নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

হতাশ মানুষের আকুতি।

০৪ ঠা জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৩




পরিত্যক্ত নগরীর ভীড়ে অমানুষ মানুষের ভান ধরে পিশাচের হাসি দেয়। প্রতারণার শেষ সীমান্তে শিকার পরবর্তীতে প্রতারণার রাজা হয়; প্রতি সেকেন্ডে টাকার কাছে মানুষ বিক্রি হয়,ব্যক্তিত্ব বিক্রি হয়,দেহ বিক্রি হয়। সুখের প্রাইমারী লেভেলের ক্ষতে প্রলেপ পড়ে টাকার ধোয়ায়।পিরামীডের মমী থেকে মুমতাজের কবরের তাজমহল খোলস, চেঙ্গিসের অদৃশ্য কবর, আন্তঃ নগর লাশঘরের বেওয়ারিশ লাশ সুখী হয়নি কখনো,হতে চায়নি।

কর্পোরেটের গন্ধ গায়ে মাখতেই এলিটিসিজম আত্নায় ভর করে,নিষ্ঠুর মানুষ নেকড়ে থেকে হায়না হয়, দল বেধে ব্যক্তিত্ব খুবলে খায়।পরিচিত মুখে অসৎের কালো ছায়া ঠিক মত ঘুমাতে দেয় না,নেশার আশ্রয়ে সুখী হতে চায়।আজ পৃথিবীর সমস্ত অক্সিজেনের মিলিত রুপে আমি ব্যাক্তিত্ববান মানুষ ক্রয় করতে অক্ষম হয়েছি। ক্যাপেটালিজমের বোটকা গন্ধে নেশার বুদ হয়ে পৃথিবী নিশ্বাসহীনতায় ভুগছে।

নগরীর মোড়ে মোড়ে সবাই জয়ী হতে গিয়ে, কেড়ে নেয় মানুষের হৃদয়,মনন ও শ্রদ্ধাবোধ।বহু মানুষ বেঁচে ছিলো অসৎ হয়ে,অর্থ কষ্টে, পৃথিবীর কোনো ভ্রুক্ষেপ ছিলো না।বিলুপ্ত হয়ে যাওয়া ডাইনোসর থেকে প্রতিষ্ঠিত ডারউন তত্ব পৃথিবীকে টলাতে পারেনি।কিছু মানুষ আন্তঃনগর লাশঘরে বন্ধি থাকে আজীবন,কিছু মানুষ শুকুন হয়ে অপেক্ষা করে মৃতদেহ ভক্ষণের মাহেন্দ্রক্ষণের জন্য।হতাশ মানুষের আত্না বিলুপ্ত হয়না ; ভর করে অগণিত জীবিত মানুষের হৃদয়ের কোণায়।দুমড়ে মুচড়ে নিঃশেষ করে দেয় ধীরে ধীরে। একা থেকে একাতর হতে সময় নেয় খুব অল্প।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:৫৬

জুল ভার্ন বলেছেন: চমৎকার লিখেছেন!

০৪ ঠা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২৯

শূন্য সারমর্ম বলেছেন:


ধন্যবাদ পঠন ও মন্তব্যের জন্য।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার লিখেছেন (কপি-পেস্ট করলাম)

০৪ ঠা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২৯

শূন্য সারমর্ম বলেছেন:

অনেক ধন্যবাদ। কপি-পেস্ট করে কি করবেন?

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ রাত ৮:৩৯

কামাল১৮ বলেছেন: কোন চমত্কারিত্বই খুঁজে পেলাম না।লেখা হওয়া দরকার সবার জন্য।যেটা পড়ে সবাই বুঝতে পারে।ভাবনার প্রকাশ হবে সরল।

০৪ ঠা জানুয়ারি, ২০২৩ রাত ৯:১৬

শূন্য সারমর্ম বলেছেন:


চেষ্টা করবো সবার জন্য।

উপরের দুইজন বলেছে চমৎকার, আপনি কিছু খুজে পেলেন না। উনাদের সাথে আপনার পার্থক্য তাহলে কিসে?

৪| ০৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:১৯

সোনাগাজী বলেছেন:



আপনার লেখার ষ্টাইল দেখলে কেমন মংগল গ্রহের বাংগালী বলে মনে হয়!

০৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ২:১৯

শূন্য সারমর্ম বলেছেন:

ইলনের সাথে মেইল চালাচালি হচ্ছে, টুইটারের ম্যানেজমেন্টে পদ পেতে পারি।

৫| ০৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:৩২

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: দারুণ লিখেছেন । বেশ ভালো একটা লিখা পড়লাম ।

০৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ২:১৯

শূন্য সারমর্ম বলেছেন:

বাহ! ভালো বলেছেন। ধন্যবাদ মন্তব্যের জন্য।

৬| ০৫ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৭:৩৫

হাসান জামাল গোলাপ বলেছেন: কাব্যময় গদ্য

০৫ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:৪৬

শূন্য সারমর্ম বলেছেন:

ধন্যবাদ।

৭| ০৫ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৩

রাজীব নুর বলেছেন: আমি একটা লেখা লিখব। সেটার নাম দিবো- হতাশ মানুষের মিনতি।

০৫ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:৪৭

শূন্য সারমর্ম বলেছেন:


জলদি লিখেন, পড়ে দেখি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.