নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিসমিল্লাহির রাহমানির রাহীম

আল্লাহ সর্বশক্তিমান

শামীম০বিডি

বলার কিছুই নাই, শুধু বলতে পারি আমি একজন সাধারণ মানুষ। ০১৬৭০৯২৯৪৪০

শামীম০বিডি › বিস্তারিত পোস্টঃ

ধুমপান করা আর পানের সাখে জর্দ্দা খাওয়া হারাম।

১৫ ই নভেম্বর, ২০১২ রাত ১০:১৫

ধুমপানঃ অনেক বছর আগে যখন বিজ্ঞান তেমন উন্নত ছিলনা তখন বেশির ভাগ ইসলামিক বিশেষজ্ঞ বলতেন ধুমপান করা মাকরুহ। আর এর ভিত্তি ছিল একটি হাদিস যেটা আছে সহি বুখারী খন্ড ১, হাদিস নং ৮৫৫. নবীজি বলেছেন কখনো কেউ যদি কাঁচা রসুন বা পেঁয়াজ খায় তাহলে সে যেন আমার কাছ থেকে আর মসজিদ থেকে দূরে থাকে। এই হাদিস উপর ভিত্তি করে ফতোয়া দিয়েছিল ধুমপান মাকরুহ কারণ রসুন আর পেঁয়াজ খেলে মুখে বাজে গন্ধ হয় আর ধুমপান করলেও বাজে গন্ধ হয়।কারণ রসুন আর পিয়াজ খাওয়া মাকরুহ এজন্য ‍সিগারেট খাওয়া মাকরুহ বলেছেন।



কিন্তু এখন বিজ্ঞান উন্নতির ফলে আমরা জানতে পেরেছি ধুমপান করার ফলে অনেক রোগ হয়। যেমন, ফুসফুসের ক্যানসার. ব্রনকাটিস, আলসার, ঠোট কালো, যৌন শক্তি কমে যায়, স্বাস্থ্য খারাপ হবে আরো অনেক রোগ।সিগারেটের প্যাকেটে মধ্যে লেখা থাকে ধুমপান করলে মৃত্যু হয়, ধুমপান করলে হার্ট এটাক হয়, ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।



আর world Health Organization এর মতে বিশ্বে প্রতি বছর চল্লিশ হাজার লোক মারা যায় ধুমপান করার কারণে। মেডিসিন সাইন্স এর মতে ধুমপান হচ্ছে slow poisoning। আর প্রবিত্র কুরআন বলছে তোমরা নিজের হাতে নিজেদের ধ্বংস করনা, সুরা বাকারা, আয়াত ১৯৫। এমন অনেক আয়াতের উপর ভিত্তি করে এখন প্রায় চারশ বিশেষজ্ঞরো বেশি ফতোয়া দিয়েছে ধুমপান করা হারাম।এটা অনেকটা আত্তহত্তার মত।আর সিগারেট আছে নিকোটিন আর টাক। ধুমপান করার ফলে একজন মানুষের প্রায় ৫০-১০০ টাকা খরচ হয়। আর প্রবিত্র কুরআন বলছে পানাহার করো অপচয় করোনা। সুরা আরাফ, আয়াত নং ৩১ । প্রবিত্র কুরআন আরো বলছে, তোমরা অপচয় করোনা, কারণ অপচয় কারি শয়তানের ভাই। সুরা বনী ইসরা্ঈল, আয়াত ২৬-২৭। ধুমপান করলে পাশের লোকের ক্ষতি হয়। যে ধুমপান করে তার চেয়ে বেশি ক্ষতি হয় তার পাশের লোকের যখন সেই লোক ধোঁয়া ছারে। এজন্য সিঙ্গাপুর সবার সামনে সিগারেট খাওয়া নিষেধ। আরো অনেক কারণে ধুমপান করা হারাম বলেছে্



পানঃ শুধু পান খা্ওয়া হারাম নয় কারণ খালি পান করা তেমন ক্ষতি হয়না আর যদি পানের সাথে জর্দ্দা বা তামাক খায় তাহলে হারাম কারণ জর্দ্দা বা তামাকে আছে টাক আর নিকোটিন যা খেলে অনেক ক্ষতি হয় মানুষের, যেটা দোঁয়ার মাধ্যমে নেয়া হোক বা পানের সাথে চিবিয়ে খাওয়া হোক ।যে কোন ভাবেই তা

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১২ রাত ১০:১৮

আট আনা বলেছেন: আর গাঁজা? গাঁজাতে কিন্তু ক্ষতি খুবই কম ;)

২| ১৫ ই নভেম্বর, ২০১২ রাত ১০:২৪

শামীম০বিডি বলেছেন: গাজা্ও হারাম। আমি শেষে লিখেছি তামাক সেটা দোয়া ভাবে নেয়া হোক আর চিবিয়ে খা্ওয়া হোকনা কেন সেটা হারাম্। আর যেই জিনিস বেশি খেলে নেসা হয় সেটা অল্প খা্ওয়া্ হারাম। গাজায় অল্প ক্ষতি হয়না, গাজায অনেক ক্ষতি হয়। ইসফরমেশন টা মনে হয় জানেন না।

৩| ১৫ ই নভেম্বর, ২০১২ রাত ১০:২৫

মাক্স বলেছেন: ব্লগিং করলে সময়ের অপচয় হয়। সুতরাং ব্লগিং করা হারাম।
লে হালুয়া।

৪| ১৫ ই নভেম্বর, ২০১২ রাত ১০:২৯

শামীম০বিডি বলেছেন: ইসলামের বানি প্রচার করলে আরো নেকী পা্ওয়া যায়্ । আর প্রত্যেক মুসলমানের উচিত মানুষকে সত্যটা জানানো। ইনটারনেট এখন খুব একটা ভালো মাধ্যম। আর আমার এই লেখাটা লিখতে প্রায় অনেকদিন লাগছে।

৫| ১৫ ই নভেম্বর, ২০১২ রাত ১০:৩০

মোঃ আব্দুস সালাম বলেছেন: মাক্স বলেছেন: ব্লগিং করলে সময়ের অপচয় হয়। সুতরাং ব্লগিং করা হারাম।
লে হালুয়া। :-P :-P

৬| ১৫ ই নভেম্বর, ২০১২ রাত ১০:৩১

সুলতানা১২ বলেছেন: মাক্স@ ইজ এ্যা হনু'ব্লগার

৭| ১৫ ই নভেম্বর, ২০১২ রাত ১০:৩৩

আট আনা বলেছেন: আমি অনেক কম জানি এটা ঠিক। তবে গাঁজাতে সিগারেটের চেয়ে কম কম ক্ষতি। আরেকটা তথ্য দেই আপনাকে- আমেরিকায় বেশ কয়েকটি রাজ্যে গাঁজা ওষুধ হিসাবে বৈধ করা আছে। কলোরাডো, ওয়াশিংটনে এটা রিক্রেয়েশনাল ড্রিংক হিসাবে বৈধ করতে যাচ্ছে। marijuana legislation লিখে গুগল করেন, সব পাবেন।

৮| ১৫ ই নভেম্বর, ২০১২ রাত ১০:৪৪

আট আনা বলেছেন: marijuana vs tobacco লিখেও করতে পারেন।

৯| ১৫ ই নভেম্বর, ২০১২ রাত ১০:৫৭

শার্ক বলেছেন: brother is correct but u guys throwing very bad comment. think if your mother start smoking and i say to google to see how american women is releasing breath. living in the bd but giving example usa.

১০| ১৫ ই নভেম্বর, ২০১২ রাত ১১:০৭

যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: গরুর মাংশ খেলেও অনেক ধরণের স্বাস্থ্য ঝুঁকি থাকে, গরুর মাংশও কি হারাম?

১১| ১৫ ই নভেম্বর, ২০১২ রাত ১১:২২

শামীম০বিডি বলেছেন: আমেরিকায় অনুমতি আছে বলে সেটা ইসলামে হালাল হবে এটা কই পাইলেন ভাই। এটা দেখি পুরাই লুল। আপনাকে বলি এলকোহল দিয়ে আনেক ঔষধ বানায়। কিন্তু এলকোহলত ইসলামে হারাম। যখন শেষ উপায় হয়ে কনো কিছু করা হবে তখন সেই ব্যাপারে আল্লাহ ক্ষমাশীল। আমেনিকায় কিন্তু শুকর এর গোশত সবচেয়ে বেশি খায় আর অনুমদিত তাই বলে ইসলামে সেটা অনুমদিত হবে এটাত হতে পারেনা। গাজায়ত সিগারেটের চেয়ে বেশি নেষা হয় আটাত ‍সিগারেটের চেয়ে বেশি হারাম। ভাই মনে গাজা বেশি খায় মাইন্ড করেননা কারণ আমার অনেক বন্ধু আছে তারা ‍সিগারেট খায় যখন তাদের বলি এটা হারাম তখন তারা এটা কে মাকরুহ বলে চালাইয়া দেয়। তাদের বুঝালে ও বুঝানে । তাদের কথা শুনলে মনে হয় তারাই ইসলামের বিষেসঙ্গ। কারণ তারা ‍সিগারেট খায় এজন্য এটা সাপোর্ট করে।

১২| ১৫ ই নভেম্বর, ২০১২ রাত ১১:২৭

শামীম০বিডি বলেছেন: গরুর গোশত বেশি খেলে ক্ষতি হয়। অল্প খেলে ক্ষতি হয় না। আর কোন কিছুই অতিরিক্ত ভালোনা। আর আমি কিন্তু লেখায় অনেকগুলো কথার উল্লেখ করছি।

১৩| ১৫ ই নভেম্বর, ২০১২ রাত ১১:৩২

দিশার বলেছেন: ভাই হারাম হালাল নিয়া আরো fatwa ভিত্তিক লেখা চাই, । ভাই বিবি তালকের উপায় গুলা কি কি একটু বলবেন please , আর দাসী কিনতে চাচ্ছি। বা,কোনো বিধার্মিক কে , dawat দিয়ে মুসলমান বানাতে বের্থ হয়ে, তার ফ্যামিলি ক সরায়ে দিয়ে দুনিয়া থেকে, বিয়ের করতে চাই!! হালাল তো না?

১৪| ১৫ ই নভেম্বর, ২০১২ রাত ১১:৩৬

আমি বাঁধনহারা বলেছেন:
মোল্লারা বলে:সিগারেট খাওয়া হারাম আর পান খাওয়া হালাল।বেশির ভাগ মোল্লারাই মুখ লাল করে পান খায়।তারা সিগারেট খেতে পছন্দ করে না।কিন্তু সিদ্ধি পেলে ছাড়ে না।ভন্ড সব মোল্লারা!!!!

১৫| ১৫ ই নভেম্বর, ২০১২ রাত ১১:৫৯

শামীম০বিডি বলেছেন: এটা তাদের জ্ঞানের অভাব। তারা পান খায়তো সেজন্য তারা পানকে হালাল বলে আর সিগারেটকে হারাম বলে। শুধু পান খা্ওয়া হারাম না কিন্তু পানের সাথ তামাক বা জর্দ্দা খা্ওয়া হারাম।

১৬| ১৬ ই নভেম্বর, ২০১২ রাত ১২:০৬

শামীম০বিডি বলেছেন: দিশার ভাই তালাক নিযে বাংলাদেশ অনেক কুসংস্কারের আর ভুল ধারনা আছে । আমার লিখতে ভাল লাগেনা সেজন্য লিখিনা কিন্তু ভবিষ্যতে লিখব চোখ রেখেন। আর কিছু দিনের মধ্যে একটা লিখা লিখব এই লেখার বিরুদ্ধে সবাই জাবে তারপরো লিখবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.