নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

মায়ের /ভাবনায় সন্তানের ভবিষ্যৎ যা ধরা পড়ে, তাই বাস্তব রুপ নেয়?

০৫ ই মার্চ, ২০২৩ দুপুর ১:০৩

"





মা'দের ভাবনায় সন্তানের জন্য যা থাকে, তা বেশিরভাগ সময় উপকারীই হয়। মায়েরা বুঝতে পারে সন্তানের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, মা 'নিজে কতটুকৃ কন্ট্রোল করতে পারছে বা চাচ্ছে। মা'দের ভাবনার ভ্যারিয়েশন অনেক কিছুর উপর নির্ভর করলেও, সন্তানের ভালো দিকটা ভাবে বেশি, এটা সত্য। সন্তান নিয়ে ভাবনার কয়েকটা দিক হলো : যেমন- নিজের ভাবনায় সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ ধরা পড়লে, সন্তানের ভালোর জন্য নিজে সবকিছু কন্ট্রোল (শিক্ষা,পরিবেশ) করে, সন্তানকে ঐ পর্যায়ে নিয়ে যাওয়া।অন্যদিকে, নিজে বিশ্বাস করেন আমার সন্তান পারবে ঐ লেভেলে যেতে, কিন্তু চাইলেও সবকিছু কন্ট্রোল করতে পারেন না।


আজ পত্রিকায় এক জীবন সংগ্রাম পড়লাম, ব্যাপারটা হলো অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার]’ কারণে এক শিশুর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়, মনোবিদগণ প্রডিক্ট করেন, এই ছেলে সমবয়সীদের তুলনায় বুদ্ধি/জ্ঞানে ১০/১২ বছর পিছিয়ে থাকবে, কিন্তু মায়ের বিশ্বাস ছিলো, এমন কিছু হচ্ছে না। আমার ছেলে ঠিকই একদিন আমার মুখে হাসি ফোটাবে। এমনকি ১৮ বছর পর্যন্ত ছেলেটি লিখতেই পারতো না, পরে জীবনের রোলারকোস্টারে চেপে ১৯৮৫ থেকে শুরু করে ২০২৩ সালে এসে কেম্ব্রিজে শিক্ষকতা শুরু করে,তবে লেখিকা রোলারকোস্টারের দিকটা ভালোমত তুলে আনেননি।।আমরা টুকটাক হয়তো জানি এডিসন ও মাইকেল জর্ডানের জীবনে মায়ের ভূমিকা। অনেক ফুটবলারের জীবনীতে এমন কিছুর প্রভাব থাকতে পারে,সাহিত্যে মায়েদের স্থান রয়েছে যেমন -গোর্কির মা। উনারা নিজেরাই পরে বুঝতে পেরেছিলেন, মায়ের ঐদিনের বিশ্বাস এ জায়গায় আসতে মুখ্য ভূমিকা পালন করেছে। সব কিছু ঠিক আছে, উনারা বিখ্যাত হয়েছিলেন বিধায় মায়ের বিশ্বাস ও ভাবনায় সন্তানের ভবিষ্যৎ দর্শন 'আমাদের ফোকাসে রেখেছে,মনোযোগ কেড়েছে।


বিখ্যাত বিভ্রাট বাদ দিলেও গতানুগতিক মায়েরা সন্তান জন্ম দেবার পর, সন্তান নিয়ে যা ভাবে তা সত্যিই হতে আপনি কতটুকু দেখেছেন? মা / সন্তান নিয়ে উচ্চধারণা পোষণ করলো, সন্তান ঐ জায়গায় পৌছালো ঠিকই সময়ের ব্যবধানে অথবা মা ভাবলো সন্তানটা বোধহয় গেলো বিফলে, হ্যা সন্তান তাই হলো। আমার দিকটা বলতে গেলে, আজ পত্রিকার সেই আর্টিক্যাল পড়ার পর মনে হলো, আমি মনে হয় এখনো আমার মায়ের ভাবনার বলয়ের বাইরে যেতে পারি নি, যতই পন্ডিত হই না কেন।








মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৩৯

সোনাগাজী বলেছেন:



আমাদের মতো অশিক্ষিত ও গরীব সমাজে বরাবরই বাবার ইচ্ছানুসারে সন্তানের গড়ে উঠা নির্ভর করে।

০৫ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৫৭

শূন্য সারমর্ম বলেছেন:

সঠিক।বাবাদের ইচ্ছায় মায়ের ভাবনাও নিয়ন্ত্রিত হয়।

২| ০৫ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
গতানুগতিক মায়েরা সন্তান জন্ম দেবার পর, সন্তান নিয়ে যা ভাবে তা সত্যিই হতে আপনি কতটুকু দেখেছেন?
আমার মনে হয় .....

০৫ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৫৪

শূন্য সারমর্ম বলেছেন:



কিছু বলতে চান?

৩| ০৫ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:২৮

করুণাধারা বলেছেন: সন্তান নিয়ে সব মায়েদেরই স্বপ্ন থাকে, কিন্তু সকলের স্বপ্ন পূরণ হয় না। স্বপ্ন পূরণ হয়েছে, এবং স্বপ্ন পূরণ হয়নি, এই দুই ধরনের মায়েদেরই আমার দেখা আছে।

০৫ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৫৫

শূন্য সারমর্ম বলেছেন:

স্বপ্ন দেখা থেকে শেষ পর্যন্ত মায়েদের প্রেডিকশন মিলতে দেখেছেন?

৪| ০৫ ই মার্চ, ২০২৩ রাত ৮:২৭

কামাল১৮ বলেছেন: নিজেকে তা হলে পন্ডিত ভাবতে শুরু করেছেন।তা কোন কোন বিষয়ে পন্ডিত নাকি সর্ব বিষয়ে।

০৫ ই মার্চ, ২০২৩ রাত ৯:২২

শূন্য সারমর্ম বলেছেন:


পন্ডিত শব্দটা ব্যবহার করেছি কারণ, বিভিন্ন বিষয়ে বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে মাকে বিভিন্ন কিছু বুঝাতাম বা মা 'জানতে চাইতো এজন্য।

৫| ০৫ ই মার্চ, ২০২৩ রাত ৮:৩৮

কামাল১৮ বলেছেন:


উইকিপিডিয়া বলছে,
পণ্ডিত (সংস্কৃত: पण्डित) হলেন বিশেষ জ্ঞান সম্পন্ন ব্যক্তি বা হিন্দুধর্মের জ্ঞানের ক্ষেত্র যেমন বৈদিক শাস্ত্র, ধর্ম বা হিন্দু দর্শনের শিক্ষক।[১] ঔপনিবেশিক যুগের সাহিত্যে, শব্দটি সাধারণত হিন্দু আইনে বিশেষ ব্রাহ্মণদের বোঝায়।[২] বর্তমানে, শব্দটি সঙ্গীতের মতো অন্যান্য বিষয়ের বিশেষজ্ঞদের জন্য ব্যবহৃত হয়।[৩

০৫ ই মার্চ, ২০২৩ রাত ৯:২৩

শূন্য সারমর্ম বলেছেন:


উইকিপিডিয়া জানে না, আমার ও আমার মায়ের সম্পর্ক; জানলে ডেফিনিশনে পরিবর্তন আসতো।

৬| ০৬ ই মার্চ, ২০২৩ রাত ১০:৪৩

রাজীব নুর বলেছেন: ছেলেমেয়ে সুস্থ ও সুন্দর করে বড় করতে হলে বাবা মা দুজনের সমান ভূমিকার প্রয়োজন।

০৬ ই মার্চ, ২০২৩ রাত ১১:৫৪

শূন্য সারমর্ম বলেছেন:


ভূমিকায় উনিশ/বিশ থাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.