নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

হ্যাপিনেস " নিয়ে আপনার দর্শন কি?

০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:১১








হ্যাপিনেস 'শব্দটা কমবেশি সবাই অনুধাবন করতে পারে, দরিদ্র জীবনের হ্যাপিনেস প্যারামিটার,ধনীর সাথে মিলবে না।বিলিয়ন বছরের পৃথিবীতে মানুষ যতদিনই বিচরণ করেছে আজ পর্যন্ত নিজেদের ভিতর "হ্যাপিনেস টার্ম ঠিক কবে থেকে খুজতে শুরু করেছিলো, বলা কঠিন।ধর্মপ্রবর্তক থেকে নোবেল বিজয়ী বিজ্ঞানী এবং ঢাকার এলিট সোসাইটি থেকে বঙ্গবাজারে পুড়ে নিঃস্ব হয়ে যাওয়া মানুষগুলো থেকে কারা বেশি সুখী হতে চেয়েছে? কারা হ্যাপিনেসের স্পর্শ পেয়েছে? কোথাও সুখ বলতে কিছু কখনো ছিলো না,সব ইলিউশন। যেমন- আইনস্টাইন মনে করেছিলো সময় বলে আদৌত আসলে কিছু নেই, এমন ভাবনায় বিশ্বাস বেড়েছে মনে হয়।



বুদ্ধের দর্শন থেকে যদি একটা বাণী একটু হাতে নেই তাহলে তা হবে -Happiness is a journey not a destination. আমার কাছে মনে হলো এই বাণীর পোস্টমর্টেম করতে দেখলাম ইউটিউবে এক ভিডিওতে। যিনি করেছেন উনি হ্যাপিনেস ফিল্ড ' নিয়ে পড়াশোনা করে বই লিখেছে; নিজের বই নিয়ে সংক্ষেপে কিছু বলেছে হ্যাপিনেস প্যারাডক্স নিয়ে। যেমন- নিউটনের প্রিজম এক্সপেরিমেন্ট থেকে সূর্যের আলো থেকে বিভিন্ন কালার বের করা, তেমনি আমাদের জীবনে হ্যাপিনেসকে প্রিজমে ধরলে তেমন কিছু ফ্যাক্ট বের হবে, তিনি নাম দিয়েছেন [SPIRE] ভেঙে বলতে গেলে ' Spiritual, Physical, Intellectual, Relational and Emontional. এই ব্যাপারগুলোই সঠিক ব্যালেন্স করতে পারলে হ্যাপিনেস প্যারাডক্স সমাধান করা সম্ভব হতে পারে, উনার সুরে তাই মনে হয়েছে।



উপরের ফ্যাক্টগুলো নিজের ভিতরে ফিল্টার করলে হয়তো বুঝা যেতে পারে, আমার/আপনার হ্যাপিনেস 'ঠিক কত আলোকবর্ষ দূরে অবস্থান করছে। পরিবার, সমাজের বন্ডিং থেকে বিচ্যুতি দেখা দিলে ইমোশনালী ভেঙে পড়লে; স্পিরিচুয়ালী ভালো থেকেও স্বাস্থ্যগত সমস্যা থাকলে সুখে দেখা দিবে না আজন্ম।বা নিউটনের আলকেমীর খোজে কাটিয়ে দেয়া জীবন, আইনস্টাইনের সব কিছু ব্যাখ্যার জন্য একটা ইকুয়েশনের লোভ -কতটুকুই সুখী করতে পেরেছে কেউ কখনো ভেবে দেখেনি,দেখতে চায়নি

নিউরাসায়েন্স দিয়ে হ্যাপি থাকার চেষ্টা চলছে, সুখের হরমোনগুলোর আচরণ নিয়ন্ত্রণের চেষ্টা চলছে,বাজারে ড্রাগও বের হয়েছে। কর্মজীবনের অর্থ উপার্জনের স্বাস্থ্যগত সাইডইফেক্ট কাটিয়ে দেখা হচ্ছে। সুখী হবার একটা দিক হলো পৃথিবীর সবাই যদি সবাইকে ভালো বলে, তাহলে হয়তো মগজের ভাবনায়,হৃদয়ে ভালো অনুভব হবে। তাছাড়া দরিদ্রদের মাঝে অর্থ বন্টন করে সুখী রাখা যাবে শতকোটি মানুষদের।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:২৫

জ্যাক স্মিথ বলেছেন: আমার দর্শন সবসময় আমার নিজের কাছেই মার খেয়ে যায় তাই বেশি কিছু বলতে পারতেছি না, তবে কিছুদিন আগে এ বিষয়ে একটা পোস্ট করেছিলাম। সুখে থাকার গোপন রহস্য ফাঁস, আমি যথাসাধ্য এই ফর্মুলাগুলো মেনে চলার চেষ্টা করি।

০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:৩৩

শূন্য সারমর্ম বলেছেন:


জ্বী, দেখেছি। আপনার নিজস্ব ভুবন নিজের মত করে সাজিয়ে নিয়েছেন,সুখী হবার জন্য।

২| ০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১:০৯

কামাল১৮ বলেছেন: সুখের নির্দিষ্ট কোন সংজ্ঞা নাই।সুখ প্রতিটা মানুষের ধারনাগত একটা বিষয়।সেটা যে যেভাবে বোঝে।

০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১:১৭

শূন্য সারমর্ম বলেছেন:


সুখের ডেফিনিশন একেকজনের কাছে একেকরকম হলে, পড়াশোনা করে প্যারাডক্স সমাধানের চেষ্টা করা হতো না

৩| ০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১:৩০

কামাল১৮ বলেছেন: এই তো আপনি সুন্দর বুঝেছেন।প্যারাডক্সের সমাধান করাই হচ্ছে আপনার কাছে সুখ।অথচ হাজার হাজার লোক প্যারাডক্স কি সেটাই জানে না।

০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১:৩৪

শূন্য সারমর্ম বলেছেন:


প্যারাডক্সের সমাধান আজ হচ্ছে, কাল সঠিক সফলতার মুখ দেখলে হাজার হাজার না জানা লোকও সেটার অংশ ভোগ করতে পারবে।

৪| ০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ২:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- নিজে ভালো থাকো, অন্যকেও ভালো থাকতে দাও।

- শিরনামে প্রশ্ন থাকলে তার কোনো জবাব মাথায় এলে সেই জবাবটা লিখে ফেললেই মনে হয় কাজ শেষ। ভিতরের লেখা আর পড়তে ইচ্ছে করে না। আপনারও এমন হয়?

০৫ ই এপ্রিল, ২০২৩ ভোর ৪:০৯

শূন্য সারমর্ম বলেছেন:


আপনার এমন কেন হয়, বুঝতেছি না।

৫| ০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ৩:১৫

কামাল১৮ বলেছেন: প্যারাডক্সটা কি সেটাই তো জানা হলো না।হাজার হাজার প্যারাডক্স আছে।শুনি আপনার প্যারাডক্সটা কি।যেটার সামাথান হলে দুনিয়া শুখের সাগরে ভাসবে।

০৫ ই এপ্রিল, ২০২৩ ভোর ৪:১১

শূন্য সারমর্ম বলেছেন:


মহামারীর ভ্যাক্সিন প্যারাডক্স ছিলো, সমাধান হয়েছে।

৬| ০৫ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:১২

কিরকুট বলেছেন: আমার কাছে সাঁঝের বেলা নদীর মাঝে নৌকায় শুয়ে অস্তমিত সূর্যের লাল আলো দেখাটাই হ্যাপিনেস। আর মশার কাছে এমন আলোয় বিনা প্রতিরোধে গ্যালন গ্যালন রক্ত খাওয়াটা হ্যাপিনেস !!

০৫ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:০০

শূন্য সারমর্ম বলেছেন:


দর্শনের গুরুর মত কথা।

৭| ০৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:২৩

রাজীব নুর বলেছেন: আমি যখন আমার কন্যাকে নিয়ে হাঁটতে বের হই তখন আমার নিজেকে একজন সুখী মানুষ বলে মনে হয়।

০৫ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:০১

শূন্য সারমর্ম বলেছেন:

একেক জনের হ্যাপিনেসের শেকড় এক জায়গা থেকে অন্য জায়গায় বিস্তৃত।

৮| ০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:৫৫

জ্যাকেল বলেছেন: সুখ সিম্পল জিনিস। জাস্ট বুঝে নিতে হয়, চাহিদা সীমিত করা হচ্ছে মৌলিক শর্ত সুখ পাইবার।

০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:০৬

শূন্য সারমর্ম বলেছেন:


ভালো লেগেছে, সবার নিজস্ব দর্শন জেনে।

৯| ০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:১৪

মোহাম্মদ গোফরান বলেছেন: হ্যাপিনেস ইজ "হালাল ভাবে পরিবারের মুখে খাবার তুলে দেয়া "

০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:২১

শূন্য সারমর্ম বলেছেন:


সবার নিজস্ব ভূবনে, নিজস্ব দর্শনে জীবনযাপন করতে চায়।

১০| ২০ শে এপ্রিল, ২০২৪ সকাল ৭:৩৪

Michael Arrington বলেছেন: I can agree with your point that the right division of happiness depends on a healthy balance between https://tunnelrush2.org different parts of our lives. Those balances can be intertwined, as you mentioned if feeling disconnected from social relationships can impact mental health.

২২ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:৪৩

শূন্য সারমর্ম বলেছেন:


Thanks for read.

১১| ২২ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:২১

নতুন বলেছেন: Happiness is a journey, not a destination

জীবনের প্রতিটা দিন পরিবার, আত্নীয় স্বজন, বন্ধু, পাশের মানুষকে নিয়ে হাসিমুখে কাটানো উচিত।

নিজের যা আছে সেটা নিয়ে সুন্তুস্ট থেকে পরিবার নিয়ে সুখী থাকা যায়।


২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ১:৪৭

শূন্য সারমর্ম বলেছেন:


জার্নিটাই সঠিক পথ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.