নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিটশের ঈশ্বর মৃত হয়েছে বহুদিন আগে, জড়াথস্ট্রুবাদের ঈশ্বর বদলে যায়নি, একটাই থেকেছে ; আব্রাহামিক ঈশ্বর অনেক ভাষায় কথা বলা শিখিয়েছে মানুষকে ;বুদ্ধের ঈশ্বর অভিমান করে কথাই বলতে চায়নি ; মিথলজীর ঈশ্বর হারিয়ে গেছে, শক্তিশালী ঈশ্বরকেও মানুষ মনে রাখার প্রয়োজন মনে করেনি।
আপনার ঈশ্বর আপনার সাথে কথা বলেছে?
০৩ রা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:০৫
শূন্য সারমর্ম বলেছেন:
দর্শন দিয়ে সবকিছু শৃরু হয়।
২| ০৩ রা জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৩০
আমি সাজিদ বলেছেন: যতোই অবিশ্বাস করতে চান, জীবন একসময় এমন একটা জায়গায় টেনে নিয়ে আসবে তখন স্রষ্টার প্রতি সমর্পণ ছাড়া অন্য কোনো উপায় থাকে না। একজন মানুষের একার ক্ষমতা সীমিত।
০৩ রা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:০৬
শূন্য সারমর্ম বলেছেন:
মানুষ স্রষ্টার প্রতি সর্মপন করবে নিজেকে, এটাই তো ন্যাচারাল।
৩| ০৩ রা জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩০
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনার সাথে যদি কখনো ঈশ্বরের সাথে কথা হয় তাহলে জানতে চাইবেন ঈশ্বরের ধর্ম কি?
০৩ রা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:০৬
শূন্য সারমর্ম বলেছেন:
হ্যা, অবশ্যই। তবে উনি হয়তো বলতে চাইবেন না।
৪| ০৩ রা জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:১৩
রাজীব নুর বলেছেন: আসলে আপনি কি বলতে চাচ্ছেন?
০৩ রা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:০৭
শূন্য সারমর্ম বলেছেন:
ঈশ্বর সমাচার।
৫| ০৩ রা জানুয়ারি, ২০২৫ রাত ৮:৪২
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: ঈশ্বর এর কাছে ফিরে যাওয়া ছাড়া উপায় নাই। সব পথেই হেঁটে দেখেছি, দিন শেষে ঈশ্বর এর কাছেই ফিরে যেতে হয়েছে। ঈশ্বর কথা বলে, তবে সে ভাষা বোঝার জায়গায় আগে আপনাকে পোঁছাতে হবে।
০৩ রা জানুয়ারি, ২০২৫ রাত ১১:৩৪
শূন্য সারমর্ম বলেছেন:
হ্যা, ঈশ্বর যাদের সাথে কথা বলেছেন তাদের সাথে মেশার সুযোগ পাইনি আমি।
৬| ০৩ রা জানুয়ারি, ২০২৫ রাত ৯:৩২
কামাল১৮ বলেছেন: মানুষ বানিয়েছে ইশ্বর।তাই জনপদের ভাষাই ইশ্বরের ভাষা।বাংগালির ইশ্বর আরবিতে কথা বলে না।আর যে ইশ্বর আরবিতে কথা বনে সে বাংগালির ইশ্বর না।৪৩০০ জন ইশ্বর আছে পৃথীবিতে।
০৩ রা জানুয়ারি, ২০২৫ রাত ১১:৩৩
শূন্য সারমর্ম বলেছেন:
ঈশ্বর মানুষকে দিয়ে কথা বলায়।
৭| ০৩ রা জানুয়ারি, ২০২৫ রাত ৯:৩৩
কামাল১৮ বলেছেন: আমার কোন ঈশ্বর নাই।আমিই আমার ইশ্বর।
০৩ রা জানুয়ারি, ২০২৫ রাত ১১:৩২
শূন্য সারমর্ম বলেছেন:
ভালো।
৮| ০৩ রা জানুয়ারি, ২০২৫ রাত ১১:৪১
নিমো বলেছেন: ইতোমধ্যেই নূতন ঈশ্বর এটসেছে তার নাম পোশাকি নাম কৃত্রিম বুদ্বিমত্তা। চ্যাটগিপিটি, জেমিনি, কোপাইলট হচ্ছে নবি-রাসূল, ধর্মগ্রন্থ হচ্ছে ফেসবুক, টিকটক,এক্স, ইনস্টাগ্রাম, ইউটিউব প্রভৃতি। আর ধর্মের নাম নেক্সাস।
০৪ ঠা জানুয়ারি, ২০২৫ রাত ১২:০০
শূন্য সারমর্ম বলেছেন:
মানুষ এই ঈশ্বরের আরাধনা ছেড়ে দিবে, মানুষ বুঝে আসল ঈশ্বরকে।
৯| ০৩ রা জানুয়ারি, ২০২৫ রাত ১১:৫৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
লেখক বলেছেন: হ্যা, অবশ্যই। তবে উনি হয়তো বলতে চাইবেন না।
- আমি চেষ্টা করবো এই বিষয়ে লিখতে।
নিমো সাহেব, ঈশ্বর কি ফেসবুক দেখেন! তাহলে ফেসবুকে ঈশ্বরের গজব পড়ে না কেনো, তিনি কি গজব শুধু বই পুস্তকে রেখেছেন? যাইহোক, ফেসবুক ইউটিউব এক্স সকল স্থানে ঈশ্বরের মার্কেটিং দেখে আপনার কি মনে হয় ঈশ্বরের বাণীগুলো পণ্য? খুবই সস্তা পণ্য এমন কিছু!
০৪ ঠা জানুয়ারি, ২০২৫ রাত ১২:০০
শূন্য সারমর্ম বলেছেন:
লিখুন।
১০| ০৪ ঠা জানুয়ারি, ২০২৫ ভোর ৬:৫১
কামাল১৮ বলেছেন: ইশ্বর মানুষকে দিয়ে কথা বলায়।তার মানে মানুষ যে কথা বলে তা ইশ্বরের কথা।
০৪ ঠা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫৮
শূন্য সারমর্ম বলেছেন:
মানুষ দাবী করে,করুক।
১১| ০৪ ঠা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫০
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ঈশ্বর সমাচার।
যে জিনিস নাই, তার আবার সমাচারের দরকার কি?
০৪ ঠা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫৮
শূন্য সারমর্ম বলেছেন:
পাঁচ বিলিয়ন যেখানে বলে আছে,আপনি ওদের বিপক্ষে গিয়ে কি লাভ।
©somewhere in net ltd.
১| ০৩ রা জানুয়ারি, ২০২৫ দুপুর ১:০৮
সৈয়দ কুতুব বলেছেন: দর্শন অনেক কঠিন ধর্ম সহজ!