![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চিৎকার করে কাদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যাথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার।
জামাত শিবিরের কর্মীরা রেললাইন তুলে ফেলছে ট্রেনে আগুন দিচ্ছে হরতাল শুরুর আগের দিন থেকে গাড়ি ভাংচুর করছে আগুন দিচ্ছে তাতে মানুষ মরছে সাধারন মানুষের জীবন বিপন্ন করা জনজীবনে আতংক সৃষ্টি করা হরতালের নামে দেশ ও জনগনের ক্ষতিশাধন করা এ সব অপকর্মের প্রতিবাদ বিরোধী দলীয় নেত্রীর কন্ঠে প্রকাশ পায়না এসব কি তাদের গনতান্তিক অধিকার যে দেশে ৯০ শতাংশ মানুষ মুসলমান সে দেশে ইসলাম বিপন্ন এমন কথা বলার সুযোগ নাই হেফাজতে ইসলাম নিজেদেরকে অরাজনৈতিক দাবি করে মাহমুদুর রহমানের মুক্তি দাবি ঢালাও ভাবে শাহবাগিদের নাস্তিক বলা ধর্মের নামে ব্যাপক শোডাউন করে ১৩ দফা দাবি পেশ করা ৮৫ কোটি টাকার বিনময়ে সরকার পতনের চক্রান্ত বাস্তবায়নের চেচ্টা এসব প্রশ্নের জবাব জনগন রাজনৈতিক ব্যাক্তিদের কাছ থেকে আশা করে।
©somewhere in net ltd.