নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার উপরে দেশ - আমার স্বদেশ। ভাল লাগে সততা, সরলতা। খারাপ লাগে নোংরামি, মিথ্যা, অহমিকা, কুটিলতা।
তিনি পালিয়ে গিয়েছেন লাখো নেতা কর্মীর জীবনকে বিপন্ন করে। তিনি আপনার কথা ভাবেন নাই। সত্য মিথ্যা বিবেচনা না করে আপনি তার রাজনৈতিক ন্যেরেটিভকে বিশ্বাস করেছিলেন। আপনি তার জন্যে জীবন দিতে রাজী ছিলেন। কিন্ত তিনি আপনার জীবনের মুল্য বুঝেনি, নীজের জীবনের মূল্য বুঝেছে। আর তাই কাপুরুষের মত পালিয়ে গিয়েছেন।
৭৭ বছর বয়স তার। তিনি যদি তার আদর্শের উপর বিশ্বাস রাখতেন, তাহলে পালিয়ে যেতেন না, প্রয়োজনে জীবন দিয়ে মহিয়ান হতেন। হাজারো মানুষের জীবনের থেকে যার কাছে মূল্যবান ছিল ক্ষমতা, মনে রাখুন তার কাছে আপনার কোনই মুল্য নেই। একজন সত্যিকারের রাজনীতীবিদ প্রয়োজনে জীবন দেয়, কিন্ত কাপুরুষের মত পালিয়ে যায়না। বিশ্বাস করুন, তিনি আর ফিরবেন না। তার ফেরার সুযোগ নেই। তার অন্ধকার যুগের যবনিকাপাত হয়ে গিয়েছে। তবে আপনি মুল্যবান। নিজের মুল্য বুঝতে হলে নিজের বর্তমান আর ভবিষ্যতকে নির্ধারন করুন। নিজের পথ তৈরী করুন।
নিজেকে প্রশ্ন করুন, নিজের ভুল খুজে বের করুন, নিজেকে শুধরে নিন, দেশ গড়ার কাজে লাগুন। সিদ্ধান্ত আপনার - লুটপাটকারীদের সহযোগী হবেন, না দেশ গড়বেন - নতুন বাংলাদেশ!
২| ১১ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:২৩
রাসেল বলেছেন: দেশের অর্থনৈতিক, সামাজিক, শিক্ষাব্যবস্থা, বিচারব্যবস্থা অবলোকন করে, একজন সুস্থ মস্তিষ্কের মানুষ কোনোভাবেই ভালো বলতে পারবে না । এমতাবস্থায় কেউ যদি কারো উপর বিশ্বাস রাখবে শুধুমাত্র ব্যক্তিগত লাভের জন্য। এখন যারা অত্যাচারিত হবার জন্য যাইতেছে, তারা এটাকে ভবিষ্যতের জন্য ইনভেস্টমেন্ট মনে করতেছে।
৩| ১১ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৩০
নতুন বলেছেন: প্রহররাজা বলেছেন: আপনার ইউনুউস কাকু পালিয়ে ছিলো কেনো? মামলার ভয়ে? মেধাবীদের বন্দুকের সামনে পাঠিয়ে উনি ফ্রান্সে মজা নিচ্ছিলেন?
আফা পালিয়েছেন, ট্রাম্প তাকে গদিতে বসাতে আসবে। যদিও উনি বলেছিলেন আমেরিকারা ভালো না, অত দুর যাবার কোন দরকার নাই।
৪| ১১ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৪
প্রহররাজা বলেছেন: @নিপুন, ট্রাম্প হাসিনাকে সাহায্য করবে না। কিন্তু ইউনউস কে ফান্ড দেয়া বন্ধ করে দিবে। আর তাতেই মেধাবী ছাত্রনেতা গুলোকে বসিয়ে বসিয়ে খাওয়ানোর বারোটা বাজবে। ফান্ড না পেলে সেনাবাহিনীও বাড়তি কাজ বাদ দিয়ে ছাউনিতে ফেরত যাবে,আর তখন মাইর খাওয়া পুলিশ গুলা নিশ্চয়ই উপদেষ্টা আর মেধাবীদের ছেড়ে দিবে না।
©somewhere in net ltd.
১| ১১ ই নভেম্বর, ২০২৪ ভোর ৬:২৪
প্রহররাজা বলেছেন: আপনার ইউনুউস কাকু পালিয়ে ছিলো কেনো? মামলার ভয়ে? মেধাবীদের বন্দুকের সামনে পাঠিয়ে উনি ফ্রান্সে মজা নিচ্ছিলেন? কিছু মেধাবী দের নিজের লোক দিয়ে মারলেন আন্দোলন জমাবার জন্য।