নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছে মত লেখার আমার কবিতার খাতা

ইহা একটি বিতর্কহীন ব্লগ

ই=এমসিস্কয়ার

সাধারণ একজন মানুষ। আবেগের চেয়ে যুক্তিকেই প্রাধান্য দিতে পছন্দ করি।ভালোলাগে পড়তে এবং পড়াতে।

ই=এমসিস্কয়ার › বিস্তারিত পোস্টঃ

কোন পথে চলছি, আমরা????

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫

অনেক দিন লেখা হয়না......ব্লগেও অনিয়মিত........এতে অবশ্য বাংলা সাহিত্যের কোন ক্ষতি বৃদ্ধি হবে না, বরং লাভই হবার কথা, কিছু মানহীন লেখা প্রকাশ বন্ধ থাকছে, ব্লগের প্রথম পাতায় জঞ্জাল কমছে ;)



কিন্তু আজ আর নিজেকে সংবরন করতে পারলাম না............



কোন একটা দেশের সবচেয়ে গুরুত্তপুর্ন অংশ হচ্ছে তার বিচার আর শিক্ষা বিভাগ, মনে হয় সবচেয়ে সন্মানের, সবচেয়ে আস্থারও জায়গা............ কোন দেশের উন্নতির সুচকও মনে হয় তার বিচার বিভাগের স্বাধীনতা আর শক্তিশালী শিক্ষা ব্যবস্থা দিয়ে পরিমাপ করা যায়............



আমি পেশায় এবং নেশায় একজন শিক্ষক............অনেক স্বপ্ন, অনেক উচ্চাশা নিয়েই এই পেশায় আসা............জানতাম আর্থিক স্বচ্ছলতা আমার কখনই থাকবে না, আশা করতাম মানসিক প্রশান্তি, ছাত্র ছাত্রীদের সন্মান আর ভালোবাসা সেই অপুর্ণতা দূর করবে...............



কিন্তু...............



“এ কেমন বর্বরতা!!!! ছাত্র নামধারী ক্যাডারদের দ্বারা হাতুড়িপেটা হলেন সরকারি কলেজের শিক্ষক।

হ্যা বন্ধুরা, গত ৭ই জানুয়ারী রাত পৌনে নয়টায় বাসায় ফেরার পথে হাতুড়িপেটা হয়েছেন সরকারি পি.সি.কলেজ, বাগেরহাটের উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক শাহ আলম ফরাজী। প্রশাসন নিশ্চুপ।

শিক্ষা ক্যডারে যোগদান করা কি এতটাই অপরাধের?”



কিংবা,



শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলা, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা



অথবা,



Click This Link





অথবা, এমন কত খবরই তো প্রতিদিন আসে খবরের কাগজে??



এসব কিসের সংকেত????



এমন কি হবার কথা ছিল???



আমরা শিক্ষকরা কি তবে নতুন প্রজন্মকে কিছু শেখাতে পারছি না????



নাকি সবকিছুই চলে যাচ্ছে নষ্টদের অধিকারে????





সবচেয়ে গুরুত্তপুর্ন প্রশ্ন “আমি কি তবে ভুলই করলাম, এই পেশা বেছে নিয়ে?”

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৫

মুদ্‌দাকির বলেছেন: আল্লাহ বিচার করবে, আল্লাহ দেখে নিবে এদের X(( X(( X(( X((

১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৫

ই=এমসিস্কয়ার বলেছেন: আল্লাহ এদের জ্ঞান দিন, ক্ষমা করুন

২| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০১

megher_kannaa বলেছেন: জাতি হিসেবে এর চেয়ে বড় লজ্জার আর কী হতে পারে।
না আমদের শিক্ষা ব্যবস্থা ঠিকমত চলছে,না আমরা শিক্ষকদের তাদের প্রাপ্য সম্মান দিতে পারছি।

১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২২

ই=এমসিস্কয়ার বলেছেন: পাশের হার তো হু হু করে বাড়ছে................কিন্তু, এ প্লাস পাওয়া ছেলে মেয়েগুলোর ৫০%ই ঢাবির ভর্তি পরীক্ষায় পাশ করতে পারছে না........তারচেয়েও আশংকার কথা হচ্ছে, শিক্ষার আসল উদ্দেশ্য ভুলে আমরা খালি রেজাল্টের পেছনে ছুটে চলেছি..............আমরা আসলে কিসের দিকে এগিয়ে যাচ্ছি???? খুব ভয় হয়, খুবই দুঃচিন্তা হয়............

৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৪

কালা মনের ধলা মানুষ বলেছেন: আমি চাই সর্বাগ্রে আপনি নিরাপদ থাকুন শামীম ভাই। দয়া করে চোখ কান বুজে থাকুন। আপাতত বিবেক কে বালিশ চাপা দিয়ে রাখুন। সুদিন আসবেই।

১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৬

ই=এমসিস্কয়ার বলেছেন: আমরা সবাই যদি বিবেক কে বালিশ চাপা দিয়ে রাখি, তবে সুদিন আসবে কিভাবে????

৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩০

দি সুফি বলেছেন: বসে বসে এসব খবর পড়া ছাড়া আমাদের আর কিছুই করার নাই :(

৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৯

ই=এমসিস্কয়ার বলেছেন: আমরা কি শুধু বসে বসে দেখেই যাবো????? একদিন হয়ত আমরা নিজেরাই খবর হয়ে যাবো........সেদিন অন্যরাও তা শুধু বসে পড়বে.......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.