![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চিৎকার করে কাদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যাথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার।
এ পথ যদি শেষ না হয় তবে কেমন হতো বলতো।একটি প্রেমের গান তার প্রথম লাইন।একটা সময় আশে মানুষের জীবনে প্রেম করার কিম্বা প্রেমে পরার প্রায় সবাই জুটি বাধে অনেক স্বপ্ন দেখে অনেক স্বপ্ন দেখায়।দিন যায় মাস যায় অনেক সময় বৎসর পাড় হয়ে যায় স্বপ্নের মাঝে কেটে যায় অনেক সময় মূল্যবান সময় জীবেনর সবচেয়ে দামি মুহুর্ত কেটে যায় আনন্দে সময় চলে যায় অনেক কিছু হারায় আস্তে আস্তে মোহ কাটতে শুরু করে যখোন বাস্তবতার সম্মুক্ষিন হয়।স্বপ্নভংগ হয় অনেক দিনের লালীত স্বপ্ন ভেংগে চুরমার হয়ে যায় কঠিন বাস্তবতার মাঝে।কিন্তু জীবন থেমে থাকেনা জীবন চলতেই থাকে জীবন চলতে থাকবে যতোদিন তার প্রান আছে যতোদিন সে মুক্তি না পায় জীবন থেকে। সে মুক্তি চায় জীবনের। মুক্তি চায় যন্ত্রনার।অপেক্ষায় থাকে ।
©somewhere in net ltd.