নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শত কষ্টের মধ্য একটু সুখ খুজছিসব সময় বাধা হয়ে দাড়ায় কঠোর বাস্তবাতা

চেনা পথের অচিন পথিক

আমি একজন মাত্রাতিরিক্ত ভদ্র ছেলে

চেনা পথের অচিন পথিক › বিস্তারিত পোস্টঃ

না ভাবা ভালোবাসা

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৬

আজ অফিস থেকে আগেই বেরহলাম, তেমন কাজ ও নেই আর খুব খিদেও লেগেছে।
ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ৩:১৮ বাজে। অফিস থেকে বের হয়েই মেইন রাস্তায় উঠতেই সেইরকম বৃষ্টি।
কোথাও কোনো কিছু নেই যে দাড়াবো এক গাছের নিচে দাড়িয়ে না ভেজার ব্যর্থ চেষ্টা করলাম ।
প্রায় এক ঘন্টা হল আমি দাড়িয়ে কাক ভিজচ্ছি আর তীর্থের কাকের মত রাস্তার দিকে তাকিয়ে আছি,
একটা কিছুনেই যে আমি বাড়ি ফিরব।
অবশেষে রিক্সা পেলাম বাড়ি পৌছে দেখি মা নেই,আর বাড়ির চাবিও নিয়ে যাই নি আজ ।
মাথা তো হট হয়ে গেল,যেন মাথায় রুটি ভাজা যাবে
ফোনে চার্জও নেই যে মা কে ফোন দিব ,বাধ্যহয়েই পাশে মামার বাড়িতে গিয়ে মামিকে ফোন দিতে বল্লাম
মা বল্ল পাশের বাড়িতে আছে আসছে,
খাওয়া শেষ করে ভাবলাম একটু ফেসবুকে লগ ইন কররাম
ইনবক্স অনেক মেসেজ , প্রথম মেসেজ টাতেই চোখ আটকে গেল,
মেয়ে আইডি থেকে মেসেজ
- বৃষ্টি কি খুব প্রিয়
- কেন( আমি)
সাথ সাথে রিপ্লাই যেন আমার মেসেজের জন্যই অপেক্ষা করছিল
- না তোমাকে বৃষ্টি তে ভিজতে দেখলাম তো
আমি ভাবতে লাগলাম বৃষ্টি তে ভিজলাম কে দেখল
- না এক প্রকার বাধ্য হয়েই বৃষ্টি তে ভিজেছি
- কেন বৃষ্টি ভালো লাগে না
- না
- কেন ?
- কোনোস্থানে বের হতে হলেই ছাতা নিয়ে বের হতে হয়
- তা খারাপ কোথায়
- ছাতা ব্যবহার করতে ভালো লাগে না
- কেন
- আমার মনে হয় ছাতা মেয়েদের ব্যবহার্য় জিনিস
- তা কেন
- আমার মনে হয় তাই
- বাই
- কই যাবে
কোনো রিপ্লে নেই
আমি ঘুমানোর আগে শুয়ে থেকে ভাবতে লাগলাম ;
কে আমাকে প্রথমেই তুমি বলল,
কে আমাকে বৃষ্টি তে ভিজতে দেখল
আমি ভাবলাম আমার কোনো বন্ধু হয়ত ফইজলামু করতেছে
না কিন্তু আমাকে ভিজতে দেখল কে
চিন্তায় পড়ে গেলাম
পরের দিন মেসেজ পাঠালাম
- তুমি কে তোমার নাম টাই তো জানা হল না
- না জানলে হয় না
- আমার তোমার ওপর সন্দেহ হচ্ছে
- কেন
- না আসোলে তুমি মেয়ে না কি ছেলে
[কিছুক্ষন কোনো মেসেজ আসল না একটু পর একটা ভয়েজ মেসেজ ]
- কি এবার বিশ্বাস হইছে
এ ভাবেই চলতে থাকলো
আর আমি খুজতে লাগলাম কে সে
ভাবলাম অফিসের কছে এক মেয়ে আছে প্রায় দেখি দাড়িয়ে থাকে
কিন্তু ধারণা টা ভুল
পরের দিন জানতে পারলাম আমার এক জুনিয়র এর সাথে হয়ে গেছে প্রেম
প্রায় ছয় মাস কেটে গেল এভাবেই চলছিল
কিন্তু শেয়ারিং ও কেয়ারিং বেড়ে গিয়েছিল
সে নিজেই একদিন অবাক করে দিয়ে দেখা করতে চাইল
গেলাম দেখা করতে
দেখা করতে গিয়ে যাকে দেখলাম আমার চোখ বিশ্বাস করতে পারছিল না
এ তো আমাদের এলাকার সবচেয়ে সুন্দর মেয়ে আনিকা
আমি তো দেখেই থ
কি করব কিছুই বুঝতে পারছলাম না
আর মাথায় আকাশ ভেঙ্গে পড়ল য়খন সে আমাকে নিজেই প্রোপোস করল
.
.
.
.
.
এভােবই শেষ হল আমার জীবনের প্রেম হীন দিন গুলো

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪২

ভ্রমরের ডানা বলেছেন: ব্যক্তিগত কচড়া নাকি গল্প ব্রো!

গল্প হলে নায়িকার বর্ননা দিলে আরো ভাল লাগত =p~

ভাল লিখেছেন!

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১৩

চেনা পথের অচিন পথিক বলেছেন: শুধুই গল্প


:):):)

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৬

শাকিল রায়হান শুভ বলেছেন: ভলো

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৩

চেনা পথের অচিন পথিক বলেছেন: :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.