নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বনির্ভর সরল পাঠ - গরিব মানুষ, মানুষ হতে চাই

বিক্ষিপ্ত ভাবনা

সরলপাঠ

সবার উপরে দেশ - আমার স্বদেশ। ভাল লাগে সততা, সরলতা। খারাপ লাগে নোংরামি, মিথ্যা, অহমিকা, কুটিলতা।

সরলপাঠ › বিস্তারিত পোস্টঃ

কেন আজ বিএনপি সফল?

০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫০

বিএনপি তার আন্দোলনে পূর্ণ মাত্রায় সফল। বিএনপির কৌশলেই বুঝা যায় তারা অল্প প্ররিশ্রমে বেশী লাভ ঘরে তুলতে চায় - একাজে তারা পুরোপুরি সফল। বিএনপি হরতাল দিলে সরকার তা জোর করে বানচাল করে - হরতাল হয়না। মানুষের দৈনন্দিন জীবনে তেমন ব্যতয় ঘটেনা, ফলে মানুষ খুব একটা আগ্রহী হয়না।কিন্তু আজ বিএনপি জনসভার ডাক দিয়ে সরকারী অবরোধের মাধ্যমে জনগণের মাঝে সহজেই যে আগ্রহের সৃষ্টি করল, এতেই বিএনপি সফল। মাথা মোটা সুবিধাবাদী তথাকথিত আওয়াীলীগের নেতারা আরও জনবিচ্ছিন্ন হল।



সরকার যেহেতু সবসময় উল্টােটা করে - অর্থাৎ বিএনপি অবরোধ দিলে সরকার সব খুলে দেয়, আর জনসভা দিলে সরকার অবরোধ দেয়, বিএনপির উচিত হবে এই হিসাব মাথায় রেখে কাজ করা।



ব্যক্তিগতভাবে আমি মনে করি শেখ হাসিনা, তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন দিতে যত দেরি করবেন, ততই জনবিচ্ছিন্ন পুলিশ নির্ভর ফেসিস্ট হবেন।



বাংলাদেশের মানুষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্হা বাতিল যেমন গ্রহন করেনি (বিভিন্ন জনমত জরিপের ফলাফল), তেমনি ৫ই জানুয়ারীর নির্বাচনও গ্রহন করেনি। আওয়ামীলীগ এ ২টি বিষয়ে যতবেশী গোয়ার্তুমি করবে, ততই তাদেরকে বিরোধীদের উপর রাজনৈতিক নিপিড়ন চালাতে হবে (বিচার ব্যবস্হা, পুলিশ, এবং প্রশাষনের মাধ্যমে)। এর এতে আওয়ামীলীগ আরও বেশী জনবিচ্ছিন্ন হবে। সামনের দিনগুলোতে বিএনপির হারানোর বেশী কিছু নেই। তবে বর্তমান অবস্হা চলতে থাকলে আওয়ামলীগের হারানোর অনেক কিছুই আছে। এখানেও বিএনপি সফল হতে পারে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৩

খেলাঘর বলেছেন:

শেখ হাসিনার উচিত নির্বাচন দেয়া; নির্বাচনের আগে খালেদাকে অর্পেনেজের টাকার জন্য জেলে দেয়া।

০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:০৮

সরলপাঠ বলেছেন: শেখ হাসিনার রাজনৈতিক কৌশল নিয়ে বলতে পারি, হাসিনা পরেরটি করলেও সহজে প্রথমটা করবেনা।

২| ০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৩

রামন বলেছেন: তারেকের আহ্বান জনগণ নয় পুলিশ ও আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী পালন করেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.