নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার উপরে দেশ - আমার স্বদেশ। ভাল লাগে সততা, সরলতা। খারাপ লাগে নোংরামি, মিথ্যা, অহমিকা, কুটিলতা।
এ সময়ের একটি বড় ইস্যু - কেন গণজাগরণ মন্চে বিরোধ। এই বিরোধের কারণে অনেক রুঢ় কিন্ত কিছু সত্য কথা বেরিয়ে এসেছে। আসলে বাংলাদেশ ছাত্রলীগকে বাদ দিলে তবলা ডুগডুগি সর্বস্ব লাকীদের কোন অস্তিত্বই খুজে পাওয়া যাবেনা। ইমরান যদিও সাবেক ছাত্রলীগ নেতা কিন্তু এই হাতে গোনা কয়েকটি বামদলের সমর্থন নিয়ে সে টিকে থাকতে চায়। রাজনীতি করতে চায়।
এ থেকেই সমস্যার সৃষ্টি। আসলে ছাত্রলীগের মাথার উপর হাত রেখে এই জনবিচ্ছিন্ন বামগুলো রাজনীতির সুবিধা আদায়ে রত শাহবাগের মন্চকে ব্যবহার করে। রাজনৈতিক ভাবে মৃত এই মন্চকে বামদের রাজনীতির হাতিয়ার হিসাবে ব্যবহার বন্ধ নিশ্চিত করতে হবে। এদের কারণেই আওয়ামীলীগ আজ অনেক ক্ষেত্রেই প্রশ্নের সম্মূখীন। ইমরানের নামে যে কোটি টাকার চাঁদাবাজীর অভিঝোগ উঠেছে তা তদন্ত করা উচিত। নব্য বংগবন্ধু ইমরানের সাম্প্রতিক ভূমিকা অবশ্যই তদন্ত করতে হবে। আমার মনে হয় সে বড়ই ধান্দাবাজ। এই মন্চের যাবতীয় আয় ব্যায় জনসম্মূখে প্রকাশ করা উচিত।
পিনাকী দাদাকে দেখলাম ৭১ জার্নালে নাসিরউদ্দীন বাচ্ছুকে গুরু মানছেন - বুঝা কঠিন কে গুরু আর কে গরু!!!!
২| ০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:২০
মদন বলেছেন: জয় বাংলা
৩| ০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৮
হাসিব০৭ বলেছেন: লীগেরটা খাইব, লীগেরটা পরব আর লীগরেই কইব ম্যাও
৪| ০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৮
কর্পোরেট ভালোবাসা বলেছেন: এর নাম আওয়ামী রাজনীতি
©somewhere in net ltd.
১| ০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:১৫
ঢাকাবাসী বলেছেন: ইমরানের বিরুদ্ধে তদন্ত! যারা করবে তারাই মাল খেয়ে চেপে যাবে! ই, সরকারের অনেক কামাই!