নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

কিমের কোরিয়া নাকি তালেবানের আফগান।

১৮ ই মার্চ, ২০২৩ রাত ১২:২৭







দেশ হিসেবে বাঙালীরা আফগানকে কিছুটা এগিয়ে রাখবে ধর্মের ভিত্তিতে কারণ আসছে রমজান,তালেবান ও আমরাই রোজা রাখবো,অন্যদিকে আমেরিকান বিদ্বেষ কাজ করলে কিমের টেবিলে থাকা মিসাইলের সুইচ আপনি পছন্দ করতে পারেন। যাই হোক দেশ দুটো বর্তমান সভ্যতার মাপকাঠিতে কোথায় অবস্থান করছে, বলা যাচ্ছে না,তবে পেছনে এটা নিশ্চিত।


ইউটিউবে কিছু ভিডিও চোখে পড়লো, নর্থ কোরিয়া থেকে পালিয়ে আসা এক মেয়ে জীবন হাতে নিয়ে বহু কস্টে বর্তমানে আমেরিকা অবস্থান করছে।বিভিন্ন ইন্টারভিউ নেয়া হচ্ছে : কোরিয়ার জীবনের বিভীষিকা টুকটাক জানা যাচ্ছে, যেমন - যে দেশে কোরিয়ার এম্বাসী আছে মেয়েটি ঐ দেশে আশেপাশে যেতে ভয় পায়, কারণ কিম প্রশাসন নাকি মাত্র ৫০০ ডলারে লোক ভাড়া করবে মেনে ফেলার জন্য। আপনার বাসায় আগুন লাগলে, আপনার বাচ্চাকে বাঁচানোর আগে আপনাকে কিম/কিমের বাবার ছবি আগে বাঁচাতে হবে; কোরিয়ার ডিকশনারিতে "বিপ্লব " ও রোমান্টিক ভালোবাসা "বলে কিছু নেই, যা আছে সব কিমের বাবার প্রতি ভালোবাসা। মেয়ে হয়ে জন্মালে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে কিমের মনোরন্জনের অংশীদার হতে হবে, ছেলে হলে মিলিটারী। ভুল, অন্যায় যাই করেন কিমের ডেফিনিশনে পড়লে আপনি শুধু একা ভোগ করবে না, করবে দুই/তিন জেনারেশন। হিটলারের টর্চার সেল থেকে কিমের টর্চার সেল আধুনিকায়ন চোখে পড়বে।

এ তো গেলো, কিমের কোরিয়া! তালেবানের হাতের আফগানের কি দশা ; খাদ্যের অভাবে মেয়ে বিক্রি হতে শুনেছিলাম, বিক্রি বেড়েছে নাকি খাদ্য বেড়েছে। নারী শিক্ষা বাদ দেয়া হয়েছে, ডিভোর্সে থাকা নারীদের বাধ্য করা হচ্ছে স্বামীর ঘরে ফিরে যেতে। সংবাদপত্রের স্বাধীনতায় কিমের যে প্রভাব, তালেবানের ঠিক তেমন নেই। আফিম চাষে মনোযোগ কমিয়েছে কারণ তা নাকি শরীয়া আইনে বাধা দেয়।


আফগান পরিবারে জন্ম নেয়া প্রতিটি মেয়ে, কিমের দেশে জন্ম নেয়া মেয়েদের অবস্থা ভয়াবহ রকমের; নেই কোনো জীবন, আছে শুধু নরক।আমাদের দেশের গুলো ভালো আছে ' টিকটক করছে, পশ্চিম কালচার লালনে ব্রতী দেখা যাচ্ছে,মেডিক্যালে টিকছে, প্রীতি ম্যাডাম তো "জন্ম ও যোনির ইতিহাস বই লিখে ফেলছে। আপনার কাছে দুটি অপশনে উপরের দুটি দেশ থাকলে, আপনি আপনার সন্তানকে কোথায় জন্ম দিবেন?

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০২৩ রাত ১:০০

কামাল১৮ বলেছেন: বাংলাদেশ থেকে হাজার হাজার লোক নৌকা ভিষায় ইউরোপ যায় তাদের থেকে ভালো আছে।আধা সাগরে মারা যায় আধা পারে উঠতে পারে।
এতোগুলো নিষাধাক্ষা নিয়ে আমেরিকার সাথে চেলেঞ্জ দিয়ে টিকে যে আছে এটাই অনেক বড় কাজ।দুই কোরিয়া এক হলে পৃথিবীর বৃহত শক্তির একটা হবে কোরিয়া।

১৮ ই মার্চ, ২০২৩ রাত ২:২৯

শূন্য সারমর্ম বলেছেন:



দেশে নৌকা ভিসা বন্ধ করলে যদি দুই কোরিয়া মিলে যেতো, তাহলে ভালো হতো।

২| ১৮ ই মার্চ, ২০২৩ রাত ১:০৩

কামাল১৮ বলেছেন: আফগানে যেটা হয় এটার মহিমা হলো ইসলাম।যে কোন দেশের অবস্থা এমন হবে ইসলামের মহিমা ভর করলে।

১৮ ই মার্চ, ২০২৩ রাত ২:৩০

শূন্য সারমর্ম বলেছেন:

ভর ' ব্যাপারটা সবসময় নেভেটিভ হিেবে মার্কিং হয়। যদিনা ফিজিসিস্টের হাতে পড়ে।

৩| ১৮ ই মার্চ, ২০২৩ রাত ১:১০

সোনাগাজী বলেছেন:



নর্থ কোরিয়ায় সমস্যা আছে; তবে, যতটুকু বলা হচ্ছে, ততটুকু থাকলে কারা টেকনোজীতে কাজ করছে, কারা মিসাইল বানাচ্ছে, সামরিক সরন্জাম বানাচ্ছে? ওখানে মেয়েরা কাজ করছে, পড়ালেখা করছে, শিক্ষিত মানুষ উপবাস থাকে না।

১৮ ই মার্চ, ২০২৩ রাত ২:৩২

শূন্য সারমর্ম বলেছেন:

কিম কবে কিভাবে মারা পড়বে বলেন।

৪| ১৮ ই মার্চ, ২০২৩ রাত ১:৫৫

জ্যাক স্মিথ বলেছেন: কিমের নামে অনেক কিছু শোনা যায় অনলাইনে, এর কতটুকু সত্য কতটুকু মিথ্যা বলা মুশকিল। তবে সে অত্যাচারী একজন শাসাক এ ব্যাপারে কোন সন্দেহ নেই। আমিও কোরিয়ান এক মেয়ের লোমহর্ষক বক্তব্য শুনেছিলাম।

১৮ ই মার্চ, ২০২৩ রাত ২:৩২

শূন্য সারমর্ম বলেছেন:


আপনার শোনা কোরিয়ান মেয়ের সাথে আমারটাও মিলে যেতে পারে।

৫| ১৮ ই মার্চ, ২০২৩ দুপুর ১২:০৬

গেঁয়ো ভূত বলেছেন: বর্তমানে আফগানিস্তানের যে অবস্থা তার জন্য আমেরিকার দায় কতখানি?

১৮ ই মার্চ, ২০২৩ দুপুর ২:২৫

শূন্য সারমর্ম বলেছেন:


মোড়লদের দায় মেপে কেউ ব্যবস্থা নিতে পারে না।

৬| ১৮ ই মার্চ, ২০২৩ দুপুর ১:৩২

রাজীব নুর বলেছেন: কিম এর চেয়ে ট্রাম্প এর চিন্তা ভাবনা উন্নত।

১৮ ই মার্চ, ২০২৩ দুপুর ২:২৪

শূন্য সারমর্ম বলেছেন:


কিম থেকে উন্নত হওয়াটাই স্কাভাবিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.