নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

ঢাকায় থাকেন কারা?

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৩




ব্লগে দেখছি রানুবিদ্যা ফোকাসে আসছে মহাজাগতিকের কল্যাণে ; এসব কি পাখি কাঠঠোকরার ঠোকর বিদ্যার ন্যায় কিছু? উনারা কিছু লিখলো সবাই যার যেমন অস্ত্র আছে তা নিয়ে ঝাপিয়ে পড়লো মুক্তিযুদ্ধের মত,উপর থেকে দেখার মত দৃশ্য ।ব্লগের অনেকেই কপিরাইটিং সেশন শেষ করলো, ঢাকার কপিরাইট অফিসে কেউ চাকুরী করেছে নাকি।চাকুরী এখন সর্ব্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা ভার্সিটিরও দরকার হয় না, সূর্য্যকে অবসরে পাঠান সন্ধ্যায় দেখবেন উনারা নিজ নিজ রাজ্যে চুরি,ছিনতাই,ডাকাতী করে অট্রহাসি দিচ্ছে।জাহাঙ্গীরনগর ভার্সিটির এম্বুল্যান্সে মাদক খেলা করে,হেরে গিয়ে প্রাণ দিতে হয় কাউকে।ঢাকা নামক ভাগাড় শহরে শহীদ মিনারে শুধু মলমুত্র ত্যাগ করা বাকি রেখেছে মানুষ জুলভার্নে এটা নিয়ে আক্ষেপ করেছে দেখলাম ,এ শহরে মানুষ বেঁচে আছে, নাকি আয়ু কমাচ্ছে তা বের করা কঠিন।

তুর্কি সিরিয়া মিলিয়ে ৫০ হাজার মারা গিয়েছে, মানুষের ইমোশনের একটা লেভেল ঐখানে বিরাজ করছে। মানুষ প্রকৃতির কাছে অসহায় হয়ে পড়ছে, তুর্কি কেঁপে উঠার পরপরই ঢাকার বিদ্বানরা নড়েচড়ে বসেছে, ভূমিকম্পে আমাদের হেন হলে তেন হবে, টেকটোনিক প্লেট হ্যালো বলছে ;অবকাঠামো উঠছে চিপায় চাপায়, কারও কোনো বিকার নেই।কিছুদিন আগে রাস্তা দিয়ে দিন হেটে যাবার সময় চোখে পড়লো ফায়ার সার্ভিসের ট্রেনিং,মানুষ দাড়িয়ে ট্রেনিং দেখছে, মজা পাচ্ছে। অন্যদিকে ঢাকার কোথাও কেমিক্যাল গোডাউনে উত্তাপ বাড়ছে,ট্রেনিং যারা করছে বা করাচ্ছে উনারা জানছে না যে, আমার গাড়ি ঐ গলিতে ঢুকবে না, পানি এতদূর যাবে না।

কিছুদিন আগে এক আত্নীয় সরকারী চাকুরী পেয়েছে ২০ তম গ্রেডে, উনার আচরণে আমূল পরিবর্তন দেখা গিয়েছে যা হয়তো বিপ্লবেও সম্ভব হতো না।উনি উনার পরিচিত সবাইকে একই প্যান্ডেলে এনে বলতে চেয়েছে ' আমি সরকারী চাকুরীজীবি, আমাকে সমীহ করবে। এবং আমি চাই তোমরাও সরকারী চাকুরী পাও। ঢাকার পাবলিক ট্রান্সপোর্টে বহু জ্ঞান সাধকের দেখা মেলে, ঐ দিন দেখলাম একজন পেছনে বসে দুই/চারটি কথা বললো জোরে জোরে, হেলপারকে কথা শোনালো, তারপর দেখা গেলো উনার দল বড় হয়েছে 'উনি একটু পর পর বলতে লাগলেন 'এই যে দেখেন অনাচার,এই পাপাচার,কিয়ামতের প্রস্তুতি নেন। চমৎকার কমউনিকেশন স্কিল।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৩

জুল ভার্ন বলেছেন: বৃটিশ আমলে সরকারী চাকুরিজীবিদের বলাহতো 'সার্ভেন্ট'! অর্থাৎ পাব্লিকের চাকর। আবার রাজভৃত্যও বলা হতো। এই প্রথা অনেক দেশে চালু থাকলেও বর্তমান বাংলাদেশে সরকারী চাকুরিজীবিরা হচ্ছেন- পাব্লিক ঠ্যাকানোর সরকারের আন্যতম লাঠিয়াল।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:১৩

শূন্য সারমর্ম বলেছেন:


দয়া করে আমাকে একটা সরকারী চাকুরী দিতে পারবেন?? পারলে দেন।

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৩৩

চারাগাছ বলেছেন:
বাংলাদেশের অবস্থান ভারতীয় টেকটোনিক প্লেটে।
মানুষ জন খুব ভাবছে এখন।
বিজ্ঞানীরা কবে পূর্বাভাস দিতে পারবে ?

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫৫

শূন্য সারমর্ম বলেছেন:


মানুষজন যা ভাবছে তা কোনো কাজে আসার কথা নয় ;বিজ্ঞানীরা যা ভাবছে ও বুঝার চেষ্টা করছে তা কাজে আসবে তবে সময় লাগবে। বিজ্ঞানীররা নিশ্চই চায় না যে যে ল্যাবে রিসার্চ করবে সে ল্যাব কম্পনে নষ্ট হয়ে যাক।

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৩৭

সোনাগাজী বলেছেন:



খবর নিয়ে দেখুন, সরকারী চাকুরী পেতে লোকটি কত লাখ টাকা ঘুষ দিয়েছে!

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫৭

শূন্য সারমর্ম বলেছেন:

২০ তম গ্রেড তাই বেশি লাগেনি, মধ্যবিত্তরা এদিক সেদিক তাকালেই এ ঘুষ দিতে পারবে।

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমি মনে হয় ঢাকায় থাকি।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩২

শূন্য সারমর্ম বলেছেন:

ঢাকায় কোথায়?

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:২৫

নেওয়াজ আলি বলেছেন: সরকারী চাকরী হলো লাখ লাখ টাকায় সোনার হরিণ ধরা।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৫৯

শূন্য সারমর্ম বলেছেন:

সোনার হরিণ ধরতে চাই, ব্যবস্থা করে দেন।

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:৪৩

জ্যাক স্মিথ বলেছেন: ঢাকায় ভুমিকম্প হলে যে কি হবে!! বিষয়টা ভাবতেই আমি আঁতকে উঠি।
কেউ নতুন সরকারি চাকরী পেলে তার ধারে কাছে যেতে নেই।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:১৩

শূন্য সারমর্ম বলেছেন:

আমাদের দূষিত নগরীর যেকোনো এক সিটি কর্পোরেশনে একটু কাপলেই লাখখানেক শেষ হবে মনে হয়। ব্যাপারটা হচ্ছে গাছে বড়ই বেশি হলে একটু ঝাকাতেই টপাটপ পড়ে যায়।

সরকারী চাকুরি করতে ইচ্ছুক,ব্যবস্থা করতে পারবেন?

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:১৮

রাজীব নুর বলেছেন: প্রথম লাইনটা সত্য নয়।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:০০

শূন্য সারমর্ম বলেছেন:


১ লাইন সত্য না হলে সমস্যা নেই,বাকিগুলো কেমন চলছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.