নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

মাজার পছন্দ করা মানুষের বিশ্বাস দৃঢ় হয়?

১৩ ই মার্চ, ২০২৩ বিকাল ৪:৫১










উপমহাদেশে ইসলামের আগমন ঘটেছে পীর/আউলিয়ার হাত ধরে, তাই উনাদের প্রাধান্য এদেশে আগে থেকেও ছিলো, এখনো আছে।লালসালুর মজিদ থেকে গত হয়ে যাওয়া দেওয়ানবাগীর তুলনা করলে দেখা যাবে, বাগী সাহেব উন্নতির গ্রাফ মজিদ থেকে উপরে।পীর ব্যবসায় সফলতার স্পর্শ সবাই হয়তো পায় না। আমি কিছু মুরীদের কারণে একজন জীবন্ত পীরকে চিনি,মুরীদের ভাষ্যমতে:উনি অন্ধকারে আগরবাতির ধোয়ায় অলৌকিক কিছু করতে পারেন, অলৌকিক বলতে যীশুর মত অন্ধকে আলো ফিরিয়ে দেয়ার মত নয়। ভবিষ্যৎ দেখতে পান, সেই অনুযায়ী সতর্ক করেন। উনি সবকিছুই পারেন, কিন্তু উনার স্ত্রী উনাকে ছেড়ে চলে গেছে, পরিবার টিকাতে পারেনি, তাই পা ব্যাথা করলে মহিলা মুরিদ দিয়ে টিপিয়ে নেয়।একদিন উনার কাছের একজন মুরীদের প্রধান উপার্জনক্ষম ব্যাক্তি দূর্ঘটনায় মারা যায়,ফলে ধীরে ধীরে উনার উপর বিশ্বাস উঠে যায় ও বলতে থাকে উনি কেনো আমাকে আগে জানায়নি। কয়েকমাস পর দেখা গেলো,উনি সেই মুরীদের বাড়ি গিয়ে দেশী মুরগী দিয়ে ভাত খেয়ে বিশ্বাস আগের জায়গায় ফিরিয়ে আনলো।কিন্তু বউ ফিরিয়ে আনা গেলো না।


তরীকত পন্থিরা নিজের একটু উপরে ভাবে, কারণ আশপাশ সব শরীয়ত নিয়ে ব্যস্ত।তরীকতপন্থীরা উপরে ভাবার কারণেই বোধ হয় দূরত্ব কমে আসছে, সংঘর্ষ দেখেছি কিছুদিন আগে পন্চগড়ে,এটা ভবিষ্যৎ 'এ বাড়তেই থাকবে সম্ভবত।তরীকত থেকে হাকিকত হয়ে মারেফত গিয়ে পৌছালে ব্যবসার চেম্বার খুলে বসা হয়, কিছু সাকসেস রেট খুব কম।।মিডিয়ার ফাঁস করে দেবার কল্যাণে কিছু প্রতিষ্ঠিত করা হয় না,সবাই ভাবতে থাকে আগে সহী পীর/আউলিয়া ছিলো, এখন তা নেই। তাই সবার ভরসা বড়পীর,আজমীর,নেজামউদ্দীনের দরবার। দরিদ্র ঘরে জন্ম নেয়া মমতাজ একসময় পালাগানের আসর জমাতো,পরে টাকা পয়সার কাছাকাছি আসায় ঐ পথ থেকে একটু সরে এসে র‍্যাপার দিয়ে "লোকাল বাস 'গেয়ে উঠে।বলিউডের এক মুভিতে দেখেছিলাম,গানের জন্য পরিবারচ্যুত হবার পর নিজামউদ্দীনের মাজারে গিয়ে জলসার ঝলক দেখিয়ে, দেশের সেরা গায়ক হয়েছে। কিন্তু, বাস্তবে দেখা যায় পরিবারচ্যুত হয়ে আমাদের জেমস চট্রগ্রামের স্টেশন রোডের মেসে থেকে সংগ্রাম করে আজকের অবস্থায় এসেছে।



শরীয়ত মানে ইসলামের ভেতর থাকা মানুষগুলো ধর্ম বিশ্বাস দূর্বল হয়, ধর্ম ছেড়ে দেয়, আইডোলজীতে ঝুলে জংগী হয়,ইসলাম নিয়ে গবেষণা করে পছন্দের পণ্থি(সালাফী,ওয়াহাবী,সুন্নি, শিয়া) ডুকে পড়ে। অন্যদিকে আপনারা কখনো দেখেছেন তরীকতপন্থীরা বা মাজারের বিশ্বাসপূজারী লোকজন ঐ বিশ্বাস থেকে সরে এসে ভিন্ন জীবনযাপন করছে? সবাই নিশ্চই মমতাজের পথ খুজে পায় না; হয়তো এদেশে স্টিফেন হকিং জন্মালে উনার রোগ ধরা পড়ার পর উনি শাহজালাল/পরাণের দরবারে বাকি জীবন কাটিয়ে দিতো;বিগ ব্যাং অন্য কেউ লিখতো।


মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:০৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ইসলামে অন্য ধর্মের মত স্রষ্টার আনুকূল্য পাওয়ার জন্য পাদ্রী, পুরোহিত, ভিক্ষু ধরতে হয় না। সরাসরি নিজেই আল্লাহর কাছে চাওয়া যায়। যারা এটা না করে শর্টকাটে ফলাফল পেতে চায় তারা পীর ধরে, মাজারের দেয়ালে ফুল ঘষাঘষি করে, কচ্ছপরে খাওয়ায়...

১৩ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:২২

শূন্য সারমর্ম বলেছেন:


শর্টকাট ভাইরাস গ্লোবালী সমস্যা মনে হয়।

২| ১৩ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:১৫

নতুন বলেছেন: যারা জ্ঞান অর্জন করতে পারেনাই তাদের কাছে বাটপারেরা ভারী ভারী কথা বলে তাদের মাথায় কাঠাল ভেঙ্গে খায়।

পীরের দরবারে টাকা পয়শা দেওয়া বর্তমানে মানুষ কমিয়ে দিয়েছে।

১৩ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:২০

শূন্য সারমর্ম বলেছেন:


কমিয়ে দিয়েছে, একেবারে ছেড়ে দেয়নি নিশ্চই।

৩| ১৩ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:২২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- শিরনামে কি একটি বেশী হয়েছে?

১৩ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:২২

শূন্য সারমর্ম বলেছেন:

জ্বী 'ঠিক করে দিচ্ছি। শিরোনামেই কেনো পড়ে আছেন,পোস্ট কেমন হয়েছে বলেন।

৪| ১৩ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:৪৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আজ ব্লগে সুফি মতবাদ নিয়ে পড়লাম।

১৩ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:২১

শূন্য সারমর্ম বলেছেন:

কার পোস্ট? কাদিয়ানী?

৫| ১৩ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৫১

কামাল১৮ বলেছেন: চর্ম নাই চর্ম আছেদের নিয়ে কিছু বললেন না।এরা কোন পন্থি।

১৩ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:২০

শূন্য সারমর্ম বলেছেন:


হেফাজত,চরমোনাই এনারা শরীয়তের মগডাল থেকে বেড়ে উঠা শাখা-প্রশাখা।

৬| ১৩ ই মার্চ, ২০২৩ রাত ১০:৩০

সোনাগাজী বলেছেন:



আপনি কোন শ্রেণীতে পড়ার সময় জেনেছেন যে, মুসলামনাদের মাঝে বিভক্তি আছে: শিয়া, সুন্নী, ওয়াহাবী, কাদিয়ানি?

১৩ ই মার্চ, ২০২৩ রাত ১০:৪৩

শূন্য সারমর্ম বলেছেন:

সপ্তম।

৭| ১৩ ই মার্চ, ২০২৩ রাত ১১:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
শিরোনামেই কেনো পড়ে আছেন,পোস্ট কেমন হয়েছে বলেন।
ধর্ম সম্পর্কিত পোস্টে আমি সাধারণত মন্তব্য করি না। তবে মাঝে মাঝে লিখতে ইচ্ছে করে। হয়তো কখনো লিখবো।

১৩ ই মার্চ, ২০২৩ রাত ১১:১৬

শূন্য সারমর্ম বলেছেন:

লিখুন।

৮| ১৩ ই মার্চ, ২০২৩ রাত ১১:১৬

রাজীব নুর বলেছেন: প্রাচীন কবর গুলো আমাকে খুব টানে।

১৩ ই মার্চ, ২০২৩ রাত ১১:১৭

শূন্য সারমর্ম বলেছেন:


কি ভেবে টানে?

৯| ১৪ ই মার্চ, ২০২৩ ভোর ৫:১৭

হাসান কালবৈশাখী বলেছেন:

উপমহাদেশে ইসলামের আগমন ঘটেছিল সুফিবাদের দ্বারা।
তথা পীর দরবেশদের মাধ্যমে।

কিন্তু মধ্যপ্রাচ্যভিত্তিক সালাফি জামাতি ব্রাদারহুড ভিত্তিক কট্টরপন্থিরা পির দরবেশ ভিত্তিক সূফীবাদীদের দেখতে পারেনা। মূলত ভিন্ন মতাবলম্বীদের ঘৃনা করে।
একমাত্র সালাফি জামাতিরাই ভিন্ন মতাবলম্বীদের মসজিদে বাড়ি ঘরে হামলা চালায়।

১৪ ই মার্চ, ২০২৩ সকাল ১০:২৩

শূন্য সারমর্ম বলেছেন:

জ্বী, আমি এটাই বলতে চেয়েছি।

১০| ১৪ ই মার্চ, ২০২৩ ভোর ৬:৫৫

হাসান কালবৈশাখী বলেছেন:
ইসলামের শুরুতেই ইসলাম ধর্মে শিয়া সুন্নি ইত্যাদি ভাবে বিভক্তি ছিল।
এমনকি রসুল (স) বেচে থাকতেও ৭২ ভাগে বিভক্ত ছিল।
বেশিরভাগ বিভক্ত গোষ্টি সহনশীল, একে অন্যের উপর হামলা করে না। ঘ্নৃনা ছড়ায় না।
মধ্যপ্রাচ্যভিত্তিক সালাফি জামাতি আলকায়দা ব্রাদারহুড ভিত্তিক কট্টরপন্থিরা, ভিন্ন মতাবলম্বি মুসলিমদের ঘৃনা করে পির দরবেশ ভিত্তিক সূফীবাদীদের দেখতে পারেনা। জামাতিরা মূলত ভিন্ন ধর্মি ও মুসলিম মতাবলম্বীদের ঘৃনা করে।
পাকিস্তান আমলেই গণহত্যা শীয়া হত্যা সহিংসতার কারনে জামাত নেতা মওদুদির ফাঁসির রায় হয়েছিল। জামাতকে দুইবার নিষিদ্ধ করা হয়েছিল। ব্রাদারহুডরা মধ্যপ্রাচ্যে কোথাও প্রকাশ্যে রাজনীতি করতে পারে না।
একমাত্র সালাফি ওহাবি জামাতিরাই ভিন্ন মতাবলম্বীদের মসজিদে মাজারে বোমা মারে বাড়ি ঘরে হামলা চালায়।
উপমহাদেশে ইসলামের আগমন ঘটেছিল সুফিবাদের দ্বারা। তথা পীর দরবেশদের মাধ্যমে। এরা শান্তি পন্থি কখনোই ঘৃনা ছড়ায় নি, বাড়ীঘড়ে আগুন দেয় নি।

১৪ ই মার্চ, ২০২৩ সকাল ১০:৩১

শূন্য সারমর্ম বলেছেন:


সুফীবাদ আমার ভালো লাগে 'রুমীর লেখা কয়েকটা পড়েছি, তারপর পরিচিত উগ্রপন্থীদের সাথে মিলিয়েছি, বুঝতে পেরেছি।

১১| ১৪ ই মার্চ, ২০২৩ সকাল ৭:৫৫

সোনাগাজী বলেছেন:


আপী ৭ম শ্রেনীতে জেনেছেন, আমি ৬ষ্ঠ শ্রেনীতে, ভুয়া নাকি "ঢাকা ইউনিভার্সিতে" পড়ার সময়ও জানতো না; এদের দিয়ে কি হবে!

১৪ ই মার্চ, ২০২৩ সকাল ১০:২৭

শূন্য সারমর্ম বলেছেন:


অযথা এত টেনশনে যাবার কিছু নেই উনার নিকের সাথে কর্মকান্ড মিলতে পারে, আপনার স্বাস্থ্যের কি খবর?

১২| ১৪ ই মার্চ, ২০২৩ দুপুর ২:০২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনার এই পোস্টে প্রেক্ষিতে সুফিবাদের কথা বললাম। অনেকটাই হাসান কালবৈশাখী বলেছেন।
এই উপমহাদেশে ইসলাম ধর্ম সম্প্রসারণ করেছেন সুফীগণ। আমিও এটাই মন করি। জানিনা , জানার ভুল আছে কিনা।

এবার অন্য কথাতে আসি -

হযরত হুসাইন মনসুর হাল্লাজ (রহ:) ধ্যান মগ্ন অবস্থায় বললেন , আনাল হক ! আমিই পরম সত্য !
রটনা হলো , আমিই আল্লাহ !
হাল্লাজ নিজেকে খোদা দাবি করছেন।
হাল্লাজ কে কাফির ঘোষণা করা হয়। মৃত্যুদন্ড দেয়া হয়। মৃত্যুদন্ড বর্ণনা করবো না। উনার যখন পা কেটে নেয়া হয় তখন উনি বলেছিলেন , আমার এক পা জান্নাদের দিকে। তােমাদের ক্ষমতা থাকলে সে পা কেটে নাও দেখি!

মাওলানা রুমি বলেছিলেন ,
মনসুর আল-হাল্লাজ আমিই খোদা বলেছিলেন খোদার সামনে নিজের আমিত্বকে মিটাবার জন্য , আর ফেরাউন আমিই খোদা বলেছিলো নিজের আমিত্বের সামনে খোদা কে মিটাবার জন্য।

শাসকগণ একবারো হাল্লাজ এর কোন ব্যাখ্যা গ্রহণ করেননি। তার অস্বাভাবিক অবস্থা বিবেচনা করেনি।


মনসুর হাজ্জাজ কে নিয়ে লালন শাহ বলেন -

আমি কি তাই জানলে সাধন সিদ্ধি হয়।
আমি কথার অর্থ ভাবি,আমি তো সে আমি নয়।।
অনন্ত শহরে বাজারে
আমি আমি শব্দ করে
আমার আমি চিনতে নারে,
বেদ পড়ি পাগলের প্রায়।।
মনসুর হল্লাজ ফকির সে তো
বলেছিল আমি সত্য
সই হল সাঁইর আইন মত,
সবাই কি জানতে পাই।।
কমবে জনে বা জনে আল্লা
সাঁইর হুকুম আমি হেল্লা
লালন তেমনি কেটো মোল্লা,
ভেদ না বুঝে গোল বাধায়।।

১৪ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:৩৯

শূন্য সারমর্ম বলেছেন:


হাল্লাজের কথা জানি, কিন্তু কেউ পরে ভয়ে উনার পথ অনুসরণ করতে চায়নি মনে হয়।

১৩| ১৪ ই মার্চ, ২০২৩ দুপুর ২:০৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনার এই পোস্টে প্রেক্ষিতে সুফিবাদের কথা বললাম। অনেকটাই হাসান কালবৈশাখী বলেছেন।
এই উপমহাদেশে ইসলাম ধর্ম সম্প্রসারণ করেছেন সুফীগণ। আমিও এটাই মন করি। জানিনা , জানার ভুল আছে কিনা।

এবার অন্য কথাতে আসি -

হযরত হুসাইন মনসুর হাল্লাজ (রহ:) ধ্যান মগ্ন অবস্থায় বললেন , আনাল হক ! আমিই পরম সত্য !
রটনা হলো , আমিই আল্লাহ !
হাল্লাজ নিজেকে খোদা দাবি করছেন।
হাল্লাজ কে কাফির ঘোষণা করা হয়। মৃত্যুদন্ড দেয়া হয়। মৃত্যুদন্ড বর্ণনা করবো না। উনার যখন পা কেটে নেয়া হয় তখন উনি বলেছিলেন , আমার এক পা জান্নাদের দিকে। তােমাদের ক্ষমতা থাকলে সে পা কেটে নাও দেখি!

মাওলানা রুমি বলেছিলেন ,
মনসুর আল-হাল্লাজ আমিই খোদা বলেছিলেন খোদার সামনে নিজের আমিত্বকে মিটাবার জন্য , আর ফেরাউন আমিই খোদা বলেছিলো নিজের আমিত্বের সামনে খোদা কে মিটাবার জন্য।

শাসকগণ একবারো হাল্লাজ এর কোন ব্যাখ্যা গ্রহণ করেননি। তার অস্বাভাবিক অবস্থা বিবেচনা করেনি।


মনসুর হাজ্জাজ কে নিয়ে লালন শাহ বলেন -

আমি কি তাই জানলে সাধন সিদ্ধি হয়।
আমি কথার অর্থ ভাবি,আমি তো সে আমি নয়।।
অনন্ত শহরে বাজারে
আমি আমি শব্দ করে
আমার আমি চিনতে নারে,
বেদ পড়ি পাগলের প্রায়।।
মনসুর হল্লাজ ফকির সে তো
বলেছিল আমি সত্য
সই হল সাঁইর আইন মত,
সবাই কি জানতে পাই।।
কমবে জনে বা জনে আল্লা
সাঁইর হুকুম আমি হেল্লা
লালন তেমনি কেটো মোল্লা,
ভেদ না বুঝে গোল বাধায়।।





আমি কী তাই জানলে সাধন সিদ্ধ হয়
আমি কী তাই জানলে সাধন সিদ্ধ হয় ।
আমি কথার অর্থ ভারি আমাতে আর আমি নাই ।।

অনন্ত শহর বাজারে
আমি আমি শব্দ করে
আমার আমি চিনতে নারে
বেদ পড়ি পাগলের প্রায় ।।

মনসুর হাল্লাজ ফকির সেতো
বলেছিল আমি সত্য
সই প’লো সাঁইর আইন মতো
শরায় কি তার মর্ম পায় ।।

কুমবে এখনি কুমবে এজনিল্লা
সাঁইর হুকুম দুই আমি হিল্লা
লালন তেমনি কেটো মোল্লা
ভেদ না বুঝে গোল বাধায় ।।

১৪ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:৪১

শূন্য সারমর্ম বলেছেন:


লালন সাই মনসুরকে পছন্দ করবে, এটাই স্বাভাবিক। কমেন্টটা পোস্ট আকারে দেখা গেলে মনে হয় খারাপ হতো না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.