নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

এলোমেলো কিছু ভাবনার লিপিবদ্ধকরণ।

০২ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৮





ঢাকা সিটিতে নেয়া প্রতিটি নিশ্বাস আপনাকে ঠিক কিভাবে বাঁচিয়ে রাখছে? নাকি তিলে তিলে নিঃশেষ করে দিচ্ছে। দূষণের নানাবিদ প্রকারভেদের সবকিছুই দৃষ্টিগোচর হবে যদি আপনি ঢাকায় থাকেন।মানুষ ঠিকই বেঁচে আছে , হাসছে, কাদছে, দুরারোগ্য রোগেও ভুগছে, কিন্তু সিঙ্গাপুরের পথে কাদের সাহেব। অন্যদিকে মানবিক মূল্যবোধের অবক্ষয় কোথায় গিয়ে ঠেকেছে তা মিডিয়ায় চোখ রাখলেই বুঝতে পারা যায়।কোটি মানুষের শহরের অনেক উপমা কানে এসেছে বহুবার, ঢাকায় টাকা উড়ে, সেই উড়ন্ত টাকা পকেটে নিতে যে পারছে মুরগী বানাচ্ছে।তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই।পুকুর/সাগর/মহাসাগর চুরি হচ্ছে তুড়িতেই, কোথাও কিছু ভেঙে পড়ছে ক্রমান্বয়ে? টের পাচ্ছেন?


মিডিয়ায় চোখ রাখলে বুঝা যায়, সাংবাদিকতার আঙুল অপেক্ষা করে বিনোদনের বিবাহ বিচ্ছেদ টাইপ করার জন্য ; অন্যদেশে বিবাহই সমাধান, তালেবান ধীরে ধীরে খোলস ছেড়ে বের হচ্ছে,শিক্ষার কোনো ছিটেফোঁটায় যেন নারীর কাছে ঘেষতে না পারে সে ব্যবস্থা নেয়া হয়ে গেলো।আমাদের বাচ্চারা নতুন বই পেয়ে, ঘ্রাণ নেয়া আদিমতায় অংশগ্রহণ করছে। বিনোদনজগতের নায়িকা মাহি নির্বাচন করবে, মনোনয়নপত্র বুকে আগলে রাখতে চাইছে।গত হয়ে যাওয়া বছরে সড়ক দূর্ঘটনায় মারা গিয়েছে প্রায় ১০ হাজার, আপনার কোনো প্রিয়জন এ লিস্টে থাকবে?


দেশের উত্তর জনপদ শীতে কাবু অনেকটা, তাপমাত্রা ৯/১০ সেলসিয়াস 'এ উঠানামা করছে।বিএনপি ঢাকা গরম রাখছে তাই ঢাকার মানুষ শীত বুঝতে পারে না, রঙবেরঙের শীতের কাপড় পড়ে মেট্রোরেলে চড়ছে আগ্রহী। আপনি কেমন আগ্রহী মেট্রোতে চড়তে? কিছুদিন আগে গ্রামে ছিলাম, এক মুরুব্বি হঠাৎ মারা যাওয়াতে মোড়লরা যত তাড়াতাড়ি সম্ভব দাফনকাজ সম্পন্ন করতে চাইছে ; অন্য দিকে পেলের বডি এখনো ফুটবল পিচে শুয়ে আছে।


মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দিন শেষে পরিবারের কাছে ফেরা। দ্রব্যমূল্য নিয়ে চিন্তা। নতুন বছরে বাড়ি ভাড়া নিয়ে চিন্তা। চিন্তা ছাড়া এ দেশের সাধারণ মানুষের অবসর নেই...

০২ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:১৩

শূন্য সারমর্ম বলেছেন:

অবসরভাতা পাওয়া মানুষগুলোও চিন্তা থেকে বের হতে পারছে না মনে হয়।

২| ০২ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:১৫

রাজীব নুর বলেছেন: মিডিয়া মূলত ধান্দাবাজ। তাঁরা চায় ব্যবসা করতে। আর মিডিয়ার মালিক আসলে ভয়াবহ রকমের দূর্নীতিবাজ। মিডিয়া ব্যবসা দিয়ে কালো টাকাকে সাদা বানাচ্ছে।

০২ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:২০

শূন্য সারমর্ম বলেছেন:


চলুন, আমি আপনি সহ কয়েকজন মিডিয়া মালিকের সাথে বসে চা খেতে খেতে কালোটাকার গল্প ফেদে বসি।

৩| ০২ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:১৭

মোহামমদ কামরুজজামান বলেছেন: " কই যাবিরে উসমান,
চারিদিকে আসমান" - ভাই দেশ-বিদেশ কোথাও যাওয়ার জায়গা নেই, নেই শান্তিও।

আর বাতাস!!!!!!!!!!
তাও ঢাকার!!!!!!!!!!!!!

আমাদের দেশ আমেরিকা-ইউরোপ-সিংগাপুর থেকে যোজন যোজন এগিয়ে । আর তাইতো আমাদের ক্ষমতাশীনরা মাঝে মাঝে আমেরিকা-ইউরোপ-সিংগাপুরে যায় তাদের মাঝে অভিজ্ঞতা বিনিময় করতে যাতে করে তারা আমাদের কাতারে সামিল হতে পারে। অথচ, দেশদ্রোহী তথা সরকার বিরোধীরা এতেও নানা রকম ষড়যযন্ত্র করে ও অন্য কিছু খোজে।

আর যেখানে উন্নয়ন, সেখানে লেন-দেন থাকবেই ভাই। লেন-দেন না হলে উন্নয়ন হবে কিভাবে?

০২ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:২৩

শূন্য সারমর্ম বলেছেন:


ইম্যুনিটি মারাত্মক দুর্বল হলে, ঢাকার বাতাসের মৃত্যুকূপের দেখা পাওয়া সহজ হবে।দেশ থেকে উড়াল দিয়ে অন্য দেশ গিয়ে অভিজ্ঞতা বিনিময়ের সময় বিদেশীরা নিশ্চই হাসে।

৪| ০২ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ২:২২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
বাড়ি থেকে ফিরলাম। প্রচন্ড শীত পড়ছে।
পরিচিত অনেকেই গ্রামেই কিছু করতে চাচ্ছে। ছোট্ট একটা চা কফির দোকান , তরকারি বিক্রি।

০২ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৬

শূন্য সারমর্ম বলেছেন:


আমিও কিছুদিন গ্রামে ছিলাম কুমিল্লায়, তবে পড়ছে তবে আপনাদের মতন হয়তো নয়।

৫| ০২ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- দিন কয়েক আগে নাগরিতে গিয়েছিলাম। শীত বেশ ঝাকিয়ে বসেছে সেখানে। ঢাকায় তার ছিটেফোটাও নেই।

০২ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৭

শূন্য সারমর্ম বলেছেন:

আপনার আশ্রমে গিয়ে আগুন জ্বালিয়ে গল্প করতে করতে রাত পার করে দিতে পারলে ভালো হতো।

৬| ০২ রা জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৬

জুল ভার্ন বলেছেন: আপনার এলোমেলো ভাবনাগুলো খুবই অর্থবল।

০২ রা জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:১৩

শূন্য সারমর্ম বলেছেন:


মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৭| ০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ৯:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন: এডজাস্ট হয়ে যাবে।

০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ১০:২১

শূন্য সারমর্ম বলেছেন:


সি্স্টেমের এডজাস্টমেন্ট বড় নির্দয়।

৮| ০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ৯:৪৪

হাসান জামাল গোলাপ বলেছেন: ঢাকার অসুন্দর একদিন ঢাকা পড়বে।

০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ১০:২০

শূন্য সারমর্ম বলেছেন:


ঢাকাকে চেরোনোবিলের মত পরিত্যক্ত ঘোষণা করতে হবে।

৯| ০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ১০:২০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: চলুন, আমি আপনি সহ কয়েকজন মিডিয়া মালিকের সাথে বসে চা খেতে খেতে কালোটাকার গল্প ফেদে বসি।
লাভ নাই। ফলাফল শূন্য হবে।

০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ১০:২১

শূন্য সারমর্ম বলেছেন:


ফলাফল শূণ্য হোক ' আমি এক শুণ্য আপনার সাথে থাকবো, বয়ে বেড়াবো সারমর্ম।

১০| ০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ১১:৩৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: এলো মেলো হলেও আপনার কথার মধ্যে চিন্তার খোরাক আছে।

০৩ রা জানুয়ারি, ২০২৩ রাত ১২:০২

শূন্য সারমর্ম বলেছেন:


অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.