নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

মৃত্যুর মুখ থেকে ফিরে আসার মানুষের অভিজ্ঞতা শুনেছেন??

১৮ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৪০




মৃত্যু এখন পর্যন্ত চিরন্তন সত্য হিসেবে কাউন্ট করা হচ্ছে, ভবিষ্যৎ পৃথিবী মৃত্যুকে জয় করতে পারলেও তা আমরা দেখে যেতে পারবো না, এটা নিশ্চিত। ঠিক কবে নাগাদ এসব হবে কিনা অথবা আদৌ হবে কিনা বলা কঠিন। তবে মৃত্যুমুখ থেকে বেঁচে আসা মানুষের অভিজ্ঞতা বলা কঠিন ব্যাপার নয়।

আমি অনলাইনে বিভিন্ন ডকুমেন্টারি দেখেছিলাম অনেক আগে, ঐখানের এক ডকুমেন্টারির এক পর্বে এমন ব্যাক্তিদের নিয়ে আসা হয়েছিলো, যারা বেঁচে ফিরেছে - যেমন: একজন কায়াকিং করতে গিয়ে স্রোতে আটকে খেই হারিয়ে ডুবে যেতে থাকে, একসময় ফিল করে অদৃশ্য এক জগৎে চলে যাচ্ছে, আলোর চমৎকার বিচ্ছুরণ,উনার পৃথিবীতে ফিরে আসার কোনো ইচ্ছা কাজ করছিলো না মায়ার জন্য, ভাগ্যক্রমে অন্যের সহায়তায় ২০/২৫ মিনিট পর উদ্ধার করে বাঁচানো সম্ভব হয়। অন্য একজন মৃত্যুর সাথে হাত মিলিয়ে ফেলেছিলো কন্সট্রাকশনের কাজ করতে গিয়ে দূর্ঘটনায় , তখন একটা সুর কানে আসতে থাকে, পরে বেঁচে ফিরে পিয়ানো বাজানো শিখেছিলো সেই মৃত্যু মুহূর্তে সুরের প্রেম,ভালোবাসায়। ভবিষ্যৎ দেখতে পেয়েছিলো একজন ; মূলত সবার অভিজ্ঞতার সারমর্ম একই ছিলো যে, অদ্ভুত মায়া, ভালোবাসা ও আলোর মাধ্যমেই অন্য জগৎে পদার্পন, নেই কোনো ভয়, ভীতি বিভীষিকা।

উপরের প্যারায় বিদেশী মৃত্যুর অভিজ্ঞতা, আমাদের দেশীয় মৃত্যুর ভাবনা কেমন ছিলো, আমার জানামতে কেউ ছিলো না এভাবে মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছিলো, বা আমার হাতের উপর মৃত্যুবরণ করেছে এমন কেউ নেই।তবে একবার আমি পানিতে ডুবতে ডুবতে বেঁচে যাই, অন্তিম মূর্হতে প্যানিক এট্যাকে যখন ভেবে ফেলেছিলাম মারা যেতে পারি, তখন বেঁচে ফিরি।ভালো লাগা কাজ করেছিলো এ ভাবনায় যে, এ যাত্রায় বেঁচে ফিরেছি। আপনার এমন কিছু 'Near Death Experience " মগজে প্রসেস করা থাকলে, জানাতে পারেন, বিদেশিদের সাথে মিলাবো।


মন্তব্য ৩৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:০০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ওরকম মৃত্যু অভিজ্ঞতা হয়নি আল্লাহর রহমতে। তবে কয়েকবার ঘুমের মধ্যে অস্বাভাবিক স্বপ্নে বোবায় ধরেছিল যাকে বলে sleep paralysis, তখন স্বপ্ন থেকে ফেরত আসলে অন্যরকম ভাল লাগত। আমার খালি মনে হয় NDE-তে যেই পড়ুক, তার শেষ মুহূর্ত পর্যন্ত মনে হবে এ যাত্রায় বেঁচে যাবে। আপনি যেগুলো শেয়ার করেছেন, সেগুলো হল, পানির মধ্যে ডুবতে গিয়ে জ্ঞান হারানো কিংবা কোমায় থাকা অবস্থার অনুভূতি। ঐ অনুভূতি মনে হয় না নিজের কন্ট্রোলে থাকে। এ রহস্য সহসা সমাধান হবে না...

১৮ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:১১

শূন্য সারমর্ম বলেছেন:


স্লিপ প্যারালাইসিস হয়েছিলো আমারও।

২| ১৮ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৪

অধীতি বলেছেন: তথ্যচিত্রটা আমিও দেখেছিলাম, সম্ভবত ডিস্কোভারি চ্যানেলের হবে। মৃত্যুকে জয় করতে পারলে অসাধ্য সাধন-ই হবে বলা যায়।

১৮ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৯

শূন্য সারমর্ম বলেছেন:


জ্বী ' ডিসকভারি চ্যানেলের। ভবিষ্যৎ 'এ বেঁচে থাকার জন্য প্রযুক্তিকে কাজে লাগানোর চেষ্টা চলছে।

৩| ১৮ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪২

চারাগাছ বলেছেন:

অনেক নবজাতক মৃত্যুর মুখ থেকে ফিরে আসে। তাদের জবানবন্দি পাওয়া যাবে কি ?
পরবর্তীতে তাদের সাইকোলজিতে কিরূপ প্রভাব ফেলে ? গবেষণা হয়েছে কখনো ?

১৮ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:০২

শূন্য সারমর্ম বলেছেন:


এটা ভালো পয়েন্ট।

৪| ১৮ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৩৩

জুল ভার্ন বলেছেন: তেমন অভিজ্ঞতা আছে কিন্তু প্রকাশ করা যাচ্ছেনা.....

১৮ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৪৩

শূন্য সারমর্ম বলেছেন:


কেন?

৫| ১৮ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:১৪

অনল চৌধুরী বলেছেন: মৃত্যু মুহূর্তে সুরের প্রেম,ভালোবাসায়। ভবিষ্যৎ দেখতে পেয়েছিলো একজন ; মূলত সবার অভিজ্ঞতার সারমর্ম একই ছিলো যে, অদ্ভুত মায়া, ভালোবাসা ও আলোর মাধ্যমেই অন্য জগৎে পদার্পন, নেই কোনো ভয়, ভীতি বিভীষিকা। এগুলি সব বানোয়াট কথা।
প্রকৃতপক্ষে মৃত্যু পথযাতারীদের ভিডিওতে তাদের যে অভিব্যক্তি দেখা যায়, সেট খুবই ভয়ংকর।
মনে হয় , বিকট চেহারার যমদূত যাদের প্রাণ নেয়ার জন্য আসাতেই তারা আতংকিত।
আমি জীবনে অনেকবার মৃত্যৃর মুখোমুখি হয়েছি । কিন্ত আনন্দিত হওয়ার সময় পাইনি।

১৮ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:২০

শূন্য সারমর্ম বলেছেন:


অনেকবার মৃত্যুর মুখোমুখি মানে??

৬| ১৮ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:২৫

অনল চৌধুরী বলেছেন: সাতার কাটতে গিয়ে এলাকার পুকুর আর রমনাউদ্যানের হ্রদে পানিতে ডোবা, অসুস্থতা, হামলা..........

১৮ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪৭

শূন্য সারমর্ম বলেছেন:


জল্লাদ দেখেছিলেন?

৭| ১৮ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪২

সোনাগাজী বলেছেন:




যখনি কোন অভিজ্ঞতার কথা আসে, দেখা যায় যে, ব্লগার "জুল ভার্নের" সেই অভিজ্ঞতা আছে, সেটা হোক মংগল গ্রহে যাওয়া, খোদার সাথে সাক্ষাৎ কিংবা মৃত্যুর মুখ থেকে ফিরে আসা; উনাকে চেপে ধরেন, উনার অভিজ্ঞতাটা শোনার দরকার।

১৮ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪৮

শূন্য সারমর্ম বলেছেন:


উনি প্রকাশ করতে চাচ্ছে না, আপনার বোধহয় তেমন কিছু নেই।

৮| ১৮ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৩

নেওয়াজ আলি বলেছেন: মঙ্গল গ্রহে যাওয়ার অভিজ্ঞতা শূনতে হবে :D

১৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৫৪

শূন্য সারমর্ম বলেছেন:


আগে ইলন যাক মঙ্গলে।

৯| ১৮ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৬

অনল চৌধুরী বলেছেন: মানুষরুপী কিছু জল্লাদ দেখেছি যারা আমার সাথে শত্রুতা করে চরম ক্ষতি করেছিলো।
পরে আমি আরো বড় জল্লাদ হয়ে তাদের কয়েকটাকে পৃথিবী ছাড়া করেছি।
আরো কয়েকটা করার পথে ....

১৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৫৩

শূন্য সারমর্ম বলেছেন:

বাহ!! আপনার কাছে মনে হয় মিথ হারা মানানো গল্প আছে

১০| ১৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৫৩

জুল ভার্ন বলেছেন: আমার আরও অভিজ্ঞতা আছে যা তার ঘরের মানুষের জানা.....

১৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৫৩

শূন্য সারমর্ম বলেছেন:


আমাদের জানাবেন না মনে হচ্ছে।

১১| ১৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:০৫

কামাল১৮ বলেছেন: আমি ৭১ সালে কয়েক বার পাক আর্মির সামনা সামনি হয়েছিলাম।তারা আমাকে সন্দেহও করেছিলো কিন্তু ব্চেগেছি।

১৯ শে জানুয়ারি, ২০২৩ রাত ১২:০৪

শূন্য সারমর্ম বলেছেন:


প্যানিক এট্যাক হয়নি?

১২| ১৯ শে জানুয়ারি, ২০২৩ রাত ১২:২১

িসজার বলেছেন: আমার অভিজ্ঞতা ছিলো বরফঘন রাস্তায় গাড়ি পিছলে খাদের কিনারায় চলে যাওয়া! সেদিন বুঝে ছিলাম মৃত্যু শুধু কিছু মুহূর্তের ব্যাপার মাত্র!

১৯ শে জানুয়ারি, ২০২৩ রাত ১২:৪৬

শূন্য সারমর্ম বলেছেন:


ভয়ানক অভিজ্ঞতা।

১৩| ১৯ শে জানুয়ারি, ২০২৩ ভোর ৫:১০

অনল চৌধুরী বলেছেন: আমি নিজে এবং আমার পুরো জীবনটাই পূরাণ এবং মহাকাব্যর ঘটনা ও চরিত্রকে হার মানিয়ে দেয়ার মতো।
ব্লগের লেখা ‍ুলি পড়লে কিছু জানতে পারবেন।

১৯ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৩৯

শূন্য সারমর্ম বলেছেন:

আচ্ছা, পড়ে দেখবো।

১৪| ১৯ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:২১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমার কাছ থেকে শুনতে পারেন সেই অভিজ্ঞতা।

১৯ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৩৯

শূন্য সারমর্ম বলেছেন:

বলুন।

১৫| ১৯ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৮

রাজীব নুর বলেছেন: হ্যাঁ এরকম অভিজ্ঞতা আমার তিনটা আছে।
নিশ্চিত মৃত্যু থেকে বেঁচে ফিরেছি। এরপর আমার আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে।

১৯ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩২

শূন্য সারমর্ম বলেছেন:

এক অভিজ্ঞতা।

১৬| ১৯ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:২১

রাজীব নুর বলেছেন: ভাবছি সেই অভিজ্ঞতা গুলো লিখে ফেললে কেমন হয়!!?

১৯ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩১

শূন্য সারমর্ম বলেছেন:


লিখুন,পড়ি।

১৭| ১৯ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মৃত্যুর কাছ থেকে ফিরে আসা বেশিরভাগ মানুষই বলে তারা আলোর সুরঙ্গ দিয়ে চলে যাচ্ছে এই জাতীয় কিছু।

১৯ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:২৫

শূন্য সারমর্ম বলেছেন:


আলোর কানেকশন নিশ্চই আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.