নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার উপরে দেশ - আমার স্বদেশ। ভাল লাগে সততা, সরলতা। খারাপ লাগে নোংরামি, মিথ্যা, অহমিকা, কুটিলতা।
আগামী দু সপ্তাহে জীবন বাঁচানোর প্রয়োজন ব্যাতীত ঘর থেকে বের না হওয়াই ভাল। কারণ আগামী ১৭-২০ই ফেব্রুয়ারী ইউরোপিও ইউনিয়নের প্রতিনিধি বাংলাদেশ সফর করবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্হিতি পর্যবেক্ষনের জন্য। এর উপর অনেক কিছুই নির্ভর করছে। এই বিষয়কে সামনে রেখে সরকার বিরোধী পক্ষ যেমন অবরোধের কঠোরতা বাড়াতে চাইবে, তেমনি সরকারও সাবোটাজে নামতে পারে। সরকার পরিস্হিতি মোকাবিলায় দমন পিড়ন করতে গেলে জনমত সরকারের বিপক্ষে চলে যায়। কিন্ত বাসে আগুন দিয়ে মানুষ মারলে যদিও সরকার সাময়িক চাপে থাকে কিন্ত রাজনৈতিক ভাবে সরকার বেশী লাভবান হয়।
বর্তমান পরিস্হিতিতে এ কথা বলা মুসকিল কে এই ঘৃন্য কাজে জড়িত। এ নিয়ে বিতর্ক থাকতে পারে। তবে ই্উরোপিয়ান প্রতিনিধি আসার আগে এই সময়টা রাজনীতির টার্নিং পয়েন্ট। সরকার চাইবে বিরোধীদের কার্যক্রমকে সন্ত্রাসী কার্যক্রম হিসাবে তুলে ধরতে, তাই সরকারের এমন ধরনের আরও উদাহরণ প্রয়োজন। আবার বিরোধীদের চাই কঠোর আন্দোলন। এই অবস্হায় আপনি আরও বেশী পুড়ে কয়লা হবেন। তাই জরুরী জীবন বাঁচানোর প্রয়োজন না হলে আগামী দু সপ্তাহ ঘর থেকে বের না হওয়াই উত্তম। কুটিল রাজনীতি নিপাত যাক, গণমানুষের জয় হোক।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:৪২
সরলপাঠ বলেছেন: জীবনের ঝুকি যতটুকু পারেন এড়িয়ে চলুন, বিশেষ করে আন্তজিলা যোগাযোগ।
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:২৬
চাঁদগাজী বলেছেন:
"তবে ই্উরোপিয়ান প্রতিনিধি আসার আগে এই সময়টা রাজনীতির টার্নিং পয়েন্ট। "
-ভুল ধারণা; কোন টার্নিং পয়েন্ট নেই; কতবার এলো গেলো, আরো কতবার আসবে যাবে।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:৪১
সরলপাঠ বলেছেন: সময়েই বলবে। তবে বাংলাদেশের রাজনীতি বর্তমানে অনেকটাই পরাশক্তি নির্ভর, এটা আপনি স্বিকার না করলে কিছুই বলার নাই।
শুধু এই টুকুই বলি বিএনপিই বা কেন পরাশক্তিদের সাহায্য চায়। আর সরকারই বা কেন বিএনপির আন্দোলনের ভিডিও (জ্বালাও পোড়াও) বিভিন্ন দেশে পাঠায়?
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:১৪
চাঁদগাজী বলেছেন:
পশ্চিম চায়, বাংলাদেশে ক্যাপিটেলিজম প্রক্রিয়ায় যেন কোন আঘাত না আসে। তারা শেখ হাসিনা ও খালেদাকে বুঝাবে, মুল উদ্দেশ্য যাতে ব্যাহত না হয়।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৩১
সরলপাঠ বলেছেন: আপনার সাথে এই আদর্শিক বিতর্ক অন্য সময়ের জন্য তোলা থাকল। আজ আমি শুধু ম্যাংগোপিপলের একজন হিসাবে নিজেদের নিরপত্তা নিয়েই চিন্তিত।
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:২৪
নিলু বলেছেন: নিরাপদে থাকাই ভালো
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৩১
সরলপাঠ বলেছেন: ধন্যবাদ, একটি সুন্দর আগামীর প্রত্যাশায়.........।
৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৫৪
অবিবাহিত ছেলে বলেছেন: ভাবছি অফিসে বেডিংপত্র নিয়ে যাব একবারে নির্বাচনের আগ পর্যন্ত নিরাপদে থাকার জন্য ।
৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৩৬
রামন বলেছেন:
ম্যাডাম তো ছেলের বউ নাতনিদের নিরাপদে দেশের বাহিরে পাঠিয়ে দিয়ে নিজে চোদ্দ সিন্দু দুর্গে বসে নেতা কর্মীদের বাহিরে ঝাপিয়ে পরার নির্দেশ দিচ্ছেন এবং যেসকল নেতারা তার মত ঘাপটি মেরে বসে থাকবে তাদের পদ খেয়ে ফেলার হুমকি দিচ্ছেন , এখন তারা কি আপনার কথা শুনবে?
৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৩
নীল আকাশ ২০১৪ বলেছেন: এই দেশের রাজনীতি এককভাবে নিয়ন্ত্রণ করে ভারত। মার্কিন বা ইউরোপীয় ইউনিয়ন এখানে একেবারেই অসহায়। বর্তমান সরকার যেহেতু 'নেব আর দেব' বেসিসে ভারতের আশীর্বাদের একমাত্র অধিকারী হয়ে বসেছে, তাই পরিস্থিতি উত্তরণে আর কোন সম্ভাবনা আছে বলে আমার জানা নেই।
৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২৮
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন:
@নীল আকাশ ২০১৪
'নেব আর দেব' হলে তো কিছু পাওয়ার কথা ছিল, তা কি হচ্ছে ? কথাটা বোধ হয় এ রকম হবে "চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিব বিনিময়ে আমরা ক্ষমতায় থাকিব"
৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪২
দখিনা বাতাস বলেছেন: বিএনপিতো এখন ভারতের ইয়ে মারা খাওয়ার জন্য পাইত্তা দিয়া বইয়া আছে। কিন্তু পোড়া কপাল, ভারতও কিছু করতাছে না। কয়দিন পরে কু্ত্তাও মুতবো না বিএনপির মুখে
১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৬
রঙতুলি বলেছেন: সরকার নিরাপত্তা দিতে পারছে না, এটা প্রমানিত।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:২৪
চাঁদগাজী বলেছেন:
৩ টি সন্ত্রাসী দল বোমা মারছে, তারা খালেদা জিয়ার 'অবরোধ'কে কাজে লাগাচ্ছে।
আমাকে তো কাজ করতে হয়।