| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শামীম মুসতফা
আমি চিৎকার করে কাদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যাথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার।
সবাই সচেতন থাকবেন জামাত শীবিরের কাছথেকে।ওরা ধর্ম ব্যাবসায়ি ধর্ম কে পুজি করে সহজ সরল ধর্মপ্রান মানুষকে বিপথগামি করার চেস্টা করছে।ওরা আ্গুনে পুরাইয়া মারে রক কাটে পুলিশ মারে মিথ্যাচার করে ইসলাম বিরোধি যত কাজ আছে সব করে অথচ নিজেদের ইসলামের ঠিকাদার মনে করে সমাজে বিসরিংখলা সৃস্টি করে প্রজন্ম চত্বর নাস্তিক দের আড্ডা বলার চেস্টা করে কিন্ত পাড়ে নাই নুতন প্রজন্ম তাদের দেখিয়ে দিয়েছে শান্তিপুর্ন আন্দোলন কি ভাবে করতে হয় তাদের জন্য এটা একটা মেসেস তোমাদের দিন শেষ রাজাকারদের বিচারের সম্মুক্ষীন হতেই হবে এবং সেটা সর্বউচ্চ। জাতীয়তাবাদিরা তাদের পক্ষ নিয়েছে রাজনীতিতে পুনরবাশন থেকে শুরু করে ওদেরকে এখন পর্যন্ত লালন করে আসছে।ওদের কাছথেকে সাবধান ধর্ম যার যার দেশ সবারএই পবিএ মাটিতে রাজাকারদের ঠাই হবে না।খুনীদের বিচার এই বাংলার মাটিতে হবেই হবে।
©somewhere in net ltd.