নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

আপনার জীবনে বন্ধুর প্রভাব কেমন?

০৪ ঠা এপ্রিল, ২০২৩ রাত ১:৫২









কিছু ডাটা দেই : যে মানুষের কোনো কাছের বন্ধু নেই সেই মানুষটি প্রতিদিন ১৫/২০ টা সিগারেট খায়, এটা স্পেশালী ছেলেদের বেলায় ; ১৯৯০ সালের দিকে শতকরা ৩ ভাগ মানুষ বলতো 'আমার কেউ নেই মানে কাছের কোনো বন্ধু। ২০২০ সালে শতকরা তা ১৫ ভাগে এসে ঠেকেছে।করোনা মহামারীর আগমনে এই সম্পর্কে কিছুটা ভাটা পড়েছে, সবচেয়ে বেশি ভাটায় ছিলো মেয়েদের বেলায়,গড়ে নতুন বন্ধুত্ব তেমন গড়ে উঠেনি,আগের গুলো টিকেনি বহুবিদ কারনে। যদিও বন্ধুত্বপূর্ণ সম্পর্কেের বেলায় মেয়েদের রোল সবসময় জটিল ছিলো, আপনি হয়তো ভাবতেও পারেন মেয়েরা এমন কেন? বন্ধুত্বের ডেফিনিশন ওরা জানে না নাকি।


ডেফিনিশন পরিবর্তন করার দায়িত্ব এখন টেকনোলজির হাতে, সোস্যাল নেটওয়ার্কের মাধ্যমে টাচ করলেই বন্ধু পাওয়া যায়, যার ম্যাক্সিমাম দরকারী কোনো সম্পর্কের মাঝে পড়ে না; এটার ইনফ্লুয়েন্সে মানুষ একা থেকে একাতর হচ্ছে,যদিও এটা সমাধান সহসা হবে না ; জুকারবার্গকে রাজনীতিবিদদের সামনে বসে সওয়াল-জওয়াব করতে দিলেও। টেকনোলজির মাধ্যমে বন্ধু না বানানো মানুষগুলো হয়তো তিরস্কার করবে এ জাতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য।


মানুষ সামাজিক জীব বিধায় আদিম কালের মানুষ এ সম্পর্কে যা জানতো, আমি আপনি হয়তো ওদের সাথে ডিবেটে জিতে যাবো, কারণ ভালো জানি বুঝি।বর্তমানে পড়াশোনার খাতিরে,কর্মের খাতিরে,জানাশোনোর খাতিরে,ভিন্ন জায়গায় পাড়ি দিয়ে প্রয়োজনীয় হেল্পের খাতিরে যাদের সাথে সম্পর্ক গড়ে উঠে তাদের "বন্ধু' বলা হয়, যা বলতে পারেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।এ সম্পর্কটা একটু অন্যধরনের হয়, দেয়া-নেয়া নেই,আবদার নেই,চাপ নেই,সাহায্যের হাতও থাকে, খুনাখুনিও থাকে। জীবনের একটা সময় ভালো/খারাপ সময় কাটানো; এটা হচ্ছে গতানুগতিক ভাবনা।


মানুষের ব্যাক্তিত্ববোধের ধরণ অনুযায়ী বন্ধুশ্রেনী গড়ে উঠে যা একটা পরে গিয়ে বুঝতে পারা যায়, ভাবনায় মিল, আচরণে মিল,কর্মকান্ডে মিল। দেশের মানূষের কাছে এখনো নস্টালজিক মোমেন্ট হলো স্কুলের বন্ধুরা, বাদ বাকি সব ভুয়া, স্বার্থান্ধ। ইন্ট্রোভার্ট মানুষদের বন্ধুত্বের সার্কেল খুব ছোট থাকতে পারে, কিন্তু তা কার্যকরী হতে পারে। আপনার জীবনে এমন বন্ধু আছে নাকি কেউ, যা গর্বের সাথে আপনি বলতেও দ্বিধা করবেন না।






মন্তব্য ৩৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০২৩ রাত ২:০৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: গর্ব করে বলার মতো একাধিক বন্ধু আমার আছে। আলহামদুলিল্লাহ।

০৪ ঠা এপ্রিল, ২০২৩ রাত ২:১৩

শূন্য সারমর্ম বলেছেন:


একাধিক বন্ধু থাকা ভালো লক্ষণ, আপনার জীবনে ওদের প্রভাবও থাকবে,আপনি মানুষ হিসেবে কেমন? চুপচাপ নাকি সদা হাস্যজ্জ্বল?

২| ০৪ ঠা এপ্রিল, ২০২৩ রাত ৩:৩৩

রানার ব্লগ বলেছেন: অল্পকিছু বন্ধু আছে।

০৪ ঠা এপ্রিল, ২০২৩ ভোর ৪:০৬

শূন্য সারমর্ম বলেছেন:


অল্পকিছু বন্ধু সবারই থাকবে সম্ভবত। আমারও আছে ওদের আমি ক্রাইসিসের সাথী হিসেবে পেয়েছি।

৩| ০৪ ঠা এপ্রিল, ২০২৩ রাত ৩:৫৯

ডার্ক ম্যান বলেছেন: আমার জীবনে বন্ধুর প্রভাব তেমন একটা নেই

০৪ ঠা এপ্রিল, ২০২৩ ভোর ৪:০৫

শূন্য সারমর্ম বলেছেন:


আপনার নিক নেম কি সেটার কিছু ইঙ্গিত দিচ্ছে।

৪| ০৪ ঠা এপ্রিল, ২০২৩ ভোর ৪:১৭

ডার্ক ম্যান বলেছেন: ব্লক নিক??
আমি এমনিতেই খুব কম মানুষের সাথে মিশতে পারি। তাই জীবনে বন্ধুর সংখ্যা নেই বললেই চলে।

০৪ ঠা এপ্রিল, ২০২৩ ভোর ৫:০৩

শূন্য সারমর্ম বলেছেন:

জ্বী ' বুঝতে পেরেছি কিছুটা।

৫| ০৪ ঠা এপ্রিল, ২০২৩ ভোর ৪:১৮

কামাল১৮ বলেছেন: বন্ধু আছে অনেক,সমমনা নাই একজনও।আমি বাদে সবাই আল্লাভরসা।

০৪ ঠা এপ্রিল, ২০২৩ ভোর ৫:০৪

শূন্য সারমর্ম বলেছেন:


ওদের সাথে বেশি বেশি থাকুন, পুলসিরাত পাড় হতে সাহায্য করবে।

৬| ০৪ ঠা এপ্রিল, ২০২৩ ভোর ৫:০১

স্প্যানকড বলেছেন: বন্ধু নাই একদম ফাঁকা ময়দান ! ভালো থাকবেন খুব।

০৪ ঠা এপ্রিল, ২০২৩ ভোর ৫:০৫

শূন্য সারমর্ম বলেছেন:


মনে হচ্ছে নিসঙ্গ চিল। আপনিও ভালো থাকবেন।

৭| ০৪ ঠা এপ্রিল, ২০২৩ ভোর ৫:৩২

ঋণাত্মক শূণ্য বলেছেন: পিছনে যদ্দুর মনে করতে পারি, কখনও বলার মত কোন বন্ধু ছিলো না। বড় ভাই ছিলেন বন্ধুর মত, তার সাথে জীবনের সব কিছু শেয়ার করেছি। মা ছিলেন, তার কাছেও কখনও কিছু লুকাইনি। বউ আছে, সেও বন্ধুর মতই পাশে থাকে। তাই আর বাইরে বন্ধু খোঁজার ঝামেলায় যাই নি।

সিগারেট খাইনি কখনও, খাওয়ার কথা চিন্তাও করিনি কখনও। কোন সিগারেট খোরকে আমি কখনও শিক্ষিত কিংবা ভদ্র মানুষ ভাবিনি। সিগারেট খোর মাত্রই বাজে লোক!

০৪ ঠা এপ্রিল, ২০২৩ সকাল ১০:১০

শূন্য সারমর্ম বলেছেন:


আপনার পবিবার/আত্নীয়তার ভিতরেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিলো, বাহিরে যাবার প্রয়োজন হয়নি।

৮| ০৪ ঠা এপ্রিল, ২০২৩ ভোর ৬:২৬

কামাল১৮ বলেছেন: আমি পুলসিরাতের খুটি ধরে নাড়াচাড়া করবো।দেখি তারা কেমনে পার হয়।

০৪ ঠা এপ্রিল, ২০২৩ সকাল ১০:১১

শূন্য সারমর্ম বলেছেন:


ধন্যবাদ 'প্রাকটিস করেন আগে থেকে।

৯| ০৪ ঠা এপ্রিল, ২০২৩ সকাল ৮:০৭

কামাল১৮ বলেছেন: আমি আমার বন্ধুদের কথা বলছি।আপনাকে পার হতে দেবোনা তা বলিনি।সিংগায় তিন বার ফু দেয়া হবে এটা কোরান হাদিস থেকে খুঁজে খুঁজে পরুন।না পেলে বলবেন সাহায্য করবো।

০৪ ঠা এপ্রিল, ২০২৩ সকাল ১০:১৩

শূন্য সারমর্ম বলেছেন:

বন্ধু সাথে পার হবেন কিনা, আমি পেছনে থাকলে বা দর্শক হিসেবে অবস্থান করলে ঐ দিন ঠিক কি হবে জানতে পারবো।

১০| ০৪ ঠা এপ্রিল, ২০২৩ দুপুর ১:২৭

জ্যাক স্মিথ বলেছেন: আমি যখন বন্ধুদের সাথে থাকি তখন সিগারেট বেশি খাই। যদিও আমার ইদানিং খুব একটা মানুষের সাথে মিশা হয় না একা থাকতেই ভালো লাগে তবুও আমার বিভিন্ন টাইপ এবং কোয়ালিটির বন্ধু রয়েছে।

মানুষের জীবনে বন্ধুর প্রভাব অপরিসীম। Your friends represent you, choose them wisely.

০৪ ঠা এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৫৭

শূন্য সারমর্ম বলেছেন:


একা থাকলে সিগারেট কয়টা লাগে? বন্ধু দিয়ে মানুষ যাচাই করতে সুবিধা হয়।

১১| ০৪ ঠা এপ্রিল, ২০২৩ দুপুর ১:৫৪

কিরকুট বলেছেন: বন্ধুর প্রভাব কেমন তা জানি না। কিন্তু আমার বাবার মৃত্যুর পরে একজন ছাড়া অন্য কারুর কোন খোজ পাই নাই।

০৪ ঠা এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৫৫

শূন্য সারমর্ম বলেছেন:


একজন অন্তত পাওয়া গেলো।

১২| ০৪ ঠা এপ্রিল, ২০২৩ দুপুর ২:২৮

রাজীব নুর বলেছেন: এখন আমার কোনো বন্ধু নাই। গত তিন বছর ধরে সব শালাকে বাদ দিয়ে দিয়েছি। একা আছি। ভালো আছি।

০৪ ঠা এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৫৫

শূন্য সারমর্ম বলেছেন:


যদি তোর ডাক শুনে কেউ না আসে,তবে একলা চলো রে।

১৩| ০৪ ঠা এপ্রিল, ২০২৩ রাত ৯:৪৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: বন্ধুর সঠিক সংজ্ঞা বুঝতে বুঝতে আমরা অনেকে বুড়ো হয়ে যাই।

০৪ ঠা এপ্রিল, ২০২৩ রাত ৯:৫৯

শূন্য সারমর্ম বলেছেন:


বুড়ো হবার পর পেছনে তাকালে বন্ধুর ডেফিনিশন অন্যভাবে ধরা দেয়।

১৪| ০৪ ঠা এপ্রিল, ২০২৩ রাত ১০:০০

ইফতেখার ভূইয়া বলেছেন: আমার জীবনে বন্ধুদের অবদান প্রায় শূণ্যের কোঠায়। তবে আমার চাইনিজ বংশোদ্ভুত আমেরিকান একটা বন্ধু আছে, ওর নাম লুসি। শারীরিকভাবে ও ওর একটি হাত ও একটি পা স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারে না বলে অনেকেই ওর বন্ধু হতে চায় না হয়তো। ওর সাথে আমার বন্ধুত্ব প্রায় ১৩/১৪ বছরের। ওর কাছে বিভিন্ন কারণে আমি আজীবন কৃতজ্ঞ থকাবো, কলেজ জীবনে ও আমাকে বিভিন্নভাবে সহায়তা করেছে যা ভোলার নয়। ধন্যবাদ।

০৪ ঠা এপ্রিল, ২০২৩ রাত ১১:০০

শূন্য সারমর্ম বলেছেন:


আপনি লুসির সাথে মিশেছেন, সে উজাড় করে দিয়েছে। ভালো অভিজ্ঞতা হয়েছে। লুসি আপনার মত আজীবন কৃতজ্ঞ থাকলে আরও ভালো হতো।

১৫| ০৪ ঠা এপ্রিল, ২০২৩ রাত ১০:৪৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: যদি তোর ডাক শুনে কেউ না আসে,তবে একলা চলো রে।

এখন বেশ আছি। গান গাই। গান শুনি। লিখি। পড়ি আর পরিবারকে সময় দেই।

০৪ ঠা এপ্রিল, ২০২৩ রাত ১১:০১

শূন্য সারমর্ম বলেছেন:

গান লিখে ব্লগে দেন তো,পড়ি।

১৬| ০৪ ঠা এপ্রিল, ২০২৩ রাত ১০:৫০

বিষাদ সময় বলেছেন: এখনকার ধরে নিতে হবে সর্বোত্তম বন্ধু এতটুকু পর্যন্ত-
Dost fail ho jaye toh dukh hota hai lekin dost first aa jaye toh zyada dukh hota hai:

০৪ ঠা এপ্রিল, ২০২৩ রাত ১০:৫৮

শূন্য সারমর্ম বলেছেন:


মুভি বাণী, তবে গ্রহণযোগ্য।

১৭| ০৫ ই এপ্রিল, ২০২৩ সকাল ৯:১৪

ইফতেখার ভূইয়া বলেছেন: লেখক বলেছেন: আপনি লুসির সাথে মিশেছেন, সে উজাড় করে দিয়েছে। ভালো অভিজ্ঞতা হয়েছে। লুসি আপনার মত আজীবন কৃতজ্ঞ থাকলে আরও ভালো হতো।

সে এখনো আমার ভালো বন্ধু এবং এখনো আমার খোঁজ-খবর নেয় ঠিক যেমন আমি নেই। আজকের দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউই কিছু করে না, কিন্তু সে নিঃস্বার্থভাবে আমাকে সাহায্য করেছে কোন বিনিময় পাওয়া ছাড়াই। যখন আমার সামর্থ্য হয়েছে চেষ্টা করেছি ওকে সম্ভাব্য সকল উপায়ে সহযোগিতা করার। ভালো বন্ধু বলেই হয়তো এতদিন বন্ধুত্ব টিকে আছে। ওর জন্য বরাবরই শুভ কামনা থাকবে যেখানেই থাকুক না কেন।

০৫ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:০৬

শূন্য সারমর্ম বলেছেন:

নিঃস্বার্থ বন্ধুদের হারিয়ে যেতে দিতে নেই, আগলে রাখতে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.