| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শামীম মুসতফা
আমি চিৎকার করে কাদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যাথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার।
‘পরিকল্পিত খুনের মহড়া দিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। আমরা এ কোন সমাজে বাস করছি? আমি ফেরদৌস নামের এই যুবকের মৃতদেহ নয়, কয়লা নিয়ে ফিরে যাচ্ছি। তাঁর শরীর পুড়ে বিবর্ণ হয়েছে, চেনা যাচ্ছে না।’
গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর বাংলামোটরে পেট্রলবোমা হামলায় নিহত পুলিশ সদস্য ফেরদৌস খলিলের জানাজার পর এটুকু বলেই কান্নায় ভেঙে পড়েন তাঁর স্ত্রীর বড় ভাই চিকিত্সক আবদুল জলিল।
রাজারবাগ পুলিশ লাইন মসজিদে আজ বুধবার দুপুরে ফেরদৌস খলিলের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় পুলিশের মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকার, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ অংশ নেন।
জানাজার পর ফেরদৌস খলিলের মরদেহ গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে পাঠানো হয়। ফেরদৌসের জন্ম ৭১ সালে। ১৯৯১ সালে তিনি পুলিশে যোগ দেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৪২ বছর। তাঁর স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে আছে। মাত্র দেড় মাস আগে তিনি ডিএমপিতে আসেন।
জানাজার পর আইজিপি হাসান মাহমুদ খন্দকার বলেন, ‘রাষ্ট্রযন্ত্রকে বিকল করার পাঁয়তারা হিসেবে পুলিশের ওপর হামলা হয়েছে। হামলাকারীরা মনে করছে, এভাবে তারা পুলিশের মনোবল ভেঙে দেবে। কিন্তু এ ধরনের আক্রমণ কোনো মনোবল ভেঙে দিতে পারবে না। আমরা দেশের জন্য কাজ করে যাব।’http://bd.prothom-alo.com/bangladesh/article/107986/âà¦à¦®à¦°à¦¾_à¦_à¦à§à¦¨_সমাà¦à§_বাস_à¦à¦°à¦à¦¿â
২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৫
শামীম মুসতফা বলেছেন: ওদের বিরুদ্ধে পতিরোধ গড়ে তুলতে হবে
©somewhere in net ltd.
১|
২৫ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
সমকালের গান বলেছেন: আমাদের দুর্ভাগ্য। সময় হয়েছে এ সকল রাজনৈতিক সন্ত্রাসের প্রতিরোধ করার। আমরা কিছু পেশাজীবি চেষ্টা করছি রাজপথে আন্দোলন গড়ে তুলতে, এ নৃশংসতাগুলোর প্রতিবাদ জানাতে। আপনারাও আমাদের সাথে যোগ দিন।
https://www.facebook.com/jagrata.janata13