![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চিৎকার করে কাদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যাথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার।
গিবত একটি সমাজিক ব্যাধি। গিবত আরবি শব্দ। শাব্দিক অর্থ হচ্ছে পরনিন্দা করা,কুৎসা রটনা করা। অন্যের দোষক্রটি প্রকাশ করা। কারও অনুপস্হিতিতে তার এমন কোনো দোষ অন্যের কাছে বলা ,যা সে অপছন্দ করে। কিংবা পরে শুনলে সে মনে কষ্ঠ পাবে ,তাই গিবত। মানুষের যত গুলো বদ অভ্যাস রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে গিবত। গিবত একটি মারাত্তক অপরাধমুলক কাজ যা মুসলমানদের জন্য আল্লাহ ও তার রাসুল হারাম করেছেন। আল্লাহ মন্দ কথা প্রকাশ করা ভালোবাসেন না ,তবে কারও ওপর জুলুম করা হয়ে থাকলে অন্য কথা।
২৪ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
শামীম মুসতফা বলেছেন: ধন্যবাদ , ভালো থাকেন ................
©somewhere in net ltd.
১|
২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৪
স্বপনচারিণী বলেছেন: পাক কিতাবের কথা সবাই জানেনা। কিন্তু এটা সত্য, কারও অনুপস্থিতিতে তার বদনাম করা খুব খারাপ। মনে রাখা দরকার আমার অবর্তমানেও আমার বদনাম হতে পারে। এতে আমি যদি কষ্ট পাই অন্যেও নিশ্চয় কষ্ট পাবে। কারো সমালোচনা তার সামনে করতে পারলে খুব ভাল। এতে হয়তো সে সাময়িকভাবে কষ্ট পাবে কিন্তু পরবর্তীতে আমার সমালোচনাও আমার সামনেই করবে,পেছনে না। ধন্যবাদ।