নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

শূন্য সারমর্ম

কঠিন সত্য কি মানুষ বদলাতে পারে?

শূন্য সারমর্ম › বিস্তারিত পোস্টঃ

মেগাসিটি ঢাকাকে কেউ কি ভালোবাসে না?

১৫ ই এপ্রিল, ২০২৩ রাত ২:০৯







মোটের ওপর মানুষের জবানবন্ধি থেকে বুঝতে পারা যায়, উনারা বিরক্ত, ছেড়ে যেতে পারলে বাঁচি। আমজনতা থেকে কমিটি গঠন করে,ঢাকার দোষগুণ মাপতে দিলে, দোষের পাল্লা সবসময় ভারী হবে। ঢাকা মানুষের ইন্টেলেকচুয়াল প্রপার্টিতে ঢুকে কেমন আকৃতি ধারণ করছে? যেমন- গান, গল্প,কবিতা,নাটক, মুভীতে ঢাকার চেহারা কি মেকআপ সদৃশ দেখা যায়।আমার মনে হয়,কবিতা বাদে বাকি সবগুলোতে ঢাকাকে একটু সমস্যাপূর্ণ মেগাসিটি হিসেবে দেখানোর প্রবণতা থাকতে পারে।চিরকুট ব্যান্ডের এক এলব্যামের নামই তো " যাদুর শহর"; কিসের যাদু এটা? কিভাবে মানুষকে মুরগী বানানো যায় নাকি নিজে শিয়াল হওয়া যায়। নাটকের সময় কেটে যায় দালানের ভেতর বা হালকা সবুজ হয়ে থাকা গাছপালার ভেতর,ভাড়ামী/প্রেম /সস্তা সেন্টিমেন্টালে ঢাকা ঢেকে থাকে।



এলিটদের ঢাকা নিয়ে কোনো অভিযোগ নেই,যেমন: বৃটিশ ভারতবর্ষে পার্মানেন্টলি থাকতে চাইনি বলেই, ভারতবর্ষ লন্ডন হয়নি;এলিটরা তেমন প্যার্টানেই ভাবতে পারে, কোনো এক জায়গার বহুদিন থাকলে অভ্যস্ততার কারণে যে টান কাজ করে , তা ভালোবাসার অন্যরুপ হিসেবে বলা যায়।ঢাকার এলিটভাব যারা যাদের ভিতর বজায় রাখে, তাদের বাইপ্রোডাক্ট হিসেবে আমাদের ভাবনা কলুষিত হয়; ফলে ঢাকার মেকআপ নষ্ট হয়ে ভৌতিকরাশিতে পরিণত হয়।



ঢাকায় সূর্যের আলো ঢুকলে সূর্যও রাগ করতে পারে, কারণ তাপমাত্রা বের হবার জায়গা নেই।রাস্তাঘাট থেকে দালান সব সযত্নে ধরে রাখে। অনেকদিন পর ঢাকা ছাড়ছি, লাস্ট যখন ছেড়েছিলাম, তখন ছিল শীতকাল, কুয়াশার কারণে বাস বন্ধ করতে বাধ্য হয়েছিলো চালক; আজ যখন ঢাকা ছাড়ছি মানুষ গরমে হাসফাস করছে ; বাসের প্রতিটি সিটের সবার হাতেই পানির বোতল। চমৎকার দৃশ্য। আমি ঢাকাকে ভালোবেসে হয়তো ফিরবো না,ফিরতে হবে কারণ রিজিক নাকি এ শহরে আটকে থাকে বেশি। আপনি ঢাকাকে ভালোবাসেন? নাকি ভিসার জন্য এম্বাসী দোড়াদোড়ি চলছে?

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০২৩ রাত ২:৪৬

জ্যাক স্মিথ বলেছেন: আমি ঢাকাকে ভালোবাসি তাই ঘৃণা করি।

১৫ ই এপ্রিল, ২০২৩ রাত ৩:০৭

শূন্য সারমর্ম বলেছেন:


ব্যাকরণের বিপরীত শব্দ ভালো পারতেন বোধ হয়।

২| ১৫ ই এপ্রিল, ২০২৩ রাত ২:৫২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
এই শহর ছেড়ে যখন চলে যেতে হয়েছিল তখন বুঝেছিলাম এই শহরের প্রতি ভালোবাসার পরিমাণ।

রাশিয়ায় গেলেও ভালোবাসার পরিমাণ কমবে না। আমার এই শহর ঘৃণা করতে শেখায় নি।

১৫ ই এপ্রিল, ২০২৩ রাত ৩:১০

শূন্য সারমর্ম বলেছেন:


ক্রেমলিন/পিটসবার্গ থেকে ঢাকা, ভালোবাসা মাঝখানে ঝুলন্ত সেতু হিসেবে কাজ করবে।

৩| ১৫ ই এপ্রিল, ২০২৩ সকাল ৯:৩৩

রানার ব্লগ বলেছেন: হুম বাসেতো। ভালোবাসার অতি নির্যাতনে এই অবস্থা।

১৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:২৩

শূন্য সারমর্ম বলেছেন:


ভালোবাসার নির্যাতন নিকৃষ্ট নির্যাতনের মাঝে একটা।

৪| ১৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:১৯

রাজীব নুর বলেছেন: চাঁদগাজী বলেছেন, সারা বাংলাদেশ থেকে দুষ্ট মানুষ গুলো এসে ঢাকায় জমা হয়েছে। তিনি সঠিক কথা বলেছেন।

১৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:২৭

শূন্য সারমর্ম বলেছেন:



আশপাশ দেখলে উনার কথা সঠিকই মনে হয়।

১৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:৪৭

শূন্য সারমর্ম বলেছেন:


গাজী সাহেব, এত কথা বলেন যে আশপাশের মানুষ উনিকে চুপ দেখতে চায়।

৫| ১৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:৪৬

শূন্য সারমর্ম বলেছেন:


ঢাকাকে ভালোবাসলে বিশ্বব্যাপী ভালোবাসার ডেফিনিশন স্যান্ডার্ডে সমস্যা দেখা দিলেও দিতে পারে।

৬| ১৬ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:১২

আমি সাজিদ বলেছেন: ঢাকাকে চারপাশে স্ট্রেচ করলে ভালো হবে মনে হয়। যানজট কমাতে জনবান্ধব মাস-ট্রান্সপোর্ট সিস্টেম চালু করলে, রাস্তায় প্রাইভেট কারের সংখ্যা কমানোর চেষ্টা করলে, সব অফিস ঢাকায় না রেখে ছড়িয়ে ছিটিয়ে দিলে ঢাকার প্রতি মানুষের ভালোবাসা বাড়বে বলে মনে হয়। ঢাকায় হাঁটার জন্য পার্ক, খেলার জন্য মাঠ, ছায়ার জন্য সবুজের পরিমাণ বাড়ানো, সাইকেল জনপ্রিয় করে তোলার জন্য আলাদা লেইন
( শেষটা আমার নিজস্ব মত) করলে ভালোবাসার কয়েকগুণ বেড়ে যাবে।

১৬ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:৪৪

শূন্য সারমর্ম বলেছেন:


ঢাকাকে বাসযোগ্য করতে কি করতে হবে তা হয়তো জ্ঞানী ঢাকা বাসিন্দারা জানে, কিন্তু কোথাও কিছু হচ্ছে না।আপনার শেষ লাইন নিয়ে বলতে গেলে, ঢাকা ভালোবাসলেই তা সম্ভব হবে, তারপর আনুপাতিক হারে শুধু বাড়বেই।

৭| ১৬ ই এপ্রিল, ২০২৩ ভোর ৬:৫৮

চাঙ্কু বলেছেন: এক সময় মনে করতাম ঢাকা শহর ছেড়ে দুনিয়ার অন্য কোন থাকা আমার পক্ষে সম্ভব না কিন্তু এখন ঢাকা গেলে চরম বিরক্তি লাগে। তবে ঢাবি ক্যাম্পাসকে এখনও চরম মিস করি আর ক্যাম্পাসে গেলেই মনে হয় প্রান ভরে একটু নিশ্বাস নেওয়া যায়!

১৬ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:৪৯

শূন্য সারমর্ম বলেছেন:


সময়ের পরিবর্তনে ঢাকার প্রতি আপনার ভালোবাসা শুধু "ঢাবি কেন্দ্রিক হয়ে গেছে।

৮| ১৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:৪৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: গাজী সাহেব, এত কথা বলেন যে আশপাশের মানুষ উনিকে চুপ দেখতে চায়।

ভুল কথা বললেন। তার মতো মানুষ চুপ থাকলে সমাজের ক্ষতি। দেশের ক্ষতি। তাকে বলতে দিতে হবে। তিনি সাহসী মানুষ।

১৬ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:৪১

শূন্য সারমর্ম বলেছেন:


গাজী সাহেবকে আমি চিনি,আপনিও চিনেন; বাকিরাও চিনে।

৯| ১৬ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:২১

ডার্ক ম্যান বলেছেন: ঢাকায় টাকা উড়ে সেজন্য সবাই ভালোবাসে।

১৬ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:৩৯

শূন্য সারমর্ম বলেছেন:


টাকা উড়তে উড়তে মাটিতে পড়লে পাওয়া যেতে পারে, না হলে লাফ দিয়ে টাকা লুফে নেয়া শিখতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.