![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চিৎকার করে কাদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যাথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার।
মুসলিম জাতির উক্কানের ইতিহাস অত্যন্ত গৌরবের। প্র্রথম দিগে সংখ্যা একেবারে কম হলেও আদর্শে ছিল পরিপুর্ন। এ আদর্শ তারা যতদিন পর্যন্ত লালন করেছ ততদিন তারা ছিল শ্র্রেষ্ঠত্বের অধিকারী। তাদের মহান আদর্শের
কথা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়ে।
মানুষ হত্যা করা মানব জাতি হত্যার শামিল এক মুসলমান অপর মুসলমানের সম্পদ ছিনিয়ে নিচ্ছে , পরস্পর হত্যাযগ্গে লিপ্ত হচ্ছে। অথচ মানব হত্যা মহাপাপ বলে কোরআনে ঘোষনা দেওয়া হয়েছে , যে ব্যক্তি অপর কোন ব্যক্তি কে অন্যায়ভাবে হত্যা করল অথবা পৃথিবীতে সন্ত্রাস সৃষ্ঠ করল সে যেন গোটা মানব জাতিকে হত্যা করল।
ইসলাম সমাজ ও রাষ্ট্রব্যবস্হায় সুশাসন নিশ্চিত করার তাগিদ দিয়েছে।
©somewhere in net ltd.