![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চিৎকার করে কাদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যাথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার।
আমি কি নেশা গ্রোস্ত যখন দেখি আমার চতুরপার্শে নেশাগ্রোস্ত মানুষ ঘুড়েবেরাচ্ছে মদ হেরোইন ফেনসিডিল ইয়াবা চরোস আফিম পেথেডিন ডেনডি আরও অনেক নাম না জানা নেশার উপাদান যা দিয়ে মরন নেশায় মেতে উঠেছে গাজা নাকি রাজকিও নেশা টাকার নেশা সেটা আরও অনেক বড় নেশা মন্দলোকেরা বলে ছিনতাইকারী চোর ডাকাত এরা অশিক্ষিত মুর্খ নোংরা এরা মানুষ না এরা অমানুষ আর যারা এসি রুমে বসে কলমের খোচায় গোটাদেশটাকে গিলেখায় রক্ত খায় মানুষের হ্বদপিন্ড খায় আশা আকাংক্ষা স্বপ্ন ভবিস্যত সব খায় আমরা সবাই জানি কিছুই বলিনা ভিরু কাপুরুশের মতো মাথা নত করে ওদের নেশার যোগানদেই ক্ষমতার নেশা মসনদে থাকার নেশা মসনদে যাওয়ার নেশা সন্তানের খাবারের জন্য সন্তানের মুখে একটু হাসি ফোটানোর জন্য মা তার সব কিছু বিলিয়ে দিয়ে আশে কিশের নেশায় রাজীব জীবন দেয় কিশের নেশায় বোন চোখ হারায় ভাই কব্জি হারায় কিশের নেশায় চারিদিগে শুধু আগুন আর আগুন লাল আগুন গোলাপী রং ছড়ায় চিৎকার করে বলতে ইচ্ছা করে হেফাজত করবে কে সবাই নেশাগ্রোস্ত।
©somewhere in net ltd.