০ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:২৯

শূন্য সারমর্ম বলেছেন:

ঠিক আছে। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.