![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চিৎকার করে কাদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যাথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার।
মোট আসন- ৩০০, ভোট হবে ১৪৭ আসনে (১৫৩ আসনের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)
ভোটার সংখ্যা- ৯ কোটি ১৯ লাখ ৬৫ হাজার ৯৭৭। নারী ৪ কোটি ৫৮ লাখ ৪১ হাজার ৯০৫; পুরুষ ৪ কোটি ৬১ লাখ ২৪ হাজার ৭২।
১৪৭ আসনে মোট ভোটার ৪ কোটি ৩৯ লাখ ৮ হাজার ৭২৪। পুরুষ ২ কোটি ২০ লাখ ৬ হাজার ৮২৬; নারী ২ কোটি ১৯ লাখ ১ হাজার ৯২৮।
মোট ভোটকেন্দ্র - ৩৭ হাজার ৭০৭, ভোটকক্ষ- ১ লাখ ৮৯ হাজার ৭৮।
১৪৭ আসনে ভোটকেন্দ্র- ১৮ হাজার ২০৮, ভোটকক্ষ ৯১ হাজার ২১৩।
রিটার্নিং কর্মকর্তা-৬৬ জন, সহকারী রিটার্নিং কর্মকর্তা ৫৭৭ জন।
যেসব জেলায় ভোট নেই- চাঁদপুর, রাজবাড়ী, জয়পুরহাট, শরীয়তপুর ও মাদারীপুর।
অংশ নেয়া দলের সংখ্যা- ১২। মোট প্রতিদ্বন্দ্বী (বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ১৫৩ জনসহ) ৫৪৩, এরমধ্যে পুরুষ ৫১৬, নারী ২৭, স্বতন্ত্র ১০৪। ১৪৭ আসনে প্রার্থী ৩৯০ জন।
১৪৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী ১২০ জন, স্বতন্ত্র ১০৪ জন, জাতীয় পার্টির ৬৬ জন, জেপির ২৭ জন, বিএনএফের ২২ জন, জাসদের ২১ জন, ওয়ার্কার্স পার্টির ১৬ জন।
এছাড়া ন্যাপের ৬ জন, তরীকত ফেডারেশনের ৩ জন, খেলাফত মজলিসের ২ জন, গণতন্ত্রী পার্টির ১ জন, গণফ্রন্টের ১ জন এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া ১২৭ জন আওয়ামী লীগের, ২০ জন জাতীয় পার্টির,৩ জন জাসদের, ২ জন ওয়ার্কার্স পার্টির, ১ জন জেপির।
আইনশৃঙ্খলা বাহিনী- আনসার ২,১৮,৫০০, পুলিশ ৮০ হাজার, সশস্ত্র বাহিনী ৫২ হাজার ১০০, বিজিবি ১৬ হাজার১৮১,র্যাব ৮ হাজার ৪০৪, কোস্টগার্ড ২০০।
প্রতিটি ভোটকেন্দ্রে ১৫ থেকে ১৮ জন করে নিরাপত্তা রক্ষী থাকবে।
ইলেকটোরাল ইনকুয়ারি কমিটি- ১০৩টি। নির্বাচন পর্যবেক্ষক ১০ হাজার ৩৫৫ জন।
Click This Link
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: শুধু নাই- দেশের সর্বপ্রধান বিরোধীদল।
একদলীয় প্রহসনের নির্বাচন ইতিহাসে আওয়ামীলীগের কলংক হইয়া রহিল।
বাকশালের কলংক যেমন ৪০ বছরে মোছে নাই, এই স্বৈরিচারী সারা বিশ্ব কর্তৃক নিন্দিত, প্রত্যাখ্যাত নির্বাচনের কলংকও বোধকরি আগামী ৪০ বছরে মুছীবে না।
গণতন্ত্রের হত্যাকারী হিসাবে, বিরোধীদলের উপর নজীর বিহিন অত্যাচর, জুলুম আর সহিংসতার জন্য কুখ্যাতি রেকর্ড হইয়া রহিল।
সন্ত্রাসীকে যেমন সাধারন মানুষ ভয়ে সালাম দেয়- বা তার সামনে নিরব থাকে!
আজ পুরা জাতি তেমনি নিরব! কিন্তু এই ভয় কেটে গেলে-তাদের ভাগ্যে জমা রইল শুধু ঘৃনা আর ধিক্কার!
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৭
আশাফ আনিস বলেছেন: সন্ত্রাসীকে যেমন সাধারন মানুষ ভয়ে সালাম দেয়- বা তার সামনে নিরব থাকে!
আজ পুরা জাতি তেমনি নিরব! কিন্তু এই ভয় কেটে গেলে-তাদের ভাগ্যে জমা রইল শুধু ঘৃনা আর ধিক্কার
বিদ্রোহী ভৃগু , ভাললাগসে
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৪
পাঠক১৯৭১ বলেছেন: ভালো কম্পাইলেশন