নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বনির্ভর সরল পাঠ - গরিব মানুষ, মানুষ হতে চাই

বিক্ষিপ্ত ভাবনা

সরলপাঠ

সবার উপরে দেশ - আমার স্বদেশ। ভাল লাগে সততা, সরলতা। খারাপ লাগে নোংরামি, মিথ্যা, অহমিকা, কুটিলতা।

সরলপাঠ › বিস্তারিত পোস্টঃ

পঁচন ধরেছে মায়ের মাথায় - কি ঔষধ দেয়া যায়।

১০ ই মে, ২০১৪ রাত ৮:০৯

দেশ হচ্ছে মা। বাংলাদেশ আমার প্রাণে। বাংলাদেশে আজ পঁচন লেগেছে। মাথা থেকে পা সর্বত্রই। আগে আমরা সেনাবাহিনীকে খুজতাম, নির্ভর করতাম। কিন্তু এখন কে আমাদের উদ্ধার করবে। বাংলাদেশের এমন একটি সেক্টরও কি পাওয়া যাবে যেখানে কিছুটা হলেও নিয়ম নীতি মানা হয়? - পাওয়া যাবেনা। হয়ত অনেকেই বলবেন কৃষি। একমাত্র গরীব কৃষক ছাড়া সবাই আজ নীতি নৈতিকতাহীন এক বিধংসী কাজে নিয়োজিত। সরকার যখন অবৈধ হয়ে যায় তখন অপশাষণ এভাবেই পেয়ে বসে। দেশের মাথা সরকারে পঁচন দেখা দিয়েছে।



হত্যা, গুম, দূর্নীতি, অপশাষণ, বিবেকহীনতা, জোর যার মুল্লুক তার - এগুলোই আজকের বাংলাদেশ। এভাবে একটি দেশ চলতে পারেনা, চলেনা। কেউ কি নেই এ দেশটারে বাঁচাবার।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৪ রাত ৮:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হত্যা, গুম, দূর্নীতি, অপশাষণ, বিবেকহীনতা, জোর যার মুল্লুক তার - এগুলোই আজকের বাংলাদেশ। এভাবে একটি দেশ চলতে পারেনা, চলেনা। কেউ কি নেই এ দেশটারে বাঁচাবার।


এখন জলপাইয়ের রংও যে কালতে হারিয়ে গেছে!!!!
লোভ আর সুবিধার কাছে দেশের শেষ ভরসা সেনাবাহিনীও যে চেরাগের জ্বিন হয়ে গেছে..............

মানুষ যাবে কোথায়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.