| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শামীম মুসতফা
আমি চিৎকার করে কাদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যাথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার।
যুবলীগকে চাদাবাজি ছাড়তে বললেন অর্থমন্তী আবুলমাল অবুল মুহিত।১২ই মে কমলাপুরে যুবলীগের এক সমাবেশে তিনি বলেন,চাদাবাজির রাস্তা থেকে সরে আসুন।প্রয়োজনে নিজেদের টাকা দিয়ে সংগঠন পরিচালনা করুন।আমার উপদেশ ভালো না লাগলে বয়সগুনে ক্ষমাকরে দেবেন।সমাবেশে আরও বক্তব্য রাখেন ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন,আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুখ চৌধুরী।
©somewhere in net ltd.