নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বনির্ভর সরল পাঠ - গরিব মানুষ, মানুষ হতে চাই

বিক্ষিপ্ত ভাবনা

সরলপাঠ

সবার উপরে দেশ - আমার স্বদেশ। ভাল লাগে সততা, সরলতা। খারাপ লাগে নোংরামি, মিথ্যা, অহমিকা, কুটিলতা।

সরলপাঠ › বিস্তারিত পোস্টঃ

হজ্জ্ব প্যাকেজের মূল্য

০৩ রা নভেম্বর, ২০২৪ সকাল ৮:১৬

বর্তমান সরকারকে অবশ্যই ধন্যবাদ দিতে হয় লুটপাট বন্ধ করে এ বছর হজ্জ্ব প্যাকেজের খরচ কমিয়ে আনার জন্যে।

সর্বনিম্ন হজ্জ্ব প্যাকেজের দাম ডলারে:
২০২৩ - $৫২৫৪
২০২৪ - $৩৯৯৮
মূল্য হ্রাস - ২৫%

হজ্জ্ব প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয় টাকায়, কিন্তু ব্যয় বহন করতে হয় ডলারে। গত বছরের তুলনায় ডলারের দাম এ বছর দশ টাকা বেশী, সে হিসাবে টাকায় হজ্জ্ব প্যাকেজের মূল্য বেশী হওয়ার কথা, উল্টো সরকার দাম কমিয়ে দিয়েছে। শতকরা হারে হজ্জ্ব প্যাকেজের দাম গতবারের তুলনায় এবার প্রায় ২৫% কম। গত বছর প্যাকের সর্বনিম্ন মূল্য ছিল ৫,৭৮,৮৪০ টাকা এবং গত বছর এই সময়ে ডলারের দাম ছিল ১১০ টাকা ১৭ পয়সা। ডলারের মূল্যে গত বছর হজ্জ্ব প্যাকেজে মূল্য ছিল $৫২৫৪। এ বছর প্যাকেজের মূল্য ৪,৭৮,২৪২ টাকা। ডলারের দাম ১১৯ টাকা ৬০ পয়সা। এই হিসাবে এ বছর হজ্জ্ব প্যাকজের দাম ডলারে $৩৯৯৮।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০২৪ সকাল ৮:৪৭

ঢাবিয়ান বলেছেন: সরকারী খরচে হজ্ব নিশিদ্ধ করাটা হচ্ছে এই সরকারের অন্যতম একটা ভাল কাজ। তবে হজ্ব প্যকেজের দাম কিভাবে কমিয়েছে সেটা বুঝতে পারছি না। যদি সিন্ডিকেটবাজী কমানোর কারনে হয়ে থাকে তবে সেটা খুবই ইতিবাচক।তবে সরকারের যাতে এই বিষয়ে কোন টাকা খরচ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এটা সরকারের দ্বায়িত্ব না। হজ্ব একান্তই ব্যক্তিগত একটা ধর্মীয় আচার যা কেবলই সামর্থবানদের জন্য ফরজ।

২| ০৩ রা নভেম্বর, ২০২৪ সকাল ৯:৪৪

প্রহররাজা বলেছেন: এবারের টা খাবার খরচ বাদে। তাছাড়া থাকতে হবে অনেক দূরে। সব সস্তা ভালো না।

৩| ০৩ রা নভেম্বর, ২০২৪ দুপুর ১২:১২

নাহল তরকারি বলেছেন: ভালো।

৪| ০৩ রা নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আম্লিগ সব যায়গাতেই চুরি করতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.