নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

ব্লগার দর্শনের অভিজ্ঞতা আরেকটু জানাই।

২২ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৩৯






পর্ব ২

মধ্যরাতের বাসে কুয়াশা ও জ্যাম পেছনে ফেলে যখন দূষিত নগরীর রাজা ঢাকায় পৌছালাম তখন সূর্য মাত্র উকি দিয়ে গা গরম করার আপ্রাণ চেষ্টা করছে। "স্মৃতিকাতরতা " রোগে আক্রান্ত মানুষটা পাওয়া গেলো ঘন্টা খানেক পরেই; মানুষটি "স্বপ্নবাজ সৌরভ "।স্বপ্ন নিয়ে উনি বাজি ধরতে পারে না সম্ভবত,যদিও এ নামের পেছনের কারণ জানতে চাইনি অথচ স্বপ্ন উনাকে ঠিক কেন ঘুমাতে দেয়না প্রয়াত প্রেসিডেন্ট আবদুল কালাম বেঁচে থাকলে ভালো বলতে পারতেন।খুব ছোট কিছুর জন্যই উনি মারা যাবে এসব ভেবেই উনি নিজেকে আকড়ে ফেলে মহাকালের স্মৃতিকাতরতার রহস্যে।

উনার সাথে বিভিন্ন সম্পর্কে চ্যাটিং হতো মাঝেমধ্যে যার ফলে আমার মননে মগজে যে দৃশ্যপট আঁকা ছিলো, সেটার মিল আমি পাইনি প্রথম দর্শনে। উনার বডি ল্যাঙ্গুয়েজ ভিন্ন বার্তা দিচ্ছিলো আমার অবচেতন মনে,উনি হেসেছে, অনেক কিছু জানতে চেয়েছে ; আমি জানতে চেয়েছি ;মুখরোচক পরিবেশ ছিলো অনেকটা।

উনার সাথে আমার কিছু মিল আছে, যা পূর্বেই উনার লেখায় ধরা পড়েছিলো ; তারপর চ্যাটিং 'এ ভাবনার এক্সপেরিমেন্ট টেস্টে ধরা পড়েছে বহুবার।সরাসরি গিয়ে বাইরের দিক দেখে খটকা লাগলেও ভিতরের মানুষ উনার লাস্ট পোস্টের মত মানবী খুজে বেড়ায়,উনার পুর্নজন্মের বিশ্বাস ভালোবাসায় জীবিত করে ও জানালার ফাঁকা জায়গা দিয়ে রোদ আসার অপেক্ষা করে এবং দিন শেষে জীবনের সুখ খুজে বেড়ায় যখন উনার ছেলে গ্রীল ধরে অপেক্ষা করে বাবা বাসায় ফিরে আসার অপেক্ষায়, সেই চমৎকার দৃশ্য।
আপনি সুখী হোন বয়ে বেড়ানো স্মৃতিকাতরতা রোগ নিয়ে,আমি আপনার পেছনেই আসছি। ধন্যবাদ।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:০৬

শায়মা বলেছেন: এই ভাইয়ার সাথে কি সত্যি দেখা হয়েছিলো নাকি স্বপ্নেই।

২২ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৫২

শূন্য সারমর্ম বলেছেন:


সত্যিই।

২| ২২ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৪৬

রাজীব নুর বলেছেন: বাহ খুব ভালো।

২২ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৫২

শূন্য সারমর্ম বলেছেন:

ভালো হলেই হয়।

৩| ২২ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৫৭

সোনাগাজী বলেছেন:



আমি ব্লগার স্বপ্নবাজ সৌরভকে দেখিনি; আপনি দেখেছেন, উনার সাথে কথা বলেছেন, সেটা নিয়ে এই পোষ্ট; আপনার পোষ্ট এত ধোঁয়াশা যে, আমি উহা থেকে স্বপ্নবাজ সম্পর্কে সঠিক কোন ধারণাই পাইনি

২২ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩০

শূন্য সারমর্ম বলেছেন:


দ্বিতীয়বার দেখা হলে 'আপনার জন্য আলাদা করে পোস্ট দেবো।

৪| ২২ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:০৯

নেওয়াজ আলি বলেছেন: আপনি উনাকে পছন্দ করতেন বলেই উনার প্রতি আন্তরিকতার সৃষ্টি।

২২ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:৪৪

শূন্য সারমর্ম বলেছেন:


সঠিক বলেছেন।

৫| ২৩ শে ডিসেম্বর, ২০২২ রাত ১:৩২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
স্বপ্নবাজ সৌরভকে যতটুকু পড়েছেন আজ ততটুকু প্রকাশ করেননি লেখায়। নিশ্চয়ই কোন কারণ আছে।
স্বপ্নবাজ সৌরভ একজন ড্রিমার। দ্য লাস্ট ড্রিমার বলতে পারেন। সুবিশাল বিষন্নতার আড়ালে মারাত্মক রকমের হাসিমুখ খেলা করে। যার সাথে আড্ডা আর কথা বলতে বলতে আচমকা বুকে মোচড় দেবে, চোখ ভিজে উঠবে টেরই পাবেন না। ঘরে ফিরবেন অদ্ভুত বিষন্নতায়। যেই বিষন্নতাকে ভালো বাসতে হবে।

মরতে খারাপ লাগে কেন জানেন?
"এইযে আজ আপনার সাথে কথা হলো, ভবিষ্যতে হয়তো হবে না।"
"একটা দিন শেষ হবার আক্ষেপ যখন সন্ধ্যা অন্ধকারে মিশে যায় তখন মনের মধ্যে হুহু করে।"

কথা গুলো যত সহজে বলেছি, ঠিক ততো সহজেই আপনার চোখ ভিজে উঠেছিল। ভালো থাকবেন।

ব্লগ না থাকলে আপনার সাথে হয়তো দেখা হতো না।

২৩ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৯:২০

শূন্য সারমর্ম বলেছেন:


বিষন্নতায় নেয়া প্রতিটা নিঃশ্বাস আপনাকে সুখী করুক।

৬| ২৩ শে ডিসেম্বর, ২০২২ রাত ১:৩৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
স্বপ্নবাজ সৌরভকে যতটুকু পড়েছেন আজ ততটুকু প্রকাশ করেননি লেখায়। নিশ্চয়ই কোন কারণ আছে।
স্বপ্নবাজ সৌরভ একজন ড্রিমার। দ্য লাস্ট ড্রিমার বলতে পারেন। সুবিশাল বিষন্নতার আড়ালে মারাত্মক রকমের হাসিমুখ খেলা করে। যার সাথে আড্ডা আর কথা বলতে বলতে আচমকা বুকে মোচড় দেবে, চোখ ভিজে উঠবে টেরই পাবেন না। ঘরে ফিরবেন অদ্ভুত বিষন্নতায়। যেই বিষন্নতাকে ভালোবাসতে ইচ্ছা হবে।

মরতে খারাপ লাগে কেন জানেন?
"এইযে আজ আপনার সাথে কথা হলো, ভবিষ্যতে হয়তো হবে না।"
"একটা দিন শেষ হবার আক্ষেপ যখন সন্ধ্যা অন্ধকারে মিশে যায় তখন মনের মধ্যে হুহু করে।"

কথা গুলো যত সহজে বলেছি, ঠিক ততো সহজেই আপনার চোখ ভিজে উঠেছিল। ভালো থাকবেন।

ব্লগ না থাকলে আপনার সাথে হয়তো দেখা হতো না।

২৩ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৯:২৪

শূন্য সারমর্ম বলেছেন:


নিজেকে দূরে কোথাও নিক্ষেপ করা হলেও, বিষন্নতা খুজে বের করে নিজের কাছে এনে রাখে পরম যত্নে।

৭| ২৩ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:১৯

রাজীব নুর বলেছেন: আমি একদিন সামুর সমস্ত ব্লগারদের আমার বাসায় দাওয়াত করবো।

৩১ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:০৯

শূন্য সারমর্ম বলেছেন:


দাওয়াত পেলে আসবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.