নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বনির্ভর সরল পাঠ - গরিব মানুষ, মানুষ হতে চাই

বিক্ষিপ্ত ভাবনা

সরলপাঠ

সবার উপরে দেশ - আমার স্বদেশ। ভাল লাগে সততা, সরলতা। খারাপ লাগে নোংরামি, মিথ্যা, অহমিকা, কুটিলতা।

সরলপাঠ › বিস্তারিত পোস্টঃ

বিপ্লবীরা ঘুমিয়ে নেই - দালালেরা সাবধান!!

১৩ ই আগস্ট, ২০২৪ রাত ২:৩২

স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার কথায় মনে হচ্ছে তাদের এজেন্ডা ভিন্ন। তারা একটি বিপ্লবী সরকারের উপদেষ্টা নন। একটি বিপ্লবী সরকারের ১ নাম্বার এজেন্ডা হওয়া উচিত পতিত স্বৈরাচারের সকল চিহ্ন মুছে দেয়া, এবং তার যায়গায় বিপ্লবকে প্রতিস্হাপিত করা। কিন্ত এই দুই উপদেষ্টার আচরনে মনে হচ্ছে এরা একজন পতিত স্বৈরাচারের এডভোকেড, আরেকজন পতিত স্বৈরাচারকে লালনকারী দেশের এডভোকেড। তাদের মনে রাখা উচিৎ বিপ্লবীরা ঘুমিয়ে নেই। ২য় বিজয় দিবসের দিন গত ৫ই আগষ্ট নতুন সরকারের ৪টি প্রধান কাজের উল্লেখ করেছিলাম। আগামী ২ সপ্তাহের মধ্যে এ চারটি ব্যাপারে কার্যকর পদক্ষেপের জন্যে দৃশ্যমান উদ্যোগ চাই:

১)বিপ্লবের মাধ্যমে দেশ ২য় বারের মত স্বাধীন হওয়ার পর দেশে এখন আইনের শাষণ পিরিয়ে আনা জরুরী। আর এই আইনের শাষণ হবে নতুন সংবিধান প্রনয়নের মাধ্যমে। যে সংবিধান বিগত ৫৩ বছর দেশে গনতান্ত্রিক কাঠামোর নিশ্চয়তা দিতে পারেনি তা বাতিল করে তার স্থলে নতুন সংবিধান প্রনয়ন করতে হবে।

২) বিগত মহাস্বৈরাচারী সরকারের যাবতীয় হত্যা খুনের বিচারে কমিশন গঠন করতে হবে।

৩) বিগত মহাস্বৈরাচারী সরকারের সকল সহযোগীর গ্রেফতার এবং বিচারের উদ্যোগ আজকেই নিতে হবে।

৪) সন্ত্রাসী সংগঠন বিলুপ্ত করতে হবে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০২৪ ভোর ৬:০১

ঢাকার লোক বলেছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, উনি শেখ হাসিনাকে শ্রদ্ধা করেন, উনি আসতে চাইলেই দেশে আসতে পারেন, এসে আওয়ামী লীগকে দলের ভাল ভাল লোকের নিয়ে আবার... ইত্যাদি ইত্যাদি।
যিনি শুধুমাত্র ক্ষমতা ধরে রাখতে, সকল রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণের বাকস্বাধীনতা হরণ, ভোট ডাকাতি, বিরোধীদের বিনা বিচারে আটক, জেলে ভরে, গুম, হত্যা করে দেশে ত্রাশের রাজত্ব কায়েম করেছিলেন, নিজের লোকদের দুর্নীতির অবাধ লাইসেন্স দিয়েছেন, সবশেষে প্রতিবাদী ছাত্র জনতার বুকে নির্বিচারে গুলি করেও শেষ রক্ষা করতে না পেরে বাধ্য হয়ে বিদেশে পালিয়ে গেছেন, সেখানে বসেও আবার ফিরে ক্ষমতায় বসার উদ্দেশ্যে বিদেশী শক্তির সহায়তায় ষড়যন্ত্র করে চলেছেন, তার প্রতি যদি উনার শ্রদ্ধা এখনো অটুট‌ই থাকে তবে তাকে এ পরিবর্তিত পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ সরকারি দায়িত্বে রাখা কতটুকু যুক্তিযুক্ত ভাবতে হবে বৈ কি।

২| ১৩ ই আগস্ট, ২০২৪ ভোর ৬:০৭

ঢাকার লোক বলেছেন: https://www.youtube.com/watch?v=mh7-zALDxjs

৩| ১৩ ই আগস্ট, ২০২৪ ভোর ৬:৩৭

কামাল১৮ বলেছেন: আপনি কি তথাকথিক বিপ্লবীদের একজন।এর প্রধান কে।ইউনুস সাহেব অবশ্যই না।যে দুই জনের কথা বললেন তারাই বা কারা।তাদের সাথে বিপ্লবের কি সম্পর্ক।

৪| ১৩ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:২০

আহলান বলেছেন: সরকার কদের দিয়ে কাজ করাবে সেটা একটি ব্যপার। পুলিশ সবে মাত্র তাদের ভয় বা দাবী দাওয়া মানার প্রেক্ষিতে কাজে যোগ দিয়েছে। আমার আশা অল্প দিনের মধ্যেই সন্ত্রাসী এমপি মন্ত্রি ও আওয়ামি গুন্ডা বাহিনীকে এই সরকার গ্রেফতার ও বিচারের কাঠগড়ায় দাঁড়া করাবে। তা যদি না করে, তবে বিপ্লবী ভাইদেরকেই দায়িত্ব নিতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.