নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

২ থেকে ৩ ডিজিট \'মানে পোস্ট সংখ্যা ১০০ তে পৌছাল।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:৩০





বেশিরভাগ নীল সবুজ রং মিলিয়ে ব্লগের চেহারা, ব্লগ বুড়ো হয়েছে কিনা ব্লগ কখনো বলতে পারবে না, ব্লগ শিক্ষিত নয়, লিখতে পারে না। ব্লগে লিখছেন আমি, আপনি আরও কিছু শিক্ষিত মানুষ।ভিজিটররা শুধু দেখে যান, কোনো টু-শব্দ নেই। আক্ষেপ নিয়ে সোনালী যুগ খুজে ফিরেন ব্লগে, আমার ব্লগিং আয়ুস্কাল বেশিদিন হয়নি, তাই বুঝতে পারিনা। তবে এটা নিয়ে ব্লগে ক্যাচাল হয়, এক পক্ষ অন্যপক্ষে কাদার মত করে সোনা ছুড়ে মেরে বলে 'এই দেখেন সোনালী যুগের নমুনা।

ব্লগের প্রতি টান মাপার যন্ত্র আবিষ্কার দরকার ছিল;বয়স হয়েছে ব্লগে সময় বেশি থাকেন, ব্যানের পর ব্যান খেয়ে টিকে আছেন,এদিক সেদিক তাকিয়ে দেখেন উনার মত কেউ নেই ; এটা দেখে উনি কি ভাবছেন উনার টান সবচেয়ে বেশি ব্লগের প্রতি? জানি না। বিদেশে থেকে বাংলাদেশের গন্ধ পান ব্লগে ডুকে ;দেশের অনেকে আজকের দিনটি নিজের কোন ইমোশনাল স্টেজে আছে তা প্রকাশ করেন পোস্ট করে। অনেকে টান ব্যস্ততায় কনভার্ট হয়ে যায়,ব্লগের সোনার মালিকরা জাকারবার্গের দরজায় নক নিয়ে দেখেছে অনেক সাড়া পায়,তাই নৌকা ঐখানে ভিড়িয়েছে।

তবে ব্লগের চমৎকার টান বুঝা গিয়েছে মৃত্যু সংবাদ শোনার পর, দেখা নেই,জানা নেই ;হারিয়ে গিয়েছে। পার্থক্য শুধু ছিলো আমরা লেখা পাবো না, তবুও অদ্ভুত মায়া কাজ করেছে। উনারা নিশ্চই অনেক উপর থেকে ব্লগে নজর দিলে দেখবেন, ব্লগ বিভিন্ন রঙচঙা ব্লকে ভাগ করা, ঐখানে নাকি ক্যাচালের প্রাকটিস চলে এখনো।
এই তো হাবিযাবি লিখে ১০০ পূর্ণ করলাম,দেখি ব্লগে টান আমায় খোচা মেরে রেখে দিতে বাধ্য করবে কিনা, শুণ্য ভারতবর্ষের আবিস্কার, আর্যভট্রকে ধন্যবাদ দিতে হবে,সাথে যোগ করেছি পদ্যের থেকে বুঝে নিয়ে লিখতে পারা "সারমর্ম। এ থেকেই শূণ্য সারমর্ম, তবে এটাতে সারাংশ রাগ করতে পারে,তাই পরে নাম নেবো "শুন্য সারাংশ।



মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ২:০৭

সোনাগাজী বলেছেন:



আপনি ছাত্র অবস্হায় ব্লগিং শুরু করেছেন; শিক্ষালয়গুলো সম্পর্কে লিখুন।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:২৭

শূন্য সারমর্ম বলেছেন:

,চেষ্টা করবো।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৩:০৪

কামাল১৮ বলেছেন: নাম দিয়া কাম নাই,গুনদিয়া বুঝতে হবে চারা গাছ বীষবৃক্ষ হবে নাকি ফলদায়ক বৃক্ষ হবে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:২৮

শূন্য সারমর্ম বলেছেন:

আমি কোনদিকে যাচ্ছি?

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৪:২৩

সেলিম আনোয়ার বলেছেন: হ্যাপি ব্লগিং শুভকামনা।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:২৯

শূন্য সারমর্ম বলেছেন:


অনেক ধন্যবাদ।

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:২১

শেরজা তপন বলেছেন: আপনি দারুন স্ট্রাইক রেটে অতি দ্রুত সেঞ্চুরি পূর্ণ করেছেন- অভিনন্দন আপনাকে

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:৩০

শূন্য সারমর্ম বলেছেন:
ধন্যবাদ।

স্ট্রাইট রেট কত হতে পারে ?

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:৩২

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার পোস্টের সংখ্যা ৪ ডিজিটে পৌঁছাক এই কামনা করছি। অভিনন্দন ব্লগারদের উদ্দেশ্যে ১০০ পোস্ট করার জন্য।

ব্লগ সমাজের প্রতিচ্ছবি তাই সমাজের কিছু অনাচার এখানেও দেখা যাবে এটাই স্বাভাবিক। এগুলি নিয়েই চলতে হবে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:৫৭

শূন্য সারমর্ম বলেছেন:

সবকিছু মিলিয়ে ব্লগ চলছে, চলবে।ধন্যবাদ শুভকামনার জন্য।

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:২৬

চারাগাছ বলেছেন:
অভিনন্দন। লিখতে থাকুন। অনেকে তো লিখতেই পারে না। লিখার ক্ষেত্রে কোয়ালিটি কোয়ান্টিটি কোন ব্যাপার মনে করি না।
ব্লগে আপনার মনের একটা অংশের ভাবের প্রকাশ হচ্ছে। মানুষ পড়ছে।
এটা মন্দ নয়।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪২

শূন্য সারমর্ম বলেছেন:

অ,আ,ক,খ শিখেছি, তাই টুকটাক লিখি।

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৫০

চারাগাছ বলেছেন:
এই ব্লগে কি আপনাকে প্রভাবিত করেছে ?
লেখার প্রেরণা দিয়েছে ?
নিয়মিত তার লেখা পড়িয়েছে ?
লেখায় , চিন্তায় ?
কখনো কি মনে হয়েছে তাদের নিয়ে লিখি ?

আপনার প্রতিটি পোস্টে নির্দিষ্ট একটা ভাবনার উপর ভিত্তি করে লিখে থাকেন। সেই ভাবনা বিষয়ক প্রশ্নটা আপনি ব্লগারদের মধ্যে ছড়িয়ে দেন। ব্লগাররা ভাবে , মন্তব্য করে। সেক্ষেত্রে নিজেকে লেখাকে মূল্যায়ন করেছেন কখনো ?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৩

শূন্য সারমর্ম বলেছেন:

প্রশ্নের সমাহার!

নিজের ভাবনায় প্রশ্ন জুড়ে দিয়ে ব্লগারদের সাথে মিলিয়ে দেখি, কোথাও কোনো সমস্যা আছে কিনা।

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৫৮

জুল ভার্ন বলেছেন: শততম থেকে সহস্র হবে।
আপনার ভালো লেখা পড়ে আমি আরও বেশী সমৃদ্ধ হতে চাই।

শুভ কামনা নিরন্তর।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪১

শূন্য সারমর্ম বলেছেন:


ধন্যবাদ ও শুভকামনা রইলো।

৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩১

রাজীব নুর বলেছেন: ব্লগে দুইজন ব্লগার আছেন, তাঁরা সব সময় ব্লগে আছেন। বিপদে আপদে সুখে দুঃখে। সব ব্লগারেরা যদি এই দুজন ব্লগারের মতো হতে পারেন, তাহলে সামু হয়ে যাবে একদম হিট।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৪২

শূন্য সারমর্ম বলেছেন:

প্রেডিকশনবিদ্যা ভালো শিখেছেন।

১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:০৩

নেওয়াজ আলি বলেছেন: আপনার জন্য শুভকামনা ও শুভেচ্ছা

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:১৪

শূন্য সারমর্ম বলেছেন:

ধন্যবাদ ও শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.