![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চিৎকার করে কাদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যাথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার।
একাত্তুরের রক্তচুষা বাদুররা আবার মাথা চারা দিয়ে উঠেছে ইসলামের খোলশে হায়নার রুপ ধারন কেরেছে মস্জিদ ভাংচুর আগুন পতাকা পুড়ানো শহীদ মিনার ভাংচুর বর্নমালা ভাংচুর প্রজন্ম চত্ত্বর দখলের চেস্টা মসজিদে আগুন দিয়ে কোন ইসলাম কায়েম করতে চায় যারা আল্লা ওরসুলকে ভালবাসে তাদের জন্য তো এই ইসলামনা মুমিনরা এটা কখনো মানবে না মানতে পাড়ে না এরা ইসলাম নাম ধারী শয়তান এরা সারা পৃথীবিতে ইসলাম ধর্মকে ছোট করার চেস্টা করতেছে এরা এ দেশকে ভালবাসে না এ দেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না একুশের চেতনায় বিশ্সাশি না এরা এদেশের স্বাধীনতাকে মানতে চায় না বাংলাদেশে বাস করে পাকিস্তান বানানর স্বপ্নদেখে।
আজ বাংলাদেশের মানুষ জেগেউঠেছে নুতন প্রজ্নম জেগেউঠেছে একাত্তুরের চেতনায় সারা দেশের মানুষ জেগেউঠেছে এরা মুনাফিকের দল শান্তির ধর্ম ইসলামকে কুলশীত করতেছে ভাইয়ে ভাইয়ে বিভেত তৈরি করতেছে ওরা ওদের ভয়ংকর রুপ অনেক দেখিয়েছে ওদের ভন্ডামি ওনেক দেখেছি স্বাধীনতার বিয়াল্লিশ বৎসর পর স্বধীনতা বিরধীরা এখনও আছে আবার ও দের সাপটারও আছে এটা আমাদের জন্য দুরভাগ্য ।
আমরা যারা বাংলাদেশ কে ভালোবাসি ইসলামকে যারা প্রানের ধর্ম মনে করি সন্এাসকে মনে প্রাণে ঘৃনা করি যারা একাত্তুরের চেতনা লালন করি আমরা রোববারের হরতাল প্রতিহত করবোই করবো।
©somewhere in net ltd.