নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার উপরে দেশ - আমার স্বদেশ। ভাল লাগে সততা, সরলতা। খারাপ লাগে নোংরামি, মিথ্যা, অহমিকা, কুটিলতা।
বর্তমান সরকার (২০ দলীয় জোটের দৃষ্টিতে অবৈধ সরকার) হঠাৎ করেই বিভিন্ন সেক্টরে বিশেষ সুবিধা দেয়া শুরু করেছে। তবে এই সুবিধাপ্রপ্ত বিশেষ শ্রেনীর মধ্যে উল্লেখযোগ্য হল:
১) সরকারী আমলা - বিশেষ প্রমোশন দেয়া
২) পুলিশ - বিশেষ প্রমোশন এবং পদায়ন
৩) সাংবাদিক - নগদ অর্থ
সর্বশেষ, ৫৩ জন সাংবাদিককে বিশেষ আর্থিক সুবিধা দেয়া হয়েছে - এরা নির্বাচিত হয়েছে একটি বিশেষ বিবেচনায়। গণতন্ত্র থাকলে সরকার টিকে থাকার জন্য জনগণকে সুবিধা দিতে কাজ করত। কিন্ত সরকার এখন চলছে এই তিন গোষ্টির দয়ার উপর। এই তিন গোষ্টির এজেন্ডাও নির্ধারিত। পুলিশ লাঠিয়ালের কাজ করে। আমলা প্রশাষন নিয়ন্ত্রণ করে। আর সাংবাদিকেরা আমাদের ঘুম পাড়ানোর গান শুনায়।
বংগবন্ধুর আদর্শের সব সাংবাদিকই কিন্তু বিশেষ সুবিধা প্রাপ্ত নন। তারাই বিশেষ সুবিধা প্রাপ্ত যারা সাংবাদিকতার নৈতিকতা বিসর্জন দিতে পেরেছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেনঃ
১) ইকবাল সোবহান চৌধুরী - অবজারভার
২) মনজুরুরল আহসান বুলবুল - বৈশাখী টিভি
৩) নাইমুল ইসলাম - আমাদের সময়
৪) সোহরাব হোসেন - প্রথম আলো
৫) মোজাম্মেল বাবু (যদিও বাবু সাংবাদিক নন) - ৭১ টিভি
৬) শ্যামল দত্ত (র এর বিশেষ এজেন্ট) - ভোরের কাগজ
৭) গোলাম সরওয়ার - সমকাল
নারায়ণগন্জের দাদা (গডফাদার) সাংবাদিকদের কুত্তা বলেছিলেন - আর এখন সাংবাদিক, পুলিশ, আমলা সবাই কোন না কোন ভাবে এই প্রানীর বৈশিষ্ট বহন করে।
২৪ শে আগস্ট, ২০১৪ রাত ২:১৫
সরলপাঠ বলেছেন: মেরুদন্ডহীন দলবাজদেরই আজ জয়জয়কার। বাংলাদেশের মানুষ আজ খুবই ব্যক্তি কেন্দ্রীক। সমাজ সচেতনরা একটু বেশী..।
২| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ২:৩৩
সচেতনহ্যাপী বলেছেন: সচেতনতা অবলম্বন করবেন,জুটবে গালি র লাঞ্চনা,বাড়াবাড়ি করলে গুলি।। সুতরাং তথৈ বঃ চঃ।।
৩| ২৪ শে আগস্ট, ২০১৪ ভোর ৬:০৬
কলাবাগান১ বলেছেন: শুধু জামাতি-রাজাকারদের বিপক্ষে বললেই দালাল???
৪| ২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৯
নিজাম বলেছেন: সরকারী দল তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য সর্বাত্মক চেষ্টার একটা নীতি হলো এই পদক্ষেপ।
©somewhere in net ltd.
১| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ২:০৮
সচেতনহ্যাপী বলেছেন: আসলেও আমরা আমাদের বৈশিষ্ঠকে অবহেলা,দুরে থাক নীতি অবহেলন করে চলেছি।। এর শেষ কোথায়??
আমারা কি শুধু পদলেহন করেই যাব??