![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চিৎকার করে কাদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যাথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার।
সাংসদ যারা আছেন আপনারা কিন্তু জনগনের ভোটে নির্বাচীত কথাটা ভুইলা যাইয়েননা।কত আরাম আয়েশে জীবন যাপন করতাছেন নামি দামি গারি চালান এসি রুমে ঘুমান মাসে মাসে বেতন পান কয়দিন পর পর বিদেশ যান আরও কতোকি করেন কতো রকম ব্যেবসা করেন চেহারা নকশা সুন্দর বানান শরির তেল তেল করে পত্রপত্রিকায় দেখি আপনাগো কির্তিকলাপ কয় দিন ? পাচ বছর তারপরে কি করবেন ? জনোগন তুইলা নিয়া ড্রেনে ফালাইবো জনোগনের হাতে সব ওরা যেমন মাথায় নিয়া নাচতে পারে আবার তুইলা আছাড় দিতেও পারে কথাটা মনে রাইখেন কামেদিবো।ফাটা কেষ্টরে ক্ষেপাইয়েন না ফল ভালো হইবো না।বিপুল ভোটে পাশ করাইয়া আপনাগো সংসদে পাঠাইছে আজকের এই বাংলাদেশ দেখবার জন্য ? যতো তারাতারি পারেন দেশের শান্তি ফিরাইয়া আনেন।
©somewhere in net ltd.