নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার উপরে দেশ - আমার স্বদেশ। ভাল লাগে সততা, সরলতা। খারাপ লাগে নোংরামি, মিথ্যা, অহমিকা, কুটিলতা।
জুলাই বিপ্লবের সবচেয়ে বড় চ্যালেন্জ, আপন মন:জগতে বিপ্লবকে ধারণ করা। সংহত কারণে বাংলাদেশের মানুষ রাজনীতির উপর ক্ষুব্ধ ছিল। বিগত ১৬ বছরের শাসনামলে স্বৈরাচারী হাসিনার আওয়ামীলীগ মানুষের মন:জগতকে রাজনীতি বিমূখ করতে যাবতীয় চেষ্টা করেছিল এবং তারা সফল হয়েছিল। যার কারনে স্বৈরাচার বিরোধী কোন রাজনৈতিক আন্দোলন তেমন চুড়ান্ত ফল আনেনি।
যার ফলে জুলাই চব্বিশের বাংলাদেশ ২ বিপ্লব সংঘটিত হয়েছে অরাজনৈতিক ব্যানারে রাজনৈতিক পরিকল্পনায়। সাংবাদিক সাহেদ আলমদের গাত্রদায় হয় তখন, যখন রাজনৈতিক পরিকলপনা প্রকাশিত হলে, তার সমর্থিত দলের গলাবাজি কিছুটা ম্লান হয়ে যায়। এই যে অন্যের অর্জনকে খাট করে দেখার প্রবনতা, এটি একধরণের স্বৈরাচারী মন:বৃত্তি। এর থেকে বের হয়ে আসতে না পারলে নতুন বাংলাদেশ গড়া বাধাপ্রাপ্ত হবে। নিজেকে প্রশ্ন করুন আপনার মন:জগত কতটা স্বৈরাচারী। নিজেকে পরিবর্তন করুন।
©somewhere in net ltd.