![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চিৎকার করে কাদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যাথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার।
বুখারি শরিফের হাদিসে বর্নিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার মধ্যে চারটি দোষ থাকবে সে মুনাফিক আর যার মধ্যে এর কোনো একটি
দোষ থাকবে সেও মুনাফিক । ১. যখন কথা বলে তখন মিথ্যা বলে ২. তার কাছে আমানত রাখলে খিয়ানত করে ৩. কোনো ওয়াদা করলে ভংগ করে ৪. করও সংগে ঝগড়ায় জড়িয়ে পড়লে সীমা লংঘন করে । অংগীকার বা ওয়াদা পালন মানুষের অন্যতম সৎগুন হিসেবে বিবেচিত । ইসলামে ওয়াদা পালনের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে । আল্লাহ্ আমাদের সবাইকে ওয়াদা পালনের তওফিক দান করুন।
©somewhere in net ltd.